ETV Bharat / state

রাজস্থান থেকে ফিরে শারীরিক পরীক্ষা ছাড়াই বাড়ি ফিরলেন 40 পরিযায়ী শ্রমিক - পরিযায়ী শ্রমিক

বীরভূমের 40 জন পরিযায়ী শ্রমিক ফিরেছেন রাজস্থানের আজমের থেকে । রামপুরহাটে নামার পর কোনও শারীরিক পরীক্ষা ছাড়া তাঁঁরা নিজেদের বাড়ির উদ্দেশ‍ে রওনা দেন ।

Migrant labours in birbhum
বীরভূমে পরিযায়ী শ্রমিক
author img

By

Published : Jun 22, 2020, 7:58 PM IST

রামপুরহাট, 22 জুন : রাজস্থানের আজমের থেকে 40 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে বাস আজ সকাল দশটায় রামপুরহাটের শ্রীফলা মোড়ে পৌঁছয় । বাস থেকে নেমে তাঁরা নিজেদের বাড়ি চলে যান । ভিন রাজ্য থেকে ফেরার পর তাঁদের শারীরিক পরীক্ষা করার ব্যবস্থা হয়নি । পরিযায়ী শ্রমিকরা জানান, সীমান্তে পুলিশ তাঁঁদের গাড়ি আটকায় । সেখানে প্রথম তাঁঁদের নাম লেখানোর কথা বলে পুলিশ । পরে তাঁঁদের জানানো হয়, নাম না লিখলেও চলবে । বাড়ি গিয়ে তাঁঁরা যেন শারীরিক পরীক্ষা করান । তাই তাঁঁরা রামপুরহাটে নেমে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন ৷

দেশ তথা রাজ্যে হু হু করে বাড়ছে কোরোনার সংক্রমণ । এই পরিস্থিতিতে এমন ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য ব্যবস্থা এবং করোনা সতর্কতায় প্রশাসনিক গাফিলতি নিয়ে । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “ভিন রাজ্য ফেরত মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । স্বাস্থ্য পরীক্ষা করার পর দেশের পাঁচ রাজ্য ছাড়া অন্যান্য রাজ্য থেকে আগতদের 14 দিনের জন্য থাকতে হবে হোম কোয়ারানটিনে । আর পাঁচ রাজ্য থেকে আগতদের থাকতে হবে সরকারি কোয়ারানটিনে ।”

এই পাঁচ রাজ্য হল মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান ও গুজরাত । অর্থাৎ মুখ্যমন্ত্রী যেখানে নির্দেশ দিয়েছেন, রাজস্থান থেকে আগতদের থাকতে হবে সরকারি কোয়ারানটিনে, সেখানে পুলিশ ও প্রশাসনের গাফিলতিতে রাজস্থান ফেরত পরিযায়ী শ্রমিকরা চলে গেলেন নিজেদের বাড়িতে । রাজস্থান থেকে আসা ফিরোজ শেখ বলেন, “আমরা নিজেরা পরীক্ষা করে বাড়ি ফিরে যাব । ঝাড়খণ্ড সীমান্তে পুলিশ আমাদের সেরকম নির্দেশ দিয়েছে ।”

রামপুরহাট, 22 জুন : রাজস্থানের আজমের থেকে 40 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে বাস আজ সকাল দশটায় রামপুরহাটের শ্রীফলা মোড়ে পৌঁছয় । বাস থেকে নেমে তাঁরা নিজেদের বাড়ি চলে যান । ভিন রাজ্য থেকে ফেরার পর তাঁদের শারীরিক পরীক্ষা করার ব্যবস্থা হয়নি । পরিযায়ী শ্রমিকরা জানান, সীমান্তে পুলিশ তাঁঁদের গাড়ি আটকায় । সেখানে প্রথম তাঁঁদের নাম লেখানোর কথা বলে পুলিশ । পরে তাঁঁদের জানানো হয়, নাম না লিখলেও চলবে । বাড়ি গিয়ে তাঁঁরা যেন শারীরিক পরীক্ষা করান । তাই তাঁঁরা রামপুরহাটে নেমে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন ৷

দেশ তথা রাজ্যে হু হু করে বাড়ছে কোরোনার সংক্রমণ । এই পরিস্থিতিতে এমন ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য ব্যবস্থা এবং করোনা সতর্কতায় প্রশাসনিক গাফিলতি নিয়ে । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “ভিন রাজ্য ফেরত মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । স্বাস্থ্য পরীক্ষা করার পর দেশের পাঁচ রাজ্য ছাড়া অন্যান্য রাজ্য থেকে আগতদের 14 দিনের জন্য থাকতে হবে হোম কোয়ারানটিনে । আর পাঁচ রাজ্য থেকে আগতদের থাকতে হবে সরকারি কোয়ারানটিনে ।”

এই পাঁচ রাজ্য হল মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান ও গুজরাত । অর্থাৎ মুখ্যমন্ত্রী যেখানে নির্দেশ দিয়েছেন, রাজস্থান থেকে আগতদের থাকতে হবে সরকারি কোয়ারানটিনে, সেখানে পুলিশ ও প্রশাসনের গাফিলতিতে রাজস্থান ফেরত পরিযায়ী শ্রমিকরা চলে গেলেন নিজেদের বাড়িতে । রাজস্থান থেকে আসা ফিরোজ শেখ বলেন, “আমরা নিজেরা পরীক্ষা করে বাড়ি ফিরে যাব । ঝাড়খণ্ড সীমান্তে পুলিশ আমাদের সেরকম নির্দেশ দিয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.