ETV Bharat / state

ট্য়াঙ্ক, পাইপলাইন থাকলেও অমিল জল, বিপাকে বাঁকুড়ার নামোপাড়া

author img

By

Published : Jun 3, 2021, 3:39 PM IST

জনস্বাস্থ্য কারিগরী দফতরের তৈরি জলের ট্যাঙ্ক আছে ৷ রয়েছে জল সরবরাহের পাইপলাইন ও টাইম কল ৷ তারপরও অমিল জল ৷ বিপাকে বাঁকুড়া-1 ব্লকের আন্দারথোল গ্রামের নামোপাড়ার বাসিন্দারা ৷ সমস্য়া জানার পর সমাধানের আশ্বাস বিডিওর ৷

water crisis in Namo Para of Bankura 1 block
ট্য়াঙ্ক, পাইপলাইন থাকলেও অমিল জল, বিপাকে বাঁকুড়ার নামো পাড়া

বাঁকুড়া, 3 জুন : গ্রাম্য রাস্তার পাশে ‘শুকনো’ টাইম কল ৷ তার সামনেই সারি দিয়ে রাখা খালি হাঁড়ি, কলসি, বালতি ৷ জল আসার অপেক্ষায় চাতক পাখি গোটা গ্রাম ৷ এই ছবি বাঁকুড়া-1 ব্লকের আন্দারথোল গ্রামের নামোপাড়ার ৷

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পানীয় ও গৃহস্থালির অন্যান্য কাজের জন্য নলবাহিত জলের উপরই নির্ভর করেন তাঁরা ৷ গ্রামে নলকূপ ও পাতকুয়ো থাকলেও সেই জল পানীয় হিসাবে ব্যবহার করা যায় না ৷ এমনকী তা রান্নারও অযোগ্য বলেই দাবি বাড়ির মহিলাদের ৷ কারণ, তাতে খাবার ভালো করে সেদ্ধ হয় না ৷ পেটের সমস্যাও হয় ৷ আর তাই নলবাহিত জলের উপরই ভরসা করতে হয় গৃহিণীদের ৷ কিন্তু সেই জলের সরবরাহ ঠিক মতো না হওয়ায় সমস্যায় পড়েছেন আন্দারথোল গ্রামের নামো পাড়ার মহিলারা ৷

গ্রামে জনস্বাস্থ্য কারিগরী দফতরের তৈরি পেল্লায় একটা জলের ট্যাঙ্ক আছে বটে ৷ রয়েছে জল সরবরাহের পাইপলাইন ও টাইম কল ৷ কিন্তু সেই জলের জোগান পর্যাপ্ত নয় বলেই দাবি স্থানীয়দের ৷ তাছাড়া, কল পর্যন্ত পৌঁছতে প্রায় এক কিলোমিটার হাঁটতে হয় বাড়ির মেয়ে-বউদের ৷ তার উপর চাহিদার তুলনায় জোগান কম থাকায় জলের লাইনেও ঝামেলা হয় নিত্যদিন ৷

জল সংগ্রহ করতে প্রতিদিন লম্বা পথ পাড়ি দিতে হয় গ্রামের মহিলাদের ৷

আরও পড়ুন : নেই জলের কল, বিধায়ককে ঘিরে বিক্ষোভ

স্থানীয় বিডিও অঞ্জন চৌধুরী অবশ্য পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷ বিডিওর দাবি, সমস্য়ার কথা ভালো মতো জানা ছিল না তাঁর ৷ তবে বিষয়টি জানার পর এ নিয়ে যথাযথ পদক্ষেপ করবেন তিনি ৷

বাঁকুড়া, 3 জুন : গ্রাম্য রাস্তার পাশে ‘শুকনো’ টাইম কল ৷ তার সামনেই সারি দিয়ে রাখা খালি হাঁড়ি, কলসি, বালতি ৷ জল আসার অপেক্ষায় চাতক পাখি গোটা গ্রাম ৷ এই ছবি বাঁকুড়া-1 ব্লকের আন্দারথোল গ্রামের নামোপাড়ার ৷

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পানীয় ও গৃহস্থালির অন্যান্য কাজের জন্য নলবাহিত জলের উপরই নির্ভর করেন তাঁরা ৷ গ্রামে নলকূপ ও পাতকুয়ো থাকলেও সেই জল পানীয় হিসাবে ব্যবহার করা যায় না ৷ এমনকী তা রান্নারও অযোগ্য বলেই দাবি বাড়ির মহিলাদের ৷ কারণ, তাতে খাবার ভালো করে সেদ্ধ হয় না ৷ পেটের সমস্যাও হয় ৷ আর তাই নলবাহিত জলের উপরই ভরসা করতে হয় গৃহিণীদের ৷ কিন্তু সেই জলের সরবরাহ ঠিক মতো না হওয়ায় সমস্যায় পড়েছেন আন্দারথোল গ্রামের নামো পাড়ার মহিলারা ৷

গ্রামে জনস্বাস্থ্য কারিগরী দফতরের তৈরি পেল্লায় একটা জলের ট্যাঙ্ক আছে বটে ৷ রয়েছে জল সরবরাহের পাইপলাইন ও টাইম কল ৷ কিন্তু সেই জলের জোগান পর্যাপ্ত নয় বলেই দাবি স্থানীয়দের ৷ তাছাড়া, কল পর্যন্ত পৌঁছতে প্রায় এক কিলোমিটার হাঁটতে হয় বাড়ির মেয়ে-বউদের ৷ তার উপর চাহিদার তুলনায় জোগান কম থাকায় জলের লাইনেও ঝামেলা হয় নিত্যদিন ৷

জল সংগ্রহ করতে প্রতিদিন লম্বা পথ পাড়ি দিতে হয় গ্রামের মহিলাদের ৷

আরও পড়ুন : নেই জলের কল, বিধায়ককে ঘিরে বিক্ষোভ

স্থানীয় বিডিও অঞ্জন চৌধুরী অবশ্য পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷ বিডিওর দাবি, সমস্য়ার কথা ভালো মতো জানা ছিল না তাঁর ৷ তবে বিষয়টি জানার পর এ নিয়ে যথাযথ পদক্ষেপ করবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.