ETV Bharat / state

বীরভূমে পৃথক তিনটি পথ দুর্ঘটনায় মৃত 3, আহত 4 - শান্তিনিকেতনের বল্লভপুর

আজ আহমেদপুরের সাংরার কাছে একটি ট্রাকটর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পাম্পঘর ভেঙে ঢুকে পড়ে । এতে পাঁচ জনকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় দুজনের । আহত হন তিনজন । সকলকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

three separate road accidents in Birbhum
বীরভূমে পৃথক তিনটি পথদুর্ঘটনা
author img

By

Published : Nov 21, 2020, 4:13 PM IST

Updated : Nov 21, 2020, 4:50 PM IST

সিউড়ি, 21 নভেম্বর : বীরভূমের আহমেদপুর, শান্তিনিকেতন ও বোলপুরে পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলায় । আজকের এই পৃথক তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের । গুরুতর আহত হয়েছে চারজন । মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । আহত ওই চারজনের তিনজন সিউড়ি সদর হাসপাতালে এবং একজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

আজ আহমেদপুরের সাংরার কাছে একটি ট্রাকটর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পাম্পঘর ভেঙে ঢুকে পড়ে । এতে পাঁচ জনকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় দুজনের । আহত হন তিনজন । সকলকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

অন্যদিকে, শান্তিনিকেতনের বল্লভপুরের কাছে একটি খড় বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এক বাইক আরোহির । ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই বাইক আরোহির । খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থানে আসে । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

একই ভাবে বোলপুরের জাম্বুনিতে একটি গোরু বোঝাই গাড়ি এক বাইক আরোহীকে ধাক্কা মারে । গুরুত্বর জখম হন বাইক আরোহী৷ তড়িঘড়ি তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রসঙ্গত, শনিবার ইলামবাজার গোরুর হাট থেকে গোরু বোঝাই গাড়িটি যাচ্ছিল । যেহেতু গোরু গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি তাই প্রশাসনের দায়িত্ব নিয়েও উঠছে প্রশ্ন ।

আহমেদপুরের ঘটনা

সিউড়ি, 21 নভেম্বর : বীরভূমের আহমেদপুর, শান্তিনিকেতন ও বোলপুরে পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলায় । আজকের এই পৃথক তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের । গুরুতর আহত হয়েছে চারজন । মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । আহত ওই চারজনের তিনজন সিউড়ি সদর হাসপাতালে এবং একজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

আজ আহমেদপুরের সাংরার কাছে একটি ট্রাকটর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পাম্পঘর ভেঙে ঢুকে পড়ে । এতে পাঁচ জনকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় দুজনের । আহত হন তিনজন । সকলকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

অন্যদিকে, শান্তিনিকেতনের বল্লভপুরের কাছে একটি খড় বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এক বাইক আরোহির । ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই বাইক আরোহির । খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থানে আসে । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

একই ভাবে বোলপুরের জাম্বুনিতে একটি গোরু বোঝাই গাড়ি এক বাইক আরোহীকে ধাক্কা মারে । গুরুত্বর জখম হন বাইক আরোহী৷ তড়িঘড়ি তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রসঙ্গত, শনিবার ইলামবাজার গোরুর হাট থেকে গোরু বোঝাই গাড়িটি যাচ্ছিল । যেহেতু গোরু গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি তাই প্রশাসনের দায়িত্ব নিয়েও উঠছে প্রশ্ন ।

আহমেদপুরের ঘটনা
Last Updated : Nov 21, 2020, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.