ETV Bharat / state

"বাইরের লোক গ্রামে ঢুকলে ডাকাত বলে মারবেন", নিদান বীরভূমের BJP নেতার

ভোট পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল নানুরের বড়ডিহা গ্রাম । সেখানে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান BJP-র বীরভূম জেলার সভাপতি রামকৃষ্ণ রায় ও সহ সভাপতি দিলীপ ঘোষ ।

বীরভূমের BJP নেতা
author img

By

Published : May 13, 2019, 2:10 PM IST

Updated : May 13, 2019, 3:15 PM IST

নানুর, 13 মে : "বাইরের লোক গ্রামে ঢুকতে এলে ডাকাত বলে পিটিয়ে মারবেন, কোনও চিন্তা নেই ।" নানুরের বড়ডিহা গ্রামে দলীয় কর্মীদের এই নির্দেশ দিলেন BJP-র জেলা সহ সভাপতি দিলীপ ঘোষ । সঙ্গে ছিলেন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় ।

ভোট পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল নানুরের বড়ডিহা গ্রাম । BJP-র অভিযোগ, বহিরাগত তৃণমূল কর্মীরা গ্রামে ঢুকে অশান্তি করছে । আজ সেখানে BJP কর্মীদের সঙ্গে দেখা করতে যান রামকৃষ্ণ রায় ও দিলীপ ঘোষ ।

দলীয় কর্মীদের দিলীপবাবু বলেন, "আমি বলছি, আবার যখন আসবে কাঁসর, ঘণ্টা, ফোন রাখবেন । পুরো গ্রামের লোকজনকে চিৎকার করে জড়ো করবেন । টাঙি, লাঠি রেডি রাখবেন । বাইরের লোক যখনই গ্রামে ঢুকতে আসবে ডাকাত বলে পিটিয়ে মারবেন । কোনও চিন্তা নেই।"

নানুর, 13 মে : "বাইরের লোক গ্রামে ঢুকতে এলে ডাকাত বলে পিটিয়ে মারবেন, কোনও চিন্তা নেই ।" নানুরের বড়ডিহা গ্রামে দলীয় কর্মীদের এই নির্দেশ দিলেন BJP-র জেলা সহ সভাপতি দিলীপ ঘোষ । সঙ্গে ছিলেন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় ।

ভোট পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল নানুরের বড়ডিহা গ্রাম । BJP-র অভিযোগ, বহিরাগত তৃণমূল কর্মীরা গ্রামে ঢুকে অশান্তি করছে । আজ সেখানে BJP কর্মীদের সঙ্গে দেখা করতে যান রামকৃষ্ণ রায় ও দিলীপ ঘোষ ।

দলীয় কর্মীদের দিলীপবাবু বলেন, "আমি বলছি, আবার যখন আসবে কাঁসর, ঘণ্টা, ফোন রাখবেন । পুরো গ্রামের লোকজনকে চিৎকার করে জড়ো করবেন । টাঙি, লাঠি রেডি রাখবেন । বাইরের লোক যখনই গ্রামে ঢুকতে আসবে ডাকাত বলে পিটিয়ে মারবেন । কোনও চিন্তা নেই।"

sample description
Last Updated : May 13, 2019, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.