বীরভূম, 20 এপ্রিল: তীব্র দাবদাহে কার্যত রক্ত শূন্য জেলার ব্ল্যাড ব্যাংকগুলি । অত্যধিক গরমে হচ্ছে না রক্তদান শিবির ৷ ফলে জেলার তিন মহকুমার তিনটি ব্ল্যাড ব্যাংকে রক্তশূন্যতা দেখা দিয়েছে ৷ অন্যদিকে, রমজান মাস চলছে ৷ সেটিও রক্তশূন্যতার একটি বড় কারণ ৷ ফলে সমস্যায় পড়ছে হাসপাতালে ভরতি রোগীরা-সহ থ্যালাসেমিয়া আক্রান্তরা ৷ বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত একেবারেই অমিল ।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের নীচে নামছেই না । কখনও কখনও তাপমাত্রার পারদ চড়ছে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে ৷ বইছে লু । এই অত্যাধিক গরমে রক্ত সংকট দেখা দিয়েছে বীরভূম জেলায় ৷ কারণ তাপপ্রবাহের জেরে হচ্ছে না রক্তদান শিবির ৷ ফলে বীরভূম জেলায় বোলপুর ও সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল-সহ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্ল্যাড ব্যাংক কার্যত রক্ত শূন্য ৷
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বোলপুর ব্ল্যাড সেন্টারে মাত্র সাত ইউনিট, সিউড়ি ব্ল্যাড সেন্টারে মাত্র চার ইউনিট ও রামপুরহাট ব্ল্যাড সেন্টারে মাত্র আট ইউনিট রক্ত রয়েছে ৷ তার মধ্যে বেশিরভাগই পজেটিভ গ্রুপের রক্ত ৷ নেগেটিভ গ্রুপের রক্ত একেবারেই অমিল ৷ রক্ত শূন্যতার অন্যতম কারণ এই তীব্র গরমে কোনও ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থা, কলেজ রক্তদান শিবিরের আয়োজন করতে পারছে না ৷ রক্তদাতাও পাওয়া যাচ্ছে না ৷ সরকারিভাবেও রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না ৷
অন্যদিকে, রমজান মাস চলছে । তাই দুর্বলতার কারণে মুসলমান সম্প্রদায়ের মানুষ রক্তদান করতে পারছেন না । এই জেলায় দুটি সুপার স্পেশালিটি হাসপাতাল, একটি সরকারি মেডিক্যাল কলেজ, একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও বহু বেসরকারি হাসপাতাল রয়েছে ৷ সেগুলিতে শয়ে শয়ে রোগী ভরতি ৷ রক্ত সংকটের ফলে সমস্যায় পড়ছেন তারা ৷ থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত লাগে । চরম দুর্ভোগে পড়েছেন তারাও ৷ প্রসঙ্গত, এই রক্ত সংকট কাটাতে ইতিমধ্যেই বৈঠক করেছেন জেলা স্বাস্থ্য আধিকারিকেরা ৷ সকালের দিকে রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত শূন্যতা কাটানোর বিষয়ে আলোচনা হয়েছে ৷ বিষটির উপর নজর রাখছেন রাজ্য স্বাস্থ্য ভবন ।
বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি বলেন, "অতিরিক্ত গরমের জন্য শিবির হচ্ছে না ৷ তাই রক্ত সংকট দেখা দিয়েছে ৷ তবে আমি নিজে জেলা পুলিশ সুপারকে আবেদন করেছি ৷ যাতে 10 থেকে 15 জনকে নিয়ে হলেও অল্প অল্প করে সকালের দিকে রক্তদান শিবির করা যায় ৷ তাহলে কিছুটা সংকট কাটবে ।" বীরভূম ভলেন্টারি ব্ল্যাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নূরুল হক বলেন, "একে অতিরিক্ত গরম তার উপর রমজান মাস চলছে ৷ তাই রক্ত সংকট দেখা দিয়েছে ৷ প্রতি বছর গ্রীষ্মে এই সংকট দেখা দেয় ৷ কিন্তু, এবার তীব্র দাবদাহ তাই সংকট বেশি ৷ তবে আমরা চেষ্টা করছি সকালের দিকে শিবিরের আয়োজন করার ৷ যাতে এই সংকট সামাল দেওয়া যায় ।"
আরও পড়ুন: নেগেটিভ ব্লাড গ্রুপ প্রসূতিদের জন্য কতটা ভয়াবহ ? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত