ETV Bharat / state

মহিলাকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 3 - women case file against 3 men for gang rape in birbhum

বীরভূম জেলার মহম্মদ বাজার এলাকায় মহিলাকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 3৷ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক বলে জানায় মহ:বাজার থানার পুলিশ৷

3 men arrested allegedly for rape case in birbhum
আদিবাসী মহিলাকে গণধর্ষণের ঘটনায় ধৃত 3 যুবক
author img

By

Published : Feb 10, 2020, 7:55 PM IST

মহম্মদবাজার, 10 ফেব্রুয়ারি : মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন যুবক৷ বীরভূম জেলার মহম্মদ বাজার এলাকার ঘটনা৷ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক৷ গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মনিরুদ্দিন শেখ, নিজামুদ্দিন শেখ ও নীলমাধব মির্ধা৷ অভিযুক্তদের বাড়ি সেকেড্ডা গ্রাম প়ঞ্চায়েতের বনবাতাস গ্রামের লপাড়া এলাকায়৷

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে নিজামউদ্দিনের সঙ্গে মোবাইলের ফোনের মাধ্যমে আলাপ হয় ওই মহিলার৷ সেই সূত্রেই গত শনিবার বিকেলে নিজামউদ্দিন ফোনে ওই মহিলাকে দেখা করার কথা বলে৷ সেই মতো ওই মহিলা রানিশ্বর থেকে বাসে প্রথমে শেওড়াকুড়িতে যান ৷ এরপর নিজামুদ্দিন তাঁকে বাইকে নিয়ে যান৷ তাঁদের সঙ্গে আরও তিনজন যোগ দেয়৷ তাদের মতলব বুঝতেই ডেউচা গ্রামের কাছে নিকটাত্মীয় এক দাদাকে ফোন করেন ওই মহিলা৷ এবারে ওই মহিলার খোঁজ শুরু করেন তাঁর আত্মীয়রা ৷

এদিকে রাতে টহলরত একটি পুলিশের গাড়িকে মহিলার আত্মীয়রা বিষয়টি জানায় ৷ পুলিশ সন্ধান শুরু করে ৷ জঙ্গল থেকে ভোররাতে ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ এরপর মহম্মদবাজার থানায় অভিযোগ জানানো হয় ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে ৷ অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয় ৷ অপরদিকে ওই মহিলার গোপন জবানবন্দী নেওয়া হয়৷

মহম্মদবাজার, 10 ফেব্রুয়ারি : মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন যুবক৷ বীরভূম জেলার মহম্মদ বাজার এলাকার ঘটনা৷ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক৷ গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মনিরুদ্দিন শেখ, নিজামুদ্দিন শেখ ও নীলমাধব মির্ধা৷ অভিযুক্তদের বাড়ি সেকেড্ডা গ্রাম প়ঞ্চায়েতের বনবাতাস গ্রামের লপাড়া এলাকায়৷

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে নিজামউদ্দিনের সঙ্গে মোবাইলের ফোনের মাধ্যমে আলাপ হয় ওই মহিলার৷ সেই সূত্রেই গত শনিবার বিকেলে নিজামউদ্দিন ফোনে ওই মহিলাকে দেখা করার কথা বলে৷ সেই মতো ওই মহিলা রানিশ্বর থেকে বাসে প্রথমে শেওড়াকুড়িতে যান ৷ এরপর নিজামুদ্দিন তাঁকে বাইকে নিয়ে যান৷ তাঁদের সঙ্গে আরও তিনজন যোগ দেয়৷ তাদের মতলব বুঝতেই ডেউচা গ্রামের কাছে নিকটাত্মীয় এক দাদাকে ফোন করেন ওই মহিলা৷ এবারে ওই মহিলার খোঁজ শুরু করেন তাঁর আত্মীয়রা ৷

এদিকে রাতে টহলরত একটি পুলিশের গাড়িকে মহিলার আত্মীয়রা বিষয়টি জানায় ৷ পুলিশ সন্ধান শুরু করে ৷ জঙ্গল থেকে ভোররাতে ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ এরপর মহম্মদবাজার থানায় অভিযোগ জানানো হয় ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে ৷ অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয় ৷ অপরদিকে ওই মহিলার গোপন জবানবন্দী নেওয়া হয়৷

Intro:Body:মহঃবাজার, 10 ফেব্রুয়ারী: এক আদিবাসী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল বীরভূমের মহম্মদ বাজার থানা র গোপালনগর এলাকায়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল তিন যুবককে। ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক। ধৃত ব্যক্তিরা হলেন মনিরউদ্দিন শেখ, নিজামুদ্দিন শেখ,নীলমাধব মির্ধা। অভিযুক্তদের বাড়ি সেকেড্ডা গ্রাম পঞ্চায়েতের বনবাতাস গ্রামের লপাড়ায়। অভিযোগকারি গৃহবধূর বয়স 30 বছর। বাড়ি ঝাড়খন্ডের রানীশ্বর থানার বাকখোলা গ্রাম। পুলিশ সূত্রে জানা যায় , এদের মধ্যে এক অভিযুক্ত নিজাম উদ্দিনের সঙ্গে মোবাইলের রং নাম্বারে আলাপ হয়। সেই সূত্র ধরেই মহিলাকে গত শনিবার বিকেলে ডাকে। মহিলা রানিশ্বর থেকে বাসে প্রথমে শেওড়াকুড়িতে নামে। সেখান থেকে নিজামুদ্দিন মোটরবাইকে চাপিয়ে গোপালনগর জঙ্গলে নিয়ে যায়। সেখানে আরও 3 বন্ধু যোগ দেয়। ইতিমধ্যে ওই মহিলা তাদের কু মতলব বুঝতে পেরে ডেউচা গ্রামের এক নিকটাত্মীয় দাদাকে ফোন করে তার বর্তমান অবস্থার কথা জানান। সেই দাদা ওই এলাকায় গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে এবং ওই জঙ্গল এলাকায় রাত্রিবেলায় টহলরত পুলিশের গাড়িকে বিষয়টি জানায়। জঙ্গল থেকে ভোররাতে মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। ইতিমধ্যেই মহ:বাজার থানায় ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তারপরই তিনজনকে গ্রেপ্তার করে মহঃবাজার থানার পুলিশ। পলাতক আরেক অভিযুক্তকে গ্রেফারে জন্য তল্লাশি করছে পুলিশ পুলিশ। মহিলাটির আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আজ সিউড়ি ধৃতদের আদালতে তোলা হয়।Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.