নানুর, 14 মার্চ: দলীয় কার্যালয়ে ডেকে মাথায় বন্দুক ঠেকিয়ে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আবদুল কেরিম খানের বিরুদ্ধে (Allegation of Land Grabbing Against TMC Leader)। নানুরে মিলনমেলার নামে প্রায় 30 জনের জমি এভাবেই বলপূর্বক দখলের অভিযোগ উঠল অনুব্রত ঘনিষ্ঠ এই তৃণমূল নেতার বিরুদ্ধে (Nanoor News)৷ প্রসঙ্গত, গরুপাচার মামলায় এই আবদুল কেরিম খানের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই ও ইডি । একাধিকবার তাঁকে জেরাও করেছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা । মঙ্গলবার তাঁর বিরুদ্ধেই এমন অভিযোগ এনে জমি ফেরত পেতে হাতে দলিল নিয়ে বিক্ষোভ দেখালেন জমি মালিকরা ।
নানুরের বাসাপাড়ায় প্রতিবছর জানুয়ারি মাসে মিলনমেলা বসে ৷ গত 5-6 বছর ধরে এই মেলার আয়োজন করে আসছেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা নানুরের তৃণমূল নেতা আবদুল কেরিম খান ৷ বাসাপাড়ায় স্থানীয় মানুষজনের জমিতেই বসে এই মেলা ৷ অভিযোগ, তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগে থেকে মেলা কমিটির নামে মাঠ অধিগ্রহণ শুরু করেন কেরিম খান । তখন ভয়ে কেউ মুখ খুলতে পারেনি ৷ কিন্তু মঙ্গলবার জমি ফেরত চেয়ে হাতে দলিল ও কাগজপত্র নিয়ে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় জমি মালিকেরা ।
তাঁদের অভিযোগ, মেলা হবে বলে দলীয় কার্যালয়ে ডেকে জোর করে জমি লিখিয়ে নেয় ৷ জমির যা দাম তাও দেয়নি ৷ এক জমিদাতা অভিযোগ করেন, তাঁর স্বামীকে বাসাপাড়া তৃণমূল কার্যালয়ে ডেকে মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে জমি লিখিয়ে নেওয়া হয়েছে ৷ এমনকি, কিছু জমিতে ফসল ছিল সেগুলিও তুলতে দেওয়া হয়নি ৷ অনুব্রত মণ্ডলের হাত মাথায় থাকায় মেলার নামে জমি জবর দখল করছেন নানুরের এই তৃণমূল নেতা ৷
উল্লেখ্য, অনুব্রত ঘনিষ্ঠ নানুরের এই তৃণমূল নেতা আবদুল কেরিম খান গরু পাচার মামলায় সিবিআই ও ইডি-র নজরে রয়েছেন । তাঁর নানুরের বাড়িতেই তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এছাড়া, একাধিকবার তাঁকে কলকাতার নিজাম প্যালেস ও দিল্লিতে ডেকে জেরা করে সিবিআই । বোলপুরে তাঁর কমপক্ষে 4 কোটি টাকার প্রাসাদোপম বাড়িও নজরে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের ৷
জমি মালিকদের কথায়, "অনুব্রত মণ্ডলের নির্দেশেই কেরিম খান জোর করে মেলা কমিটির নামে জমি লিখিয়ে নিয়েছে । পার্টি অফিসে ডেকে মাথায় বন্দুক ঠেকিয়ে জমি লিখিয়ে নেওয়া হয়েছে । জমির পুরো দামও দেয়নি ৷ ফসল পর্যন্ত তুলতে দেয়নি জমি থেকে । আমরা জমি ফেরত চাই ।"
যদিও, অভিযুক্ত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান বলেন, "সব মিথ্যা অভিযোগ । দলকে বদনাম করতে একাংশ বালি মাফিয়া এই বিক্ষোভ করিয়েছে ৷ আমরা নিয়ম মতো জমি নিয়েছি, রেজিস্ট্রেশন করে দিয়েছে সবাই ।"
আরও পড়ুন : ওএমআর শিটে মোড়া কেক বিকোচ্ছে দোকানে, চাঞ্চল্য বোলপুরে