ETV Bharat / state

করোনায় মৃতদেহ দাহ করতে কঙ্কালীতলায় নির্মিত বৈদ্যুতিন চুল্লির পরীক্ষা - বোলপুরের মহকুমাশাসক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেও এতদিন সূচনা হয়নি কঙ্কালীতলা মহাশ্মশানের বৈদ্যুতিন চুল্লির ৷ করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় তড়িঘড়ি এই চুল্লি পরীক্ষা করা হল ৷ পরীক্ষামূলকভাবে সোমবার একটি মৃতদেহ দাহ করা হয় ।

করোনায় মৃতদেহ দাহ করতে কঙ্কালীতলায় নির্মিত বৈদ্যুতিন চুল্লি পরীক্ষা
করোনায় মৃতদেহ দাহ করতে কঙ্কালীতলায় নির্মিত বৈদ্যুতিন চুল্লি পরীক্ষা
author img

By

Published : May 24, 2021, 6:13 PM IST

বোলপুর, 24 মে : করোনায় বাড়ছে মৃতের সংখ্যা । তাই পরিস্থিতি সামাল দিতে আজ তড়িঘড়ি কঙ্কালীতলায় বৈদ্যুতিন চুল্লি পরীক্ষা করে দেখা হল । দ্রুত এই চুল্লিতে মৃতদেহ দাহ করার কাজ শুরু হবে ৷

প্রসঙ্গত, 2020 সালের 28 ডিসেম্বর একান্নপীঠের অন্যতম কঙ্কালীতলা মহাশ্মশানে বৈদ্যুতিন চুল্লির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু উদ্বোধন হলেও এতদিন চুল্লির সূচনা হয়নি । বর্তমান পরিস্থিতিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে । অজয় নদের তীরে বালির চরে এতদিন মৃতদেহ দাহ করার কাজ চলছিল । কিন্তু প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়তে থাকায় তড়িঘড়ি কঙ্কালীতলার বৈদ্যুতিন চুল্লি পরীক্ষা করা হল ৷ পরীক্ষামূলকভাবে এদিন একটি মৃতদেহ দাহ করা হয় ।

করোনায় মৃতদেহ দাহ করতে কঙ্কালীতলায় নির্মিত বৈদ্যুতিন চুল্লি পরীক্ষা

আরও পড়ুন : 4000 ত্রাণশিবির, 51 বিপর্যয় মোকাবিলা দল; যশ মোকাবিলায় প্রস্তুত রাজ্য


বৈদ্যুতিন চুল্লি পরীক্ষা করতে এদিন উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুকান্ত হাজরা সহ চুল্লির টেকনিক্যাল কর্মীরা । বীরভূমে এই প্রথম বৈদ্যুতিন চুল্লি হল ।

এ বিষয়ে বোলপুরের মহকুমাশাসক মানস হালদার, "রাজ্যের নির্দেশে দ্রুত এই চুল্লির সূচনা হল । করোনায় মৃতদের দ্রুত সৎকার করার জন্য পরীক্ষামূলকভাবে এই চুল্লিটি দেখা হল । খুব তাড়াতাড়ি এখানে মৃতদেহ দাহ করা হবে ।"

বোলপুর, 24 মে : করোনায় বাড়ছে মৃতের সংখ্যা । তাই পরিস্থিতি সামাল দিতে আজ তড়িঘড়ি কঙ্কালীতলায় বৈদ্যুতিন চুল্লি পরীক্ষা করে দেখা হল । দ্রুত এই চুল্লিতে মৃতদেহ দাহ করার কাজ শুরু হবে ৷

প্রসঙ্গত, 2020 সালের 28 ডিসেম্বর একান্নপীঠের অন্যতম কঙ্কালীতলা মহাশ্মশানে বৈদ্যুতিন চুল্লির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু উদ্বোধন হলেও এতদিন চুল্লির সূচনা হয়নি । বর্তমান পরিস্থিতিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে । অজয় নদের তীরে বালির চরে এতদিন মৃতদেহ দাহ করার কাজ চলছিল । কিন্তু প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়তে থাকায় তড়িঘড়ি কঙ্কালীতলার বৈদ্যুতিন চুল্লি পরীক্ষা করা হল ৷ পরীক্ষামূলকভাবে এদিন একটি মৃতদেহ দাহ করা হয় ।

করোনায় মৃতদেহ দাহ করতে কঙ্কালীতলায় নির্মিত বৈদ্যুতিন চুল্লি পরীক্ষা

আরও পড়ুন : 4000 ত্রাণশিবির, 51 বিপর্যয় মোকাবিলা দল; যশ মোকাবিলায় প্রস্তুত রাজ্য


বৈদ্যুতিন চুল্লি পরীক্ষা করতে এদিন উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুকান্ত হাজরা সহ চুল্লির টেকনিক্যাল কর্মীরা । বীরভূমে এই প্রথম বৈদ্যুতিন চুল্লি হল ।

এ বিষয়ে বোলপুরের মহকুমাশাসক মানস হালদার, "রাজ্যের নির্দেশে দ্রুত এই চুল্লির সূচনা হল । করোনায় মৃতদের দ্রুত সৎকার করার জন্য পরীক্ষামূলকভাবে এই চুল্লিটি দেখা হল । খুব তাড়াতাড়ি এখানে মৃতদেহ দাহ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.