ETV Bharat / state

মিড-ডে মিলের খিচুড়িতে ইঁদুর ! গ্রামেই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করলেন বিডিও - স্বাস্থ্য শিবির

Rat in Mid-day Meal at Anganwadi Center in Nalhati: নলহাটিতে মিড-ডে মিলের খিচুড়িতে ইঁদুর থাকার অভিযোগ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল নলহাটি 1 নম্বর ব্লকের কুরুমগ্রাম মহিষপাড়া এলাকায় ৷ গ্রামেই পড়ুয়া ও গর্ভবতীদের জন্য স্বাস্থ্য শিবির খুললেন বিডিও ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 10:37 PM IST

নলহাটিতে মিড-ডে মিলের খিচুড়িতে ইঁদুর

নলহাটি, 23 ডিসেম্বর: টিকটিকি, সাপের পর এবার মিড-ডে মিলের খাবারে ইঁদুর ! শনিবার বীরভূমের নলহাটি 1 নম্বর ব্লকের কুরুমগ্রাম মহিষপাড়া 180 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনায় বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ আতংক ছড়িয়েছে পড়ুয়া থেকে গর্ভবতী, সকলের মধ্যে ৷ খাবারে ইঁদুর থাকার অভিযোগ পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান নলহাটি 1 নম্বর ব্লকের বিডিও সৌরভ মেহেতা ৷

আজ সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে 73 জন শিশু ও গর্ভবতীকে মিড-ডে মিলের খিচুড়ি দেওয়া হয় ৷ বাড়িতে নিয়ে গিয়ে ওই খিচুড়ি খাওয়ার সময় কেউ ইঁদুরের পা, কেউ বা দেহাংশ দেখতে পান ৷ এর পরেই তাঁদের মধ্যে আতংক ছড়িয়ে পরে ৷ খবর জানাজানি হতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন গ্রামের বাসিন্দারা ৷ ডেকে পাঠানো হয় রাঁধুনি লক্ষ্মী মহারাজকে ৷ তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছে গ্রামবাসীরা ৷

যদিও লক্ষ্মী মহারাজের বক্তব্য, “আমি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে ঝাঁট দিয়ে বাচ্চাদের বসার ব্যবস্থা করেছিলাম ৷ এরপর নতুন বস্তা থেকে চাল নিয়ে ধুয়ে রান্না বসিয়েছিলাম ৷ তখন কোনও ইঁদুর ছিল না ৷ খাবার যখন পরিবেশন করি তখনও ইঁদুর দেখতে পাইনি ৷ অথচ কীভাবে ইঁদুর হাঁড়িতে এল বুঝতে পারছি না ৷” অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অন্নপূর্ণা লেটের দাবি, “যত্ন সহকারেই খিচুড়ি রান্না করা হয়েছিল ৷ কিন্তু, কীভাবে খাবারে ইঁদুর পড়ল জানি না ৷” যত্ন সহকারেই যদি মিড-ডে মিলের খাবার তৈরি হয়, তাহলে ইঁদুর কীভাবে ইঁদুর পড়ল রান্নায় ? প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

এ নিয়ে এক পড়ুয়ার অভিভাবক অভিযোগ করেছেন, “আমি খিচুড়ি নিয়ে গিয়ে বাচ্চাকে দু’বার খাইয়েছি ৷ সে সময় বড় মেয়ে ছুটে এসে খিচুড়ি খাওয়াতে নিষেধ করে ৷ তার কথা মতো খিচুড়ি ঘেঁটে দেখি ইঁদুরের পা ৷ এর পরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখি বালতিতে থাকা খিচুড়ির মধ্যে ইঁদুরের সেদ্ধ দেহ পড়ে আছে ৷”

খবর পেয়ে বিডিও সৌরভ মেহেতা গ্রামে আসেন ৷ তিনি খিচুড়ি রান্নার বাসন ও বালতি, সব কিছু পরীক্ষা করে দেখেন ৷ এর পরেই তিনি খবর দেন বিএমওএইচ-কে ৷ তড়িঘড়ি গ্রামে স্বাস্থ্য শিবির খুলে শিশু এবং গর্ভবতীদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হয় ৷ বিডিও সৌরভ মেহেতা বলেন, “রাঁধুনির কর্তব্যে অবহেলার কারণেই এমনটা হয়েছে ৷ ঘটনার তদন্ত হবে ৷ যাঁদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেবে প্রশাসন ৷”

আরও পড়ুন:

  1. অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাসি খিচুড়ি বিতরণ, অভিযুক্তের মাথায় খিচুড়ি ঢেলে প্রতিবাদ উত্তেজিত জনতার
  2. মিড-ডে মিলের চাল চুরির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে, উত্তেজনা দেগঙ্গায়
  3. মিড-ডে মিল খেয়ে অসুস্থ প্রায় 80 জন পড়ুয়া

নলহাটিতে মিড-ডে মিলের খিচুড়িতে ইঁদুর

নলহাটি, 23 ডিসেম্বর: টিকটিকি, সাপের পর এবার মিড-ডে মিলের খাবারে ইঁদুর ! শনিবার বীরভূমের নলহাটি 1 নম্বর ব্লকের কুরুমগ্রাম মহিষপাড়া 180 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনায় বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ আতংক ছড়িয়েছে পড়ুয়া থেকে গর্ভবতী, সকলের মধ্যে ৷ খাবারে ইঁদুর থাকার অভিযোগ পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান নলহাটি 1 নম্বর ব্লকের বিডিও সৌরভ মেহেতা ৷

আজ সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে 73 জন শিশু ও গর্ভবতীকে মিড-ডে মিলের খিচুড়ি দেওয়া হয় ৷ বাড়িতে নিয়ে গিয়ে ওই খিচুড়ি খাওয়ার সময় কেউ ইঁদুরের পা, কেউ বা দেহাংশ দেখতে পান ৷ এর পরেই তাঁদের মধ্যে আতংক ছড়িয়ে পরে ৷ খবর জানাজানি হতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন গ্রামের বাসিন্দারা ৷ ডেকে পাঠানো হয় রাঁধুনি লক্ষ্মী মহারাজকে ৷ তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছে গ্রামবাসীরা ৷

যদিও লক্ষ্মী মহারাজের বক্তব্য, “আমি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে ঝাঁট দিয়ে বাচ্চাদের বসার ব্যবস্থা করেছিলাম ৷ এরপর নতুন বস্তা থেকে চাল নিয়ে ধুয়ে রান্না বসিয়েছিলাম ৷ তখন কোনও ইঁদুর ছিল না ৷ খাবার যখন পরিবেশন করি তখনও ইঁদুর দেখতে পাইনি ৷ অথচ কীভাবে ইঁদুর হাঁড়িতে এল বুঝতে পারছি না ৷” অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অন্নপূর্ণা লেটের দাবি, “যত্ন সহকারেই খিচুড়ি রান্না করা হয়েছিল ৷ কিন্তু, কীভাবে খাবারে ইঁদুর পড়ল জানি না ৷” যত্ন সহকারেই যদি মিড-ডে মিলের খাবার তৈরি হয়, তাহলে ইঁদুর কীভাবে ইঁদুর পড়ল রান্নায় ? প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

এ নিয়ে এক পড়ুয়ার অভিভাবক অভিযোগ করেছেন, “আমি খিচুড়ি নিয়ে গিয়ে বাচ্চাকে দু’বার খাইয়েছি ৷ সে সময় বড় মেয়ে ছুটে এসে খিচুড়ি খাওয়াতে নিষেধ করে ৷ তার কথা মতো খিচুড়ি ঘেঁটে দেখি ইঁদুরের পা ৷ এর পরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখি বালতিতে থাকা খিচুড়ির মধ্যে ইঁদুরের সেদ্ধ দেহ পড়ে আছে ৷”

খবর পেয়ে বিডিও সৌরভ মেহেতা গ্রামে আসেন ৷ তিনি খিচুড়ি রান্নার বাসন ও বালতি, সব কিছু পরীক্ষা করে দেখেন ৷ এর পরেই তিনি খবর দেন বিএমওএইচ-কে ৷ তড়িঘড়ি গ্রামে স্বাস্থ্য শিবির খুলে শিশু এবং গর্ভবতীদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হয় ৷ বিডিও সৌরভ মেহেতা বলেন, “রাঁধুনির কর্তব্যে অবহেলার কারণেই এমনটা হয়েছে ৷ ঘটনার তদন্ত হবে ৷ যাঁদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেবে প্রশাসন ৷”

আরও পড়ুন:

  1. অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাসি খিচুড়ি বিতরণ, অভিযুক্তের মাথায় খিচুড়ি ঢেলে প্রতিবাদ উত্তেজিত জনতার
  2. মিড-ডে মিলের চাল চুরির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে, উত্তেজনা দেগঙ্গায়
  3. মিড-ডে মিল খেয়ে অসুস্থ প্রায় 80 জন পড়ুয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.