ETV Bharat / state

বাস নয়, বাসা - Birbhum

বাসের আদলে বানিয়েছেন নিজের বাড়ি ৷ বীরভূমের পাড়ুইয়ের ধনাই গ্রামের বাসিন্দা মৃৎশিল্পী উদয় দাস প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে বানিয়েছেন তাঁর বাস-বাড়ি ৷ বেশ দর্শনীয় হয়ে উঠেছে তাঁর এই বাড়ি ৷ আশপাশের মানুষজন বাস-বাড়ি দেখতে এসে ছবিও তুলে নিয়ে যাচ্ছেন হরদম ৷

বীরভূমে বাসের আদলে বাড়ি বানালেন মৃৎশিল্পী
বীরভূমে বাসের আদলে বাড়ি বানালেন মৃৎশিল্পী
author img

By

Published : Jul 28, 2021, 9:39 PM IST

পাড়ুই, 28 জুলাই : খুব ইচ্ছা করত বাসে চড়তে ৷ কিন্তু হয়ে উঠত না ৷ কারণ টিকিট কাটার টাকাই যে থাকত না ৷ সাইকেলের সওয়ারি-ও খুব কমই হতে পারত ৷ কারণ বাড়িতে সাইকেল বলতেও সাকূল্যে সেই একটাই ৷ পায়ে হেঁটেই মিটেছে বেশিরভাগ প্রয়োজন ৷ ছোট থেকেই ছিল মূর্তি বানানোর দিকে ঝোঁক ৷ পরে সেটাই পেশা হয়ে দাঁড়াল ৷ অল্পস্বল্প বিক্রিও হতে থাকল ৷ তবে তাতে কাটেনি আর্থিক সঙ্কট ৷ মূর্তি বানাতে বানাতেই শিল্পীর মাথায় এল একটু অন্য ধরনের ভাবনা ৷ এবার আর শুধু মূর্তি নয়, ছোট্ট-খাট্টো একখান বাড়ি-ই ৷

দেখে মনে হবে একটা বাস দাঁড়িয়ে রয়েছে । আসলে সেটি একটি বাড়ি ৷ বাড়িতে লোকজন এলে বসতে দেওয়ার জায়গা নেই ৷ তাই মৃৎশিল্পী বাসের আদলে বানালেন বসার ঘর । শিল্পীর বসত বাড়ির উঠোনে সেই বসার ঘর দেখতে অনেকটা আলাদা ছোট্টখাট্টো একটা বাড়ির মতোই দেখতে লাগে ৷ এই বাড়ির ভিতর ও বাইরে দুই-ই একেবারে বাসের আদলে তৈরি ৷ স্থানীয়দের কাছে বেশ দেখার জিনিস হয়ে উঠেছে এই বাস-বাড়ি ৷ মানুষ আসেন দেখতে, তার সঙ্গে ছবিও তোলেন মন ভরে ৷

বীরভূমের পাড়ুই থানার ধনাই গ্রামের বাসিন্দা মৃৎশিল্পী উদয় দাস । ছোটবেলা থেকেই মাটি, সিমেন্ট প্রভৃতি দিয়ে দেবদেবী-সহ বিভিন্ন মূর্তি তৈরি করে আসছেন ৷ গ্রামে তাঁর শিল্পকর্মের রীতিমতো চর্চাও রয়েছে । এবার যাত্রীবাহী বাসের আদলে ছোট্ট একটি বাড়ি-ই বানিয়ে ফেলছেন উদয় ৷ বলা বাহুল্য, তাঁর এই বাস-বাড়ি বানিয়ে নজর কেড়েছে সকলের ৷

ধনাই গ্রামে ঢোকার মুখেই দেখা যাচ্ছে বোলপুর-সিউড়ি রুটের একটি বাস দাঁড়িয়ে রয়েছে । সেটা আসলে উদয়ের বানানো এই বাস-বাড়ি ৷ প্রায় দু'বছর ধরে তৈরি করেছেন তিনি ৷ তাঁর এই বাস-বাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা । বাস-বাড়ির সঙ্গে সেলফি তোলার ধুম তো আছেই ৷

উদয় জানান, এই রুট দিয়ে বিভিন্ন বাস যেতে দেখেন তিনি । তাই মাথায় আসে বাসের আদলে একটি বাড়ি তৈরি করার কথা । একটি বাস যেমন হয়, বাড়িটিও দেখতে ঠিক তেমনই । শুধু তাই নয়, বাড়ির ভিতরটিও পুরোপুরি একটা বাসের ভিতরের অংশ যেমন হয় তেমন ৷ অর্থাৎ চালকের বসার জায়গা থেকে শুরু করে যাত্রীদের বসার জায়গা সব কিছুই রয়েছে বাড়ির ভিতরে । ইতিমধ্যেই তাঁর তৈরি এই বাড়ির কথা ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামে । ধনাই গ্রামের মানুষজন তো বটেই আশপাশের গ্রামের লোকজনও দেখতে আসছেন শিল্পীর কাজ ।

পাড়ুইয়ের ধনাই গ্রামে স্থানীয়দের কাছে আপাতত আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে শিল্পী উদয়ের তৈরি বাস-বাড়ি ৷

শিল্পী উদয়ের গুণের কদর তাঁর আশপাশের লোকজন দিচ্ছেন ৷ প্রশংসা করছেন ৷ তবে সরকারি কোনও সাহায্য বা শিল্পী কার্ড এখনও পাননি উদয় ৷ মেলে না শিল্পী ভাতাও । তবে দমেননি উদয় ৷ বলেন, "বাড়িতে লোকজন এলে বসতে দেওয়ার জায়গা নেই । তাই ভাবলাম বাসের মতো একটি বাড়ি তৈরি করি । যাতে লোকজন এলে বসতে পারে । একটা শিল্পী কার্ড পেলে ভাল হত ।" স্ত্রী চন্দনা দাস বলেন, "বহুদিন ধরেই বাড়িতে মূর্তি তৈরি করছে উদয় । একদিন বলল, বাস বানাব । তারপর ঋণ নিয়ে কাজ শুরু করল । সবাই খুব ভাল বলছে ।"

আরও পড়ুন : YouTube Channel : 150টি দেশের নেট মাধ্যমে চর্চার বিষয় বীরভূমের ইউটিউবার দিদা !

পাড়ুই, 28 জুলাই : খুব ইচ্ছা করত বাসে চড়তে ৷ কিন্তু হয়ে উঠত না ৷ কারণ টিকিট কাটার টাকাই যে থাকত না ৷ সাইকেলের সওয়ারি-ও খুব কমই হতে পারত ৷ কারণ বাড়িতে সাইকেল বলতেও সাকূল্যে সেই একটাই ৷ পায়ে হেঁটেই মিটেছে বেশিরভাগ প্রয়োজন ৷ ছোট থেকেই ছিল মূর্তি বানানোর দিকে ঝোঁক ৷ পরে সেটাই পেশা হয়ে দাঁড়াল ৷ অল্পস্বল্প বিক্রিও হতে থাকল ৷ তবে তাতে কাটেনি আর্থিক সঙ্কট ৷ মূর্তি বানাতে বানাতেই শিল্পীর মাথায় এল একটু অন্য ধরনের ভাবনা ৷ এবার আর শুধু মূর্তি নয়, ছোট্ট-খাট্টো একখান বাড়ি-ই ৷

দেখে মনে হবে একটা বাস দাঁড়িয়ে রয়েছে । আসলে সেটি একটি বাড়ি ৷ বাড়িতে লোকজন এলে বসতে দেওয়ার জায়গা নেই ৷ তাই মৃৎশিল্পী বাসের আদলে বানালেন বসার ঘর । শিল্পীর বসত বাড়ির উঠোনে সেই বসার ঘর দেখতে অনেকটা আলাদা ছোট্টখাট্টো একটা বাড়ির মতোই দেখতে লাগে ৷ এই বাড়ির ভিতর ও বাইরে দুই-ই একেবারে বাসের আদলে তৈরি ৷ স্থানীয়দের কাছে বেশ দেখার জিনিস হয়ে উঠেছে এই বাস-বাড়ি ৷ মানুষ আসেন দেখতে, তার সঙ্গে ছবিও তোলেন মন ভরে ৷

বীরভূমের পাড়ুই থানার ধনাই গ্রামের বাসিন্দা মৃৎশিল্পী উদয় দাস । ছোটবেলা থেকেই মাটি, সিমেন্ট প্রভৃতি দিয়ে দেবদেবী-সহ বিভিন্ন মূর্তি তৈরি করে আসছেন ৷ গ্রামে তাঁর শিল্পকর্মের রীতিমতো চর্চাও রয়েছে । এবার যাত্রীবাহী বাসের আদলে ছোট্ট একটি বাড়ি-ই বানিয়ে ফেলছেন উদয় ৷ বলা বাহুল্য, তাঁর এই বাস-বাড়ি বানিয়ে নজর কেড়েছে সকলের ৷

ধনাই গ্রামে ঢোকার মুখেই দেখা যাচ্ছে বোলপুর-সিউড়ি রুটের একটি বাস দাঁড়িয়ে রয়েছে । সেটা আসলে উদয়ের বানানো এই বাস-বাড়ি ৷ প্রায় দু'বছর ধরে তৈরি করেছেন তিনি ৷ তাঁর এই বাস-বাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা । বাস-বাড়ির সঙ্গে সেলফি তোলার ধুম তো আছেই ৷

উদয় জানান, এই রুট দিয়ে বিভিন্ন বাস যেতে দেখেন তিনি । তাই মাথায় আসে বাসের আদলে একটি বাড়ি তৈরি করার কথা । একটি বাস যেমন হয়, বাড়িটিও দেখতে ঠিক তেমনই । শুধু তাই নয়, বাড়ির ভিতরটিও পুরোপুরি একটা বাসের ভিতরের অংশ যেমন হয় তেমন ৷ অর্থাৎ চালকের বসার জায়গা থেকে শুরু করে যাত্রীদের বসার জায়গা সব কিছুই রয়েছে বাড়ির ভিতরে । ইতিমধ্যেই তাঁর তৈরি এই বাড়ির কথা ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামে । ধনাই গ্রামের মানুষজন তো বটেই আশপাশের গ্রামের লোকজনও দেখতে আসছেন শিল্পীর কাজ ।

পাড়ুইয়ের ধনাই গ্রামে স্থানীয়দের কাছে আপাতত আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে শিল্পী উদয়ের তৈরি বাস-বাড়ি ৷

শিল্পী উদয়ের গুণের কদর তাঁর আশপাশের লোকজন দিচ্ছেন ৷ প্রশংসা করছেন ৷ তবে সরকারি কোনও সাহায্য বা শিল্পী কার্ড এখনও পাননি উদয় ৷ মেলে না শিল্পী ভাতাও । তবে দমেননি উদয় ৷ বলেন, "বাড়িতে লোকজন এলে বসতে দেওয়ার জায়গা নেই । তাই ভাবলাম বাসের মতো একটি বাড়ি তৈরি করি । যাতে লোকজন এলে বসতে পারে । একটা শিল্পী কার্ড পেলে ভাল হত ।" স্ত্রী চন্দনা দাস বলেন, "বহুদিন ধরেই বাড়িতে মূর্তি তৈরি করছে উদয় । একদিন বলল, বাস বানাব । তারপর ঋণ নিয়ে কাজ শুরু করল । সবাই খুব ভাল বলছে ।"

আরও পড়ুন : YouTube Channel : 150টি দেশের নেট মাধ্যমে চর্চার বিষয় বীরভূমের ইউটিউবার দিদা !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.