বাঁকুড়া, 9 জুন : "BJP-কে শিক্ষা দিয়ে সংযত করে কীভাবে মূল স্রোতে আনতে হয় সেই বিদ্যা আর বুদ্ধি আমাদের আছে ।" আজ একটি কর্মিসভা থেকে একথা বলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ।
আজ বাঁকুড়ার ওন্দা বাজারে একটি কর্মিসভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে । সেখানে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "হুমকি, ঝান্ডা আর লাল চোখ দেখিয়ে আমাদের রোখা যায়নি । আর যাবে না । আমরা হার্মাদদের খেদিয়েছি । মাওবাদীদের তাড়িয়েছি । এই নব্য BJP-কে কী করে এলাকার বাইরে রাখতে হয়, শিক্ষা দিয়ে সংযত করে মূল স্রোতে আনতে হয় সেই বিদ্যা ও বুদ্ধি আমাদের আছে । "
তিনি বিরোধী দল CPI(M) ও BJP-কে হুঁশিয়ারি দিয়ে বলেন, "এমন কোনও কাজ করবেন না যাতে শুভেন্দু অধিকারীকে সেই গ্রামে যেতে হয় । আর আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় । সবাই ভালো থাকুন । মিলেমিশে থাকুন । তোমরা জিতেছ । আমরা হেরেছি । আমরা যদি মানুষকে ফেরাতে না পারি তাহলে আবার হারতে রাজি আছি । তোমরা পারলে জেত । কিন্তু মাথা ফাটিয়ে, রক্তপাত করে, ঘরছাড়া করে, গ্রাম দখল করে যে রাজনীতি CPI(M) করেছে তা বাঁকুড়া জেলায় করতে দেব না । "