ETV Bharat / state

ঘরে ফেরানো হল লাভপুরের গ্রামছাড়া BJP কর্মীদের - police

ভোট পরবর্তী BJP-তৃণমূল সংঘর্ষে জখম 3 BJP কর্মী সহ গ্রামছাড়া প্রায় 50 জন BJP কর্মীকে ঘরে ফেরাল পুলিশ ।

ঘরে ফেরানো হল লাভপুরের গ্রামছাড়া BJP কর্মীদের
author img

By

Published : May 5, 2019, 9:04 PM IST

লাভপুর, 5 মে : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত লাভপুর থেকে গ্রামছাড়া প্রায় 50 জন BJP কর্মীকে ঘরে ফেরাল পুলিশ । সঙ্গে ছিল BJP-র জেলা নেতৃত্ব । ভোট পরবর্তী BJP-তৃণমূল সংঘর্ষে জখম 3 BJP কর্মী এতদিন সিউড়ি সদর হাসপাতালে ভরতি ছিল । তাদেরও আজ ঘরে ফেরানো হয় । যেকোনও ধরনের গন্ডগোল এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

আহত BJP কর্মী
আহত BJP কর্মী

ভোটের দিন থেকেই উত্তপ্ত ছিল লাভপুর এলাকা । ভোট পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে লাভপুরের থিবা গ্রাম । শুরু হয় BJP ও তৃণমূলের মধ্যে লাঠি বাঁশ নিয়ে সংঘর্ষ। চলে বোমাবাজিও । ঘটনায় গুরুতর জখম হন 3 BJP কর্মী । তাদের সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছিল ।

ঘটনার পরেই গ্রামছাড়া হয়েছিল প্রায় 50 জন BJP কর্মী সমর্থক । আজ পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন BJP-র জেলা সভাপতি রামকৃষ্ণ রায় ও জেলা সহ সভাপতি দিলীপ ঘোষ । তারপরই BJP কর্মীদের ঘরে ফেরানো হয় । নতুন করে যাতে গ্রামে কোনও উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।

লাভপুর, 5 মে : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত লাভপুর থেকে গ্রামছাড়া প্রায় 50 জন BJP কর্মীকে ঘরে ফেরাল পুলিশ । সঙ্গে ছিল BJP-র জেলা নেতৃত্ব । ভোট পরবর্তী BJP-তৃণমূল সংঘর্ষে জখম 3 BJP কর্মী এতদিন সিউড়ি সদর হাসপাতালে ভরতি ছিল । তাদেরও আজ ঘরে ফেরানো হয় । যেকোনও ধরনের গন্ডগোল এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

আহত BJP কর্মী
আহত BJP কর্মী

ভোটের দিন থেকেই উত্তপ্ত ছিল লাভপুর এলাকা । ভোট পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে লাভপুরের থিবা গ্রাম । শুরু হয় BJP ও তৃণমূলের মধ্যে লাঠি বাঁশ নিয়ে সংঘর্ষ। চলে বোমাবাজিও । ঘটনায় গুরুতর জখম হন 3 BJP কর্মী । তাদের সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছিল ।

ঘটনার পরেই গ্রামছাড়া হয়েছিল প্রায় 50 জন BJP কর্মী সমর্থক । আজ পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন BJP-র জেলা সভাপতি রামকৃষ্ণ রায় ও জেলা সহ সভাপতি দিলীপ ঘোষ । তারপরই BJP কর্মীদের ঘরে ফেরানো হয় । নতুন করে যাতে গ্রামে কোনও উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.