ETV Bharat / state

Water From Cylinders in Bankura : আজব কাণ্ড বাঁকুড়ার সারেঙ্গায়, গ্যাসের বদলে সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল - bankura

ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল (Water is Coming Out Instead of Gas From Cylinders in Bankura) ৷ এই আজব ছবি বাঁকুড়ার সারেঙ্গায় । হঠাৎ করে গ্যাস বন্ধ ৷ শত চেষ্টা করলেও অগ্নিশিখা জ্বালানো সম্ভব হয়নি ৷ সিলিন্ডারের মুখের কাছে একটি পেন দিয়ে চাপ দিতেই বেরিয়ে এল জল ৷ গ্রামবাসীদের অভিযোগ, এরকম ঘটনা প্রায়শই ঘটছে সারেঙ্গায় ৷

Water From Cylinders in Bankura
Water From Cylinders in Bankura
author img

By

Published : Mar 10, 2022, 3:06 PM IST

Updated : Mar 10, 2022, 6:36 PM IST

সারেঙ্গা, 10 মার্চ : ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোতে দেখেছেন কোনওদিন ? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গায় ৷ ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল (Water is Coming Out Instead of Gas From Cylinders in Bankura)।

প্রসঙ্গত, কয়েকদিক আগে ডিসট্রিবিউটারের কাছ থেকে বাঁকুড়ার সারেঙ্গার এক বাসিন্দা ঘরে এনেছিল নতুন ভর্তি সিলিন্ডার ৷ প্রথম দুই তিন দিন সব ঠিকঠাক চললেও তার পর বাঁধে বিপত্তি । হঠাৎ করে গ্যাস বন্ধ, শত চেষ্টা করলেও আগুন আর জ্বালানো সম্ভব হয়নি । এদিকে গ্যাসের সিলিন্ডার দেখে বোঝার উপায় ছিল না খালি সিলিন্ডার বলে ৷ সিলিন্ডার নাড়ালেই ভেসে আসছিল ছল ছল, ঠিক জলের মতো শব্দ । অবশেষে সিলিন্ডারের মুখের কাছে একটি পেন দিয়ে চাপ দিতেই বেরিয়ে এল জল ।

আরও পড়ুন : Bodies Recover in Mayapur : মায়াপুরে বিদেশি মহিলা-সহ 2 জনের দেহ উদ্ধারে চাঞ্চল্য

অভিযোগ, বিগত এক সপ্তাহ ধরে এই সমস্যা ভোগ করে আসছেন পুরো সারেঙ্গাবাসী ৷ ভর্তি গ্যাসের সিলিন্ডার কিনে বাড়িতে আনার পর দু‘-তিনদিন ঠিকঠাক চললেও তারপর বন্ধ হয়ে যাচ্ছে আগুন । স্থানীয় বাসিন্দা কৃষ্ণা মাইতি বলেন, "তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যাওয়ায় আমাদের মনে সন্দেহ জাগে ৷ একমাসের গ্যাস 7-8 দিনেই শেষ হয়ে যায় ৷ তারপর গ্যাস নাড়াতে কল কল শব্দ শুনতে পাই ৷ সিলিন্ডারের মুখের কাছে একটি পেন দিয়ে চাপ দিতেই বেরিয়ে আসে জল ৷ আশেপাশে খোঁজ খবর নিয়ে জানতে পারি শুধু আমার সাথে নয় এরকম ঘটনা আরও অনেকের সঙ্গে ঘটেছে ৷"

আজব কাণ্ড বাঁকুড়ার সারেঙ্গায়, গ্যাসের বদলে সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল

ওপর এক বাসিন্দা ডালিয়া চক্রবর্তী বললেন, "গ্যাসের দাম তো একেই অগ্নিমূল্য তার ওপর এই সমস্যার সম্মুখীন হলে আমরা সাধারণ মানুষেরা কি করব । জ্বালানি যেখানে গৃহস্থের একটা মূল্যবান সামগ্রী, তাকে কেন্দ্র করে এই ঝামেলা সত্যি অস্বস্তিকর ৷ আমরা চাই শীঘ্র এর কিছু সুরাহা হোক ৷"

আরও পড়ুন : Calcutta High Court : সন্তানদের কাছে বাবা-মায়ের ভিক্ষাবৃত্তি, ক্ষোভ প্রকাশ হাইকোর্টের বিচারপতির

ইতিমধ্যে এই ঘটনাটি স্থানীয় ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে ৷ মা অন্নপূর্ণা ইন্ডেন গ্রামীণ ডিস্ট্রিবিউটার কর্ণধার সনৎ খিলাড়ি এবাপ্যারে বলেন, "যেহেতু গ্যাসের ফিলিং আমাদের এখান থেকে হয় না তাই বিষয়টি আমাদের হাতে নেই ৷ তবে এলাকাবাসীর লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । আমাদের কাছেও পুরো ব্যাপারটি নতুন ৷ আগে এরকম অভিযোগ আমরা পাইনি ৷ "

আরও পড়ুন :Cold Storage Without Electricity : পানাগড়ে আলু মজুত করতে পরিকাঠামোহীন হিমঘর খোলার অভিযোগ

সারেঙ্গা, 10 মার্চ : ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোতে দেখেছেন কোনওদিন ? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গায় ৷ ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল (Water is Coming Out Instead of Gas From Cylinders in Bankura)।

প্রসঙ্গত, কয়েকদিক আগে ডিসট্রিবিউটারের কাছ থেকে বাঁকুড়ার সারেঙ্গার এক বাসিন্দা ঘরে এনেছিল নতুন ভর্তি সিলিন্ডার ৷ প্রথম দুই তিন দিন সব ঠিকঠাক চললেও তার পর বাঁধে বিপত্তি । হঠাৎ করে গ্যাস বন্ধ, শত চেষ্টা করলেও আগুন আর জ্বালানো সম্ভব হয়নি । এদিকে গ্যাসের সিলিন্ডার দেখে বোঝার উপায় ছিল না খালি সিলিন্ডার বলে ৷ সিলিন্ডার নাড়ালেই ভেসে আসছিল ছল ছল, ঠিক জলের মতো শব্দ । অবশেষে সিলিন্ডারের মুখের কাছে একটি পেন দিয়ে চাপ দিতেই বেরিয়ে এল জল ।

আরও পড়ুন : Bodies Recover in Mayapur : মায়াপুরে বিদেশি মহিলা-সহ 2 জনের দেহ উদ্ধারে চাঞ্চল্য

অভিযোগ, বিগত এক সপ্তাহ ধরে এই সমস্যা ভোগ করে আসছেন পুরো সারেঙ্গাবাসী ৷ ভর্তি গ্যাসের সিলিন্ডার কিনে বাড়িতে আনার পর দু‘-তিনদিন ঠিকঠাক চললেও তারপর বন্ধ হয়ে যাচ্ছে আগুন । স্থানীয় বাসিন্দা কৃষ্ণা মাইতি বলেন, "তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যাওয়ায় আমাদের মনে সন্দেহ জাগে ৷ একমাসের গ্যাস 7-8 দিনেই শেষ হয়ে যায় ৷ তারপর গ্যাস নাড়াতে কল কল শব্দ শুনতে পাই ৷ সিলিন্ডারের মুখের কাছে একটি পেন দিয়ে চাপ দিতেই বেরিয়ে আসে জল ৷ আশেপাশে খোঁজ খবর নিয়ে জানতে পারি শুধু আমার সাথে নয় এরকম ঘটনা আরও অনেকের সঙ্গে ঘটেছে ৷"

আজব কাণ্ড বাঁকুড়ার সারেঙ্গায়, গ্যাসের বদলে সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল

ওপর এক বাসিন্দা ডালিয়া চক্রবর্তী বললেন, "গ্যাসের দাম তো একেই অগ্নিমূল্য তার ওপর এই সমস্যার সম্মুখীন হলে আমরা সাধারণ মানুষেরা কি করব । জ্বালানি যেখানে গৃহস্থের একটা মূল্যবান সামগ্রী, তাকে কেন্দ্র করে এই ঝামেলা সত্যি অস্বস্তিকর ৷ আমরা চাই শীঘ্র এর কিছু সুরাহা হোক ৷"

আরও পড়ুন : Calcutta High Court : সন্তানদের কাছে বাবা-মায়ের ভিক্ষাবৃত্তি, ক্ষোভ প্রকাশ হাইকোর্টের বিচারপতির

ইতিমধ্যে এই ঘটনাটি স্থানীয় ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে ৷ মা অন্নপূর্ণা ইন্ডেন গ্রামীণ ডিস্ট্রিবিউটার কর্ণধার সনৎ খিলাড়ি এবাপ্যারে বলেন, "যেহেতু গ্যাসের ফিলিং আমাদের এখান থেকে হয় না তাই বিষয়টি আমাদের হাতে নেই ৷ তবে এলাকাবাসীর লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । আমাদের কাছেও পুরো ব্যাপারটি নতুন ৷ আগে এরকম অভিযোগ আমরা পাইনি ৷ "

আরও পড়ুন :Cold Storage Without Electricity : পানাগড়ে আলু মজুত করতে পরিকাঠামোহীন হিমঘর খোলার অভিযোগ

Last Updated : Mar 10, 2022, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.