ETV Bharat / state

মানুষকে ফেরাতে না পারলে আবার হারতে রাজি : শুভেন্দু

BJP-কে সংযত করে মূলস্রোতে ফেরানোর বিদ্যা ও বুদ্ধি দুইই আছে তৃণমূলের । আজ বাঁকুড়ার কর্মিসভা থেকে বললেন শুভেন্দু অধিকারী ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 9, 2019, 9:58 PM IST

বাঁকুড়া, 9 জুন : "BJP-কে শিক্ষা দিয়ে সংযত করে কীভাবে মূল স্রোতে আনতে হয় সেই বিদ্যা আর বুদ্ধি আমাদের আছে ।" আজ একটি কর্মিসভা থেকে একথা বলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ।

আজ বাঁকুড়ার ওন্দা বাজারে একটি কর্মিসভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে । সেখানে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "হুমকি, ঝান্ডা আর লাল চোখ দেখিয়ে আমাদের রোখা যায়নি । আর যাবে না । আমরা হার্মাদদের খেদিয়েছি । মাওবাদীদের তাড়িয়েছি । এই নব্য BJP-কে কী করে এলাকার বাইরে রাখতে হয়, শিক্ষা দিয়ে সংযত করে মূল স্রোতে আনতে হয় সেই বিদ্যা ও বুদ্ধি আমাদের আছে । "

তিনি বিরোধী দল CPI(M) ও BJP-কে হুঁশিয়ারি দিয়ে বলেন, "এমন কোনও কাজ করবেন না যাতে শুভেন্দু অধিকারীকে সেই গ্রামে যেতে হয় । আর আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় । সবাই ভালো থাকুন । মিলেমিশে থাকুন । তোমরা জিতেছ । আমরা হেরেছি । আমরা যদি মানুষকে ফেরাতে না পারি তাহলে আবার হারতে রাজি আছি । তোমরা পারলে জেত । কিন্তু মাথা ফাটিয়ে, রক্তপাত করে, ঘরছাড়া করে, গ্রাম দখল করে যে রাজনীতি CPI(M) করেছে তা বাঁকুড়া জেলায় করতে দেব না । "

বাঁকুড়া, 9 জুন : "BJP-কে শিক্ষা দিয়ে সংযত করে কীভাবে মূল স্রোতে আনতে হয় সেই বিদ্যা আর বুদ্ধি আমাদের আছে ।" আজ একটি কর্মিসভা থেকে একথা বলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ।

আজ বাঁকুড়ার ওন্দা বাজারে একটি কর্মিসভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে । সেখানে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "হুমকি, ঝান্ডা আর লাল চোখ দেখিয়ে আমাদের রোখা যায়নি । আর যাবে না । আমরা হার্মাদদের খেদিয়েছি । মাওবাদীদের তাড়িয়েছি । এই নব্য BJP-কে কী করে এলাকার বাইরে রাখতে হয়, শিক্ষা দিয়ে সংযত করে মূল স্রোতে আনতে হয় সেই বিদ্যা ও বুদ্ধি আমাদের আছে । "

তিনি বিরোধী দল CPI(M) ও BJP-কে হুঁশিয়ারি দিয়ে বলেন, "এমন কোনও কাজ করবেন না যাতে শুভেন্দু অধিকারীকে সেই গ্রামে যেতে হয় । আর আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় । সবাই ভালো থাকুন । মিলেমিশে থাকুন । তোমরা জিতেছ । আমরা হেরেছি । আমরা যদি মানুষকে ফেরাতে না পারি তাহলে আবার হারতে রাজি আছি । তোমরা পারলে জেত । কিন্তু মাথা ফাটিয়ে, রক্তপাত করে, ঘরছাড়া করে, গ্রাম দখল করে যে রাজনীতি CPI(M) করেছে তা বাঁকুড়া জেলায় করতে দেব না । "

Intro:দলীয় কর্মীদের উপর আক্রমনের ঘটনায় বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।Body: দলীয় কর্মীদের উপর আক্রমন ঠেকাতে বিরোধীদের কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
দলীয় কর্মীদের উপর আক্রমনের ঘটনায় বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আজ বিকালে বাঁকুড়ার ওন্দা বাজারে একটি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বিরোধীদের উদ্যেশ্য করে বলেন, আগের সিপিএম ও বর্তমান বিজেপি র লোকজন শুনে রাখুন আমাকে কোনো গ্রামে যেতে বাধ্য করবেন না। আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাকে বাধ্য করবেন না। তোমরা জিতেছ। আমরা যদি মানুষকে ঘোরাতে না পারি তাহলে আমরা আবার হারতে রাজী আছি। কিন্তু মাথা ফাটিয়ে ঘর জ্বালিয়ে যে রাজনীতি সিপিএম করেছে সেই রাজনীতি আমরা করতে দেব না। এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, হুমকি,চমকি দিয়ে, স্লোগান আর পতাকা বেঁধে আমাদের আটকানো যাবে না। আমরা হার্মাদদের খেদিয়েছি, মাওবাদীদের ভাগিয়েছি।Conclusion:আর নব্য বিজেপিদের কি করে এলাকার বাইরে রাখতে হয়, কিভাবে শিক্ষা দিয়ে সংযত করে মূল স্রোতে আনতে হয় সেই বিদ্যা বুদ্ধি আমাদের আছে।

বাইট: শুভেন্দু অধিকারী (তৃনমুলের দলীয় পর্যবেক্ষক, বাঁকুড়া)

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.