ETV Bharat / state

ম্যাসাঞ্জোর ও তিলপাড়া থেকে জল ছাড়ায় ফুঁসছে বীরভূমের নদীগুলি - ফুঁসছে বীরভূমের নদীগুলি

ঝাড়খণ্ডে একটানা বৃষ্টিপাতের জেরে জল বাড়ছে নদীগুলিতে। এরফলে ম্যাসাঞ্জোর ও তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে ৷বীরভূমের চন্দ্রভাগা, ময়ূরাক্ষী, কোপাই, কুয়ে, দ্বারকা প্রভৃতির নদনদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে।আতঙ্কে দিন কাটাচ্ছে বীরভূমের একাধিক গ্রামের মানুষজন।

birbhum
ফুঁসছে বীরভূমের নদীগুলি
author img

By

Published : Jul 29, 2020, 7:57 PM IST

বোলপুর, 29 জুলাই : ম্যাসাঞ্জোর ও তিলপাড়া জলাধার থেকে জল ছাড়ায় ফুঁসছে বীরভূম জেলার বিভিন্ন নদীগুলি। ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টিপাতের জেরে জল বাড়ছে নদীগুলিতে। আরও বৃষ্টি হতে থাকলে এবার বিপদসীমার উপর জল উঠবে। আশঙ্কায় ঘুম ছুটেছে গ্রামের মানুষজনের। ইতিমধ্যেই নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন।

প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের জেরে জল বাড়তে শুরু করেছে ৷ বীরভূম জেলার নদীগুলিতে জল বিপদসীমা স্পর্শ করার মুখে। জল বাড়তে থাকায় ম্যাসাঞ্জোর জলাধার থেকে 17 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ৷ তিলপাড়া জলাধার থেকেও 16 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আর এতেই বীরভূমের চন্দ্রভাগা, ময়ূরাক্ষী, কোপাই, কুয়ে, দ্বারকা প্রভৃতির নদনদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে। যদিও, জলস্তর বিপদসীমা এখনও অতিক্রম করেনি। তবে 25 হাজার কিউসেক জল ছাড়লে বিপদসীমা অতিক্রম করে যেতে পারে বলে ওয়াকিবহাল মহলের আশঙ্কা। নদীগুলিতে জল বাড়তে থাকায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে বীরভূমের একাধিক গ্রামের মানুষজন।

ফুঁসছে বীরভূমের নদীগুলি

পরিসংখ্যান অনুযায়ী সিউড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 55.04 সেন্টিমিটার, রামপুরহাটে 7.04 সেন্টিমিটার, বোলপুরে 10.02 সেন্টিমিটার, লাভপুরে 37.02 সেন্টিমিটার হয়েছে। বীরভূমে মোট 109.12 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর এর ফলে জল বাড়তে শুরু করেছে সমস্ত নদীগুলিতে। এক টানা এরকম বৃষ্টি হলে যেকোনো সময় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বহু জায়গা।

বোলপুর, 29 জুলাই : ম্যাসাঞ্জোর ও তিলপাড়া জলাধার থেকে জল ছাড়ায় ফুঁসছে বীরভূম জেলার বিভিন্ন নদীগুলি। ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টিপাতের জেরে জল বাড়ছে নদীগুলিতে। আরও বৃষ্টি হতে থাকলে এবার বিপদসীমার উপর জল উঠবে। আশঙ্কায় ঘুম ছুটেছে গ্রামের মানুষজনের। ইতিমধ্যেই নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন।

প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের জেরে জল বাড়তে শুরু করেছে ৷ বীরভূম জেলার নদীগুলিতে জল বিপদসীমা স্পর্শ করার মুখে। জল বাড়তে থাকায় ম্যাসাঞ্জোর জলাধার থেকে 17 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ৷ তিলপাড়া জলাধার থেকেও 16 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আর এতেই বীরভূমের চন্দ্রভাগা, ময়ূরাক্ষী, কোপাই, কুয়ে, দ্বারকা প্রভৃতির নদনদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে। যদিও, জলস্তর বিপদসীমা এখনও অতিক্রম করেনি। তবে 25 হাজার কিউসেক জল ছাড়লে বিপদসীমা অতিক্রম করে যেতে পারে বলে ওয়াকিবহাল মহলের আশঙ্কা। নদীগুলিতে জল বাড়তে থাকায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে বীরভূমের একাধিক গ্রামের মানুষজন।

ফুঁসছে বীরভূমের নদীগুলি

পরিসংখ্যান অনুযায়ী সিউড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 55.04 সেন্টিমিটার, রামপুরহাটে 7.04 সেন্টিমিটার, বোলপুরে 10.02 সেন্টিমিটার, লাভপুরে 37.02 সেন্টিমিটার হয়েছে। বীরভূমে মোট 109.12 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর এর ফলে জল বাড়তে শুরু করেছে সমস্ত নদীগুলিতে। এক টানা এরকম বৃষ্টি হলে যেকোনো সময় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বহু জায়গা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.