ETV Bharat / state

Marriage Controversy: গোপনে বিয়ে করে অস্বীকার, স্ত্রীয়ের মর্যাদা পেতে পুলিশের দ্বারস্থ মহিলা - bankura news

সব কিছু জেনেই বিয়ে করেছিলেন স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের মা-কে (Marriage Controversy)৷ কিন্তু পরিবার আপত্তি করতেই অস্বীকার যুবকের ৷ সটান থানায় গেলেন মহিলা ৷

Etv Bharat
যোগ্য স্ত্রীর মর্যাদা পেতে পুলিশের দ্বারস্থ মহিলা
author img

By

Published : Nov 30, 2022, 8:42 PM IST

Updated : Nov 30, 2022, 10:56 PM IST

বাঁকুড়া, 30 নভেম্বর: এক ছেলে রয়েছে জেনেও গৃহবধূকে বিয়ে ৷ তারপর পরিবার মেনে নিতে অস্বীকার করাতেই স্ত্রী হিসেবে মহিলাকে মানতে আপত্তি ৷ এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন গৃহবধূ (Woman Files Police Complain Against Lover Demanding Recognition as Wife)৷

বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত লাউগ্রামের সন্তু চন্দ্র কাজের সূত্রে দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমানে থাকতেন ৷ সেখানেই স্বামী পরিত্যক্তা এক মহিলার সঙ্গে আলাপ হয় তাঁর ৷ পরে ঘনিষ্ঠতা বাড়লে গোপনে বিয়েও করেন দু'জনে ৷ মহিলার এক সন্তানও রয়েছে ৷

অভিযোগকারিণীর বক্তব্য

তবে সন্তু যে পুরো বিষয়টি বাড়িতে চেপে গিয়েছিলেন তা জানতেন না তিনি ৷ একাধিকবার তাঁকে স্ত্রীয়ের মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কাকুতি মিনতি জানালেও তাতে লাভ হয়নি ৷ বরং প্রতিবারই বিষয়টি এড়িয়ে গিয়েছেন সন্তু ৷ এই পরিস্থিতিতে বুধবার সকালে সরাসরি সন্তুর কোতুলপুরের বাড়িতে চলে আসেন এবং তাঁর বাবা-মা কে বিষয়টি জানান ৷ কিন্তু সব কিছু শোনার পর মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ৷ এরপরই যোগ্য স্ত্রীর মর্যাদার দাবিতে কোতুলপুর থানার দ্বারস্থ হন তিনি ৷

তাঁর অভিযোগ, সন্তু সবকিছু জেনে শুনেই তাঁকে বিয়ে করেন ৷ এক সন্তান আছে সেই বিষয়টিও জানতেন ৷ পুরো বিষয়টি নিয়ে কোতুলপুর থানায় লিখিত অভিযোগ জানান মহিলা ৷

আরও পড়ুন : ডিএলএডের প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা বাতিলের দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

বাঁকুড়া, 30 নভেম্বর: এক ছেলে রয়েছে জেনেও গৃহবধূকে বিয়ে ৷ তারপর পরিবার মেনে নিতে অস্বীকার করাতেই স্ত্রী হিসেবে মহিলাকে মানতে আপত্তি ৷ এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন গৃহবধূ (Woman Files Police Complain Against Lover Demanding Recognition as Wife)৷

বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত লাউগ্রামের সন্তু চন্দ্র কাজের সূত্রে দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমানে থাকতেন ৷ সেখানেই স্বামী পরিত্যক্তা এক মহিলার সঙ্গে আলাপ হয় তাঁর ৷ পরে ঘনিষ্ঠতা বাড়লে গোপনে বিয়েও করেন দু'জনে ৷ মহিলার এক সন্তানও রয়েছে ৷

অভিযোগকারিণীর বক্তব্য

তবে সন্তু যে পুরো বিষয়টি বাড়িতে চেপে গিয়েছিলেন তা জানতেন না তিনি ৷ একাধিকবার তাঁকে স্ত্রীয়ের মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কাকুতি মিনতি জানালেও তাতে লাভ হয়নি ৷ বরং প্রতিবারই বিষয়টি এড়িয়ে গিয়েছেন সন্তু ৷ এই পরিস্থিতিতে বুধবার সকালে সরাসরি সন্তুর কোতুলপুরের বাড়িতে চলে আসেন এবং তাঁর বাবা-মা কে বিষয়টি জানান ৷ কিন্তু সব কিছু শোনার পর মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ৷ এরপরই যোগ্য স্ত্রীর মর্যাদার দাবিতে কোতুলপুর থানার দ্বারস্থ হন তিনি ৷

তাঁর অভিযোগ, সন্তু সবকিছু জেনে শুনেই তাঁকে বিয়ে করেন ৷ এক সন্তান আছে সেই বিষয়টিও জানতেন ৷ পুরো বিষয়টি নিয়ে কোতুলপুর থানায় লিখিত অভিযোগ জানান মহিলা ৷

আরও পড়ুন : ডিএলএডের প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা বাতিলের দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

Last Updated : Nov 30, 2022, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.