ETV Bharat / state

তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ, দু’পক্ষের সংঘর্ষ আহমেদপুরে

তৃণমূলের অভিযোগ, তাদের কার্যালয়ে ভাঙচুর চালানোর পর বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা টোটো, সাইকেল, ভ্যান, বাইকেও ভাঙচুর চালানো হয় । যদিও পালটা বাঁশ-লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে তৃণমূলও । দু'পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ।

tmc-bjp-clash-at-ahmedpur
tmc-bjp-clash-at-ahmedpur
author img

By

Published : Apr 8, 2021, 3:42 PM IST

আহমেদপুর, 8 এপ্রিল : বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের আহমেদপুর । তৃণমূলের অভিযোগ, তাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিজেপি কর্মীরা । কার্যালয়ের সামনে থাকা টোটো, ভ্যান, বাইক ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ । দু'পক্ষ লাঠি, বাঁশ নিয়ে সংঘর্ষে জড়ায় । ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য তৈরি হয়েছে ।

বিজেপির সাঁইথিয়া বিধানসভার প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে আহমেদপুরে সাঙড়ায় মিছিল করছিলেন কর্মী-সমর্থকেরা । পথে পড়ে তৃণমূলের কার্যালয় । সেখান থেকে যখন বিজেপির মিছিল যাচ্ছিলেন সেই সময় দু'পক্ষের কর্মীদের মধ্যে বচসা শুরু হয় । অল্পক্ষণেই বচসা রূপ নেয় সংঘর্ষে । তৃণমূলের অভিযোগ, এরপরেই তাদের কার্যালয়ে হামলা চালায় বিজেপি সমর্থকরা ৷ এইসঙ্গে কার্যালয়ের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা টোটো, সাইকেল, ভ্যান, বাইক ভাঙচুর করা হয় । যদিও পালটা বাঁশ-লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে তৃণমূলও । দু'পক্ষের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ।

বিজেপি-তৃণমূল সংঘর্ষ আহমেদপুরে

আরও পড়ুন: বিজেপির পতাকা-ফেস্টুন ছেঁড়ায় চোপড়ায় চাঞ্চল্য, অভিযুক্ত তৃণমূল

আহমেদপুর ফাঁড়ির পুলিশ সংখ্যায় কম থাকায় পরিস্থিতি সামাল দিতে পারেনি । পরে সাঁইথিয়া, বোলপুর থেকে আরও পুলিশ কর্মী ও কমব্যাট ফোর্স আসে ঘটনাস্থলে । ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷

আহমেদপুর, 8 এপ্রিল : বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের আহমেদপুর । তৃণমূলের অভিযোগ, তাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিজেপি কর্মীরা । কার্যালয়ের সামনে থাকা টোটো, ভ্যান, বাইক ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ । দু'পক্ষ লাঠি, বাঁশ নিয়ে সংঘর্ষে জড়ায় । ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য তৈরি হয়েছে ।

বিজেপির সাঁইথিয়া বিধানসভার প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে আহমেদপুরে সাঙড়ায় মিছিল করছিলেন কর্মী-সমর্থকেরা । পথে পড়ে তৃণমূলের কার্যালয় । সেখান থেকে যখন বিজেপির মিছিল যাচ্ছিলেন সেই সময় দু'পক্ষের কর্মীদের মধ্যে বচসা শুরু হয় । অল্পক্ষণেই বচসা রূপ নেয় সংঘর্ষে । তৃণমূলের অভিযোগ, এরপরেই তাদের কার্যালয়ে হামলা চালায় বিজেপি সমর্থকরা ৷ এইসঙ্গে কার্যালয়ের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা টোটো, সাইকেল, ভ্যান, বাইক ভাঙচুর করা হয় । যদিও পালটা বাঁশ-লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে তৃণমূলও । দু'পক্ষের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ।

বিজেপি-তৃণমূল সংঘর্ষ আহমেদপুরে

আরও পড়ুন: বিজেপির পতাকা-ফেস্টুন ছেঁড়ায় চোপড়ায় চাঞ্চল্য, অভিযুক্ত তৃণমূল

আহমেদপুর ফাঁড়ির পুলিশ সংখ্যায় কম থাকায় পরিস্থিতি সামাল দিতে পারেনি । পরে সাঁইথিয়া, বোলপুর থেকে আরও পুলিশ কর্মী ও কমব্যাট ফোর্স আসে ঘটনাস্থলে । ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.