ETV Bharat / state

বাউল গানে কোরোনা সচেতনতা বীরভূম জেলা পুলিশের

দীর্ঘ লকডাউনে পুরো দেশ। মানুষজনকে বাড়ি থাকার জন্য পুলিশ, প্রশাসনের তরফে বার বার অনুরোধ করা হচ্ছে। কিন্তু, বহু মানুষ সেই নিষেধাজ্ঞা, অনুরোধ উপেক্ষা করেই বাইরে বেরিয়ে পড়ছেন।মানুষজনকে সচেতন করতে এবার বাউল গানকে হাতিয়ার করল বীরভূম জেলা পুলিশ।

baul songs
বাউল গান
author img

By

Published : Mar 30, 2020, 11:29 PM IST

বোলপুর, 30 মার্চ : লকডাউনে যাতে কেউ বাড়ির বাইরে বের না হয় সেবিষয়ে অভিনব পদ্ধতিতে সচেতনতামূলক প্রচার বীরভূম জেলা পুলিশের । বাউল গানের মধ্য দিয়ে চলছে সচেতনতা। শান্তিনিকেতনের সোনাঝুড়িতে বাউল গানের ভিডিয়ো বানিয়ে সোশাল সাইটগুলির মাধ্যমে মানুষজনকে সচেতন করা হচ্ছে।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা৷ তারজন্যই দীর্ঘ লকডাউনে পুরো দেশ। মানুষজনকে বাড়িতে থাকার জন্য পুলিশ, প্রশাসনের তরফে বার বার অনুরোধ করা হচ্ছে। কিন্তু, বহু মানুষ সেই নিষেধাজ্ঞা, অনুরোধ উপেক্ষা করেই বাইরে বেরিয়ে পড়ছেন।


মানুষজনকে সচেতন করতে এবার বাউল গানকে হাতিয়ার করল বীরভূম জেলা পুলিশ। শান্তিনিকেতনের সোনাঝুড়িতে বাউল গানের ভিডিয়ো তৈরি করা হয় পুলিশের তরফে। মানুষজকে বাড়ির বাইরে বেরোতে না বলার এই বাউল গান সোশাল নেটওয়ার্ক সাইটগুলির মাধ্যমে প্রচার করা হচ্ছে। বাউল গানের মধ্য দিয়ে মানুষজনকে সচেতন করার পদ্ধতি নেওয়া হল । ইতিমধ্যে এই গান খুবই জনপ্রিয়তা লাভ করেছে বীরভূমজুড়ে।

পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "আমরা প্রথম থেকেই বিভিন্ন উপায়ে মানুষকে সচেতন করেছি। এবার বাউল গানের মধ্য দিয়ে সচেতন করা হচ্ছে।"

বোলপুর, 30 মার্চ : লকডাউনে যাতে কেউ বাড়ির বাইরে বের না হয় সেবিষয়ে অভিনব পদ্ধতিতে সচেতনতামূলক প্রচার বীরভূম জেলা পুলিশের । বাউল গানের মধ্য দিয়ে চলছে সচেতনতা। শান্তিনিকেতনের সোনাঝুড়িতে বাউল গানের ভিডিয়ো বানিয়ে সোশাল সাইটগুলির মাধ্যমে মানুষজনকে সচেতন করা হচ্ছে।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা৷ তারজন্যই দীর্ঘ লকডাউনে পুরো দেশ। মানুষজনকে বাড়িতে থাকার জন্য পুলিশ, প্রশাসনের তরফে বার বার অনুরোধ করা হচ্ছে। কিন্তু, বহু মানুষ সেই নিষেধাজ্ঞা, অনুরোধ উপেক্ষা করেই বাইরে বেরিয়ে পড়ছেন।


মানুষজনকে সচেতন করতে এবার বাউল গানকে হাতিয়ার করল বীরভূম জেলা পুলিশ। শান্তিনিকেতনের সোনাঝুড়িতে বাউল গানের ভিডিয়ো তৈরি করা হয় পুলিশের তরফে। মানুষজকে বাড়ির বাইরে বেরোতে না বলার এই বাউল গান সোশাল নেটওয়ার্ক সাইটগুলির মাধ্যমে প্রচার করা হচ্ছে। বাউল গানের মধ্য দিয়ে মানুষজনকে সচেতন করার পদ্ধতি নেওয়া হল । ইতিমধ্যে এই গান খুবই জনপ্রিয়তা লাভ করেছে বীরভূমজুড়ে।

পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "আমরা প্রথম থেকেই বিভিন্ন উপায়ে মানুষকে সচেতন করেছি। এবার বাউল গানের মধ্য দিয়ে সচেতন করা হচ্ছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.