পাড়ুই, 16 জুন : BJP কর্মীকে আটক করায় পাড়ুই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল কয়েকশো BJP কর্মী-সমর্থক। আটক কর্মীর নাম খোকন শেখ ।
শনিবার রাতে পাড়ুই থানার হরিশপুর গ্রামে BJP কর্মী খোকন শেখকে পুলিশ আটক করে । এই ঘটনায় আজ কয়েকশো BJP কর্মী-সমর্থক হাতে দলীয় পতাকা নিয়ে থানার সামনে জড়ো হয় ।
BJP-র অভিযোগ, তাদের সংগঠনকে দমিয়ে দিতে শাসকদলের নির্দেশে পুলিশ প্রাশাসন কর্মীদের মিথ্যা মামলায় আটক করেছে । এই কারণে থানার গেট বন্ধ করে দিয়ে তারা অবস্থান বিক্ষোভ চালায় । উত্তেজনা থাকায় নামানো হয় পুলিশ ও কমব্যাট ফোর্স ।