ETV Bharat / state

লাইভ : তারাপীঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করলেন জেপি নাড্ডা - জেপি নাড্ডা

nadda
nadda
author img

By

Published : Feb 9, 2021, 1:58 PM IST

Updated : Feb 9, 2021, 3:00 PM IST

14:56 February 09

রাজ্যে পরিবর্তন যাত্রার সূচনা করতে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ দিল্লি থেকে বিমানে করে অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি ৷ সেখান থেকে বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো ও পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি ৷ এরপর তারাপীঠের চিল্লার মাঠে একটি সভা রয়েছে তাঁর । সভা শেষে সেখানেও পরিবর্তন যাত্রার সূচনা করবেন ৷ 13 ফেব্রুয়ারি পর্যন্ত বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে এই রথ । সেখান থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি চলে যাবেন ঝাড়গ্রামে । সেখানেও তিনি সভা করার পাশাপাশি পরিবর্তন যাত্রার সূচনা করবেন ।

  • তারাপীঠ থেকে রাঢ়বঙ্গ জ়োনে পরিবর্তন যাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি 

14:56 February 09

  • বক্তব্য শেষ করলেন জেপি নাড্ডা

14:52 February 09

  • কেন্দ্রের দেওয়া রেশন, আমফানের টাকা চুরি করেছে তৃণমূল

14:50 February 09

  • বাংলায় 73 লাখ কৃষক কিষাণ সম্মাননিধি প্রকল্প থেকে বঞ্চিত

14:49 February 09

  • বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনুন ৷ আয়ুষ্মান ভারতের সুবিধা আপনাদের কাছে পৌঁছাবে ৷

14:48 February 09

  • রাজ্যে বাকস্বাধীনতা নেই ৷ বাংলায় 35 শতাংশ মহিলার গার্হস্থ্য হিংসার শিকার ৷

14:47 February 09

  • রাজ্যে গুন্ডামি, তোলাবাজি চলছে

14:47 February 09

  • আমার নামের সঙ্গে আরও চারটে নাম জুড়ে দেওয়া হয়

14:47 February 09

  • শুভেন্দুর বাবাকে নিয়ে যে ভাষায় কথা বলেছে তা বাংলার সংস্কৃতি নয়

14:47 February 09

  • বাংলায় সংস্কৃতি সংকটে রয়েছে

14:47 February 09

  • মমতার মায়ের প্রয়োজন নেই, মাটির প্রতি শ্রদ্ধা নেই, মানুষের চিন্তা নেই

14:42 February 09

  • মমতা সরকারের আমলে সবচেয়ে বেশি মানব পাচার হচ্ছে বাংলায়

14:42 February 09

  • মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পান কেন ?

14:42 February 09

  • প্রধানমন্ত্রীর হৃদয়ে বিশেষ জায়গা রয়েছে বাংলার

14:41 February 09

  • বাংলায় আসল পরিবর্তন দরকার ৷

14:41 February 09

  • আমরা বারবার আসব বাংলায় ৷

14:37 February 09

  • প্রধানমন্ত্রী বারবার আসবেন ৷ তাঁর নেতৃত্বে বাংলা বদলাবে ৷ উনি খালি হাতে আসেন না ৷

14:35 February 09

  • অনেক হয়েছে মমতাজি, পরিবর্তন চায় জনতা

14:35 February 09

  • পরিবর্তন যাত্রার মাধ্যমে বাংলাকে বাঁচাতে চাই

14:34 February 09

  • সরকারের পরিবর্তনের সঙ্গে এই বাংলার পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন : নাড্ডা

14:34 February 09

  • এই সরকারের পরিবর্তন হওয়া দরকার : নাড্ডা

14:34 February 09

  • যে বাংলা সংস্কৃতির জন্য পরিচিত ছিল সেখানে উন্নয়ন বন্ধ করার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার : নাড্ডা

14:24 February 09

  • বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান হবে : দিলীপ

14:18 February 09

  • পশ্চিমবাংলার সঙ্গে বীরভূমেরও ভাগ্য বদলাবে : দিলীপ ঘোষ

14:18 February 09

  • বিজেপির যাত্রা আটকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস : মুকুল রায়

14:18 February 09

  • যারা মানুষের জন্য কাজ করেনি তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই : রাজীব বন্দ্যোপাধ্যায়

14:12 February 09

  • মঞ্চে এলেন জেপি নাড্ডা ৷ পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি ৷

14:08 February 09

  • বিজেপির সভা থেকে কৈলাস বিজয়বর্গীয়র স্লোগান, "চাল চোর সরকার, আর নেই দরকার"

14:06 February 09

  • মঞ্চে উপস্থিত রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, সৌমিত্র খাঁ, রাজীব বন্দ্যোপাধ্যায়, নরোত্তম মিশ্র, রাজু বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন সহ প্রমুখ ৷

14:02 February 09

  • চিলার মাঠে বিজেপির সভায় বক্তব্য রাখছেন কৈলাস বিজয়বর্গীয় ৷

13:40 February 09

তারাপীঠ মন্দরে জেপি নাড্ডা
  • তারাপীঠ মন্দিরে পুজো দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ তাঁর সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ

13:39 February 09

  • সেখান থেকে হেলিকপ্টারে করে তারাপীঠের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি ৷

13:38 February 09

  • দিল্লি থেকে সোজা অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি ৷ তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

11:56 February 09

  • রাজ্য এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ 

14:56 February 09

রাজ্যে পরিবর্তন যাত্রার সূচনা করতে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ দিল্লি থেকে বিমানে করে অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি ৷ সেখান থেকে বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো ও পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি ৷ এরপর তারাপীঠের চিল্লার মাঠে একটি সভা রয়েছে তাঁর । সভা শেষে সেখানেও পরিবর্তন যাত্রার সূচনা করবেন ৷ 13 ফেব্রুয়ারি পর্যন্ত বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে এই রথ । সেখান থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি চলে যাবেন ঝাড়গ্রামে । সেখানেও তিনি সভা করার পাশাপাশি পরিবর্তন যাত্রার সূচনা করবেন ।

  • তারাপীঠ থেকে রাঢ়বঙ্গ জ়োনে পরিবর্তন যাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি 

14:56 February 09

  • বক্তব্য শেষ করলেন জেপি নাড্ডা

14:52 February 09

  • কেন্দ্রের দেওয়া রেশন, আমফানের টাকা চুরি করেছে তৃণমূল

14:50 February 09

  • বাংলায় 73 লাখ কৃষক কিষাণ সম্মাননিধি প্রকল্প থেকে বঞ্চিত

14:49 February 09

  • বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনুন ৷ আয়ুষ্মান ভারতের সুবিধা আপনাদের কাছে পৌঁছাবে ৷

14:48 February 09

  • রাজ্যে বাকস্বাধীনতা নেই ৷ বাংলায় 35 শতাংশ মহিলার গার্হস্থ্য হিংসার শিকার ৷

14:47 February 09

  • রাজ্যে গুন্ডামি, তোলাবাজি চলছে

14:47 February 09

  • আমার নামের সঙ্গে আরও চারটে নাম জুড়ে দেওয়া হয়

14:47 February 09

  • শুভেন্দুর বাবাকে নিয়ে যে ভাষায় কথা বলেছে তা বাংলার সংস্কৃতি নয়

14:47 February 09

  • বাংলায় সংস্কৃতি সংকটে রয়েছে

14:47 February 09

  • মমতার মায়ের প্রয়োজন নেই, মাটির প্রতি শ্রদ্ধা নেই, মানুষের চিন্তা নেই

14:42 February 09

  • মমতা সরকারের আমলে সবচেয়ে বেশি মানব পাচার হচ্ছে বাংলায়

14:42 February 09

  • মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পান কেন ?

14:42 February 09

  • প্রধানমন্ত্রীর হৃদয়ে বিশেষ জায়গা রয়েছে বাংলার

14:41 February 09

  • বাংলায় আসল পরিবর্তন দরকার ৷

14:41 February 09

  • আমরা বারবার আসব বাংলায় ৷

14:37 February 09

  • প্রধানমন্ত্রী বারবার আসবেন ৷ তাঁর নেতৃত্বে বাংলা বদলাবে ৷ উনি খালি হাতে আসেন না ৷

14:35 February 09

  • অনেক হয়েছে মমতাজি, পরিবর্তন চায় জনতা

14:35 February 09

  • পরিবর্তন যাত্রার মাধ্যমে বাংলাকে বাঁচাতে চাই

14:34 February 09

  • সরকারের পরিবর্তনের সঙ্গে এই বাংলার পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন : নাড্ডা

14:34 February 09

  • এই সরকারের পরিবর্তন হওয়া দরকার : নাড্ডা

14:34 February 09

  • যে বাংলা সংস্কৃতির জন্য পরিচিত ছিল সেখানে উন্নয়ন বন্ধ করার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার : নাড্ডা

14:24 February 09

  • বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান হবে : দিলীপ

14:18 February 09

  • পশ্চিমবাংলার সঙ্গে বীরভূমেরও ভাগ্য বদলাবে : দিলীপ ঘোষ

14:18 February 09

  • বিজেপির যাত্রা আটকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস : মুকুল রায়

14:18 February 09

  • যারা মানুষের জন্য কাজ করেনি তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই : রাজীব বন্দ্যোপাধ্যায়

14:12 February 09

  • মঞ্চে এলেন জেপি নাড্ডা ৷ পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি ৷

14:08 February 09

  • বিজেপির সভা থেকে কৈলাস বিজয়বর্গীয়র স্লোগান, "চাল চোর সরকার, আর নেই দরকার"

14:06 February 09

  • মঞ্চে উপস্থিত রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, সৌমিত্র খাঁ, রাজীব বন্দ্যোপাধ্যায়, নরোত্তম মিশ্র, রাজু বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন সহ প্রমুখ ৷

14:02 February 09

  • চিলার মাঠে বিজেপির সভায় বক্তব্য রাখছেন কৈলাস বিজয়বর্গীয় ৷

13:40 February 09

তারাপীঠ মন্দরে জেপি নাড্ডা
  • তারাপীঠ মন্দিরে পুজো দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ তাঁর সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ

13:39 February 09

  • সেখান থেকে হেলিকপ্টারে করে তারাপীঠের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি ৷

13:38 February 09

  • দিল্লি থেকে সোজা অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি ৷ তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

11:56 February 09

  • রাজ্য এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ 
Last Updated : Feb 9, 2021, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.