ETV Bharat / state

লোকালয়ে কোয়ারান্টাইন সেন্টার, সারেঙ্গায় বিক্ষোভ স্থানীয়দের - covid 19

সারেঙ্গা গ্রামের সবজি বাজারের কাছে সারেঙ্গা মিশন হাইস্কুলে কোয়ারান্টাইন সেন্টার খোলার কথা ছিল । কিন্তু, স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে আপাতত কাজ বন্ধ ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 6, 2020, 4:12 PM IST

বাঁকুড়া, 6 এপ্রিল : কোরোনা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের তরফে জেলার প্রতিটি ব্লকে খোলা হচ্ছে কোয়ারান্টাইন সেন্টার । কিন্তু দক্ষিণ বাঁকুড়ার সারেঙ্গার একটি স্কুলে কোয়ারান্টাইন সেন্টার খুলতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হল ব্লক প্রশাসন । স্থানীয়দের দাবি, কোনওভাবেই লোকালয়ের মাঝে খোলা যাবে না কোয়ারান্টাইন সেন্টার ।

দক্ষিণ বাঁকুড়ার জঙ্গল লাগোয়া সারেঙ্গা গ্রাম । কয়েক হাজার মানুষের বসবাস এখানে । পাশাপাশি আরও কয়েকটি গ্রাম রয়েছে । এই গ্রামগুলি থেকে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সারেঙ্গার বাজারে আসেন অনেকে । বর্তমান কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলার প্রতিটি ব্লকে একটি করে কোয়ারান্টাইন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেইমতো সারেঙ্গা গ্রামের সবজি বাজারের কাছে সারেঙ্গা মিশন হাইস্কুলে কোয়ারান্টাইন সেন্টার খোলার পরিকল্পনা নেওয়া হয় । প্রস্তুতিও শুরু হয়ে যায় । গতরাতে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে এখানে বেশকিছু শয্যাও পাঠানো হয়। কিন্তু বেঁকে বসে স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি, কোনওমতেই এই বাজার সংলগ্ন লোকালয়ে কোয়ারান্টাইন সেন্টার খুলতে দেবেন না তাঁরা । আজ সকালে কয়েকশো গ্রামবাসী এই কেন্দ্রটির সামনে এসে বিক্ষোভ দেখান । তড়িঘড়ি যেন এখান থেকে সবকিছু সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হন তাঁরা ।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা অনুরূপা রায় বলেন, "ব্লক প্রশাসন এই কেন্দ্রটি গড়ার আগে স্থানীয় মানুষের সঙ্গে কোনওরকম আলোচনা করেননি। একটি জনবহুল এলাকা এবং বাজারের মাঝখানে কীভাবে এই কেন্দ্র গড়ার কথা ভাবেন ব্লক আধিকারিক ? বিষয়টি নিয়ে ইতিপূর্বে থানায় দরবার করা হলেও থানা পরিষ্কার জানিয়ে দেয় বিষয়টি প্রশাসন দেখছে, তাদের কিছু করণীয় নেই। পরবর্তীকালে ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।"

যদিও বিক্ষুব্ধ স্থানীয়রা জানাচ্ছে, মানুষের দাবিকে অগ্রাহ্য করা হলে এই কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেওয়া হবে । এবিষয়ে, সারেঙ্গা ব্লক প্রশাসনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও মন্তব্য করতে চাননি তিনি ।

বাঁকুড়া, 6 এপ্রিল : কোরোনা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের তরফে জেলার প্রতিটি ব্লকে খোলা হচ্ছে কোয়ারান্টাইন সেন্টার । কিন্তু দক্ষিণ বাঁকুড়ার সারেঙ্গার একটি স্কুলে কোয়ারান্টাইন সেন্টার খুলতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হল ব্লক প্রশাসন । স্থানীয়দের দাবি, কোনওভাবেই লোকালয়ের মাঝে খোলা যাবে না কোয়ারান্টাইন সেন্টার ।

দক্ষিণ বাঁকুড়ার জঙ্গল লাগোয়া সারেঙ্গা গ্রাম । কয়েক হাজার মানুষের বসবাস এখানে । পাশাপাশি আরও কয়েকটি গ্রাম রয়েছে । এই গ্রামগুলি থেকে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সারেঙ্গার বাজারে আসেন অনেকে । বর্তমান কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলার প্রতিটি ব্লকে একটি করে কোয়ারান্টাইন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেইমতো সারেঙ্গা গ্রামের সবজি বাজারের কাছে সারেঙ্গা মিশন হাইস্কুলে কোয়ারান্টাইন সেন্টার খোলার পরিকল্পনা নেওয়া হয় । প্রস্তুতিও শুরু হয়ে যায় । গতরাতে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে এখানে বেশকিছু শয্যাও পাঠানো হয়। কিন্তু বেঁকে বসে স্থানীয় মানুষজন। স্থানীয়দের দাবি, কোনওমতেই এই বাজার সংলগ্ন লোকালয়ে কোয়ারান্টাইন সেন্টার খুলতে দেবেন না তাঁরা । আজ সকালে কয়েকশো গ্রামবাসী এই কেন্দ্রটির সামনে এসে বিক্ষোভ দেখান । তড়িঘড়ি যেন এখান থেকে সবকিছু সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হন তাঁরা ।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা অনুরূপা রায় বলেন, "ব্লক প্রশাসন এই কেন্দ্রটি গড়ার আগে স্থানীয় মানুষের সঙ্গে কোনওরকম আলোচনা করেননি। একটি জনবহুল এলাকা এবং বাজারের মাঝখানে কীভাবে এই কেন্দ্র গড়ার কথা ভাবেন ব্লক আধিকারিক ? বিষয়টি নিয়ে ইতিপূর্বে থানায় দরবার করা হলেও থানা পরিষ্কার জানিয়ে দেয় বিষয়টি প্রশাসন দেখছে, তাদের কিছু করণীয় নেই। পরবর্তীকালে ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।"

যদিও বিক্ষুব্ধ স্থানীয়রা জানাচ্ছে, মানুষের দাবিকে অগ্রাহ্য করা হলে এই কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেওয়া হবে । এবিষয়ে, সারেঙ্গা ব্লক প্রশাসনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও মন্তব্য করতে চাননি তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.