বোলপুর, ৩০ অগস্ট: রাখিবন্ধনকে সামনে রেখে 2024-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল তৃণমূল ও বিজেপি । একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ও 'জয় বাংলা' স্লোগান লেখা রাখি পরিয়ে প্রচারে তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডল । অন্যদিকে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির বর্ষপূর্তি উদযাপনে গুড়-বাতাসা বিতরণ করে ও গেরুয়া রাখি পরিয়ে প্রচারে বিজেপি নেতা অনুপম হাজরা ৷
গরুপাচার মামলায় জেল হেফাজতে বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । 'অনুব্রতহীন' জেলায় তাঁর গড়ে রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে 2024-এ লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল-বিজেপির রাজনৈতিক লড়াই তুঙ্গে ৷ বোলপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডলের নেতৃত্বে এ দিন রাখিবন্ধন উৎসবের আয়োজন করা হয় ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও 'জয় বাংলা' স্লোগান লেখা রাখি পরিয়ে জনসংযোগ করা হয় । পথ চলতি মানুষকেও রাখি পরানো ও মিষ্টি বিতরণ করা হয় ।
তৃণমূল কাউন্সিলর চন্দন মণ্ডল বলেন, "তৃণমূল-কংগ্রেস দলমত নির্বিশেষে সম্প্রীতির মেলবন্ধনের জন্য রাখিবন্ধন উদযাপন করলাম ৷ তবে 2024 লোকসভা নির্বাচনে আগে দেশের যা পরিস্থিতি, তা দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বাংলার সম্প্রীতি দেশজুড়ে তুলে ধরতে চাই ।"
অন্যদিকে, শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী উপাসনা গৃহের সামনে গুড়, বাতাসা, নকুলদালা বিতরণ করে গেরুয়া রাখিবন্ধন করল বিজেপি । বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার নেতৃত্বে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির বর্ষপূর্তি উদযাপন করা হয় । তাই অনুব্রতর দাওয়াই গুড়-বাতাসা-নকুলদানা বিতরণ করা হয় বলে জানান অনুপম ৷
আরও পড়ুন: অনুব্রতর গ্রেফতারির ১ বছর, জেলবন্দি 'কেষ্ট' এখনও বহাল দলীয় পদে
তিনি বলেন, "অনুব্রত মণ্ডলের অত্যাচারের কথা সবার মনে আছে ৷ তার জেল যাত্রার এক বছর হল ৷ সেটাই রাখিবন্ধনের মধ্যদিয়ে উদযাপন করলাম দলীয় কর্মীদের নিয়ে ৷ অনুব্রত মণ্ডলের পছন্দের জিনিস, যেটা বলে উনি হুমকি দিতেন সেই গুড়, বাতাসা, নকুলদানা বিতরণ করলাম ।"