তারাপীঠ, ২০ মার্চ : এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হল। বীরভূমের তারাপীঠে চিলের ব্রিজ সংলগ্ন মাঠ থেকে উদ্ধার হয় দেহটি।
আজ সকালে এলাকার চাষিরা মাঠে কাজ করতে গিয়ে মৃতদেহটি দেখতে পায়। খবর দেওয়া হয় রামপুরহাট থানায়। পুলিশ ঘটনাস্থানে এসে দেহটি উদ্ধার করে। মৃতদেহ রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃতের বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, গত দু'দিন ধরে পথচলতি মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় বাজে গন্ধ পাচ্ছিল। কিন্তু কুকুর বা গোরু মড়া পড়ে আছে ভেবে সেদিকে আর কেউ যায়নি। আজ সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় তাঁরা দেহটি দেখতে পান।