দিল্লি, 15 জুলাই : সৌমিত্র খাঁর দাখিল করা পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট । বিষ্ণুপুরের BJP সাংসদ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা রাজ্য পুলিশের হাত থেকে CBI বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার হাতে ন্যস্ত করার জন্য শীর্ষ আদালতে আবেদন করেন ।
আজ মামলা শুনানির শুরুতেই সৌমিত্র খাঁ-র দায়ের করা আবেদন খারিজ করে শীর্ষ আদালত । পিটিশনে সাংসদ সৌমিত্র জানিয়েছিলেন,তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাজনৈতিক প্রভাব খাটানো হতে পারে । তাই এই মামলা CBI বা অন্য কোনও গোয়েন্দা সংস্থার হাতে ন্যস্ত করা হোক ।
আরও পড়ুন : 2021-এ তৃণমূল 60টি আসনও পাবে না : সৌমিত্র
চলতি বছরের জানুয়ারিতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন সৌমিত্র খাঁ । তাঁর বিরুদ্ধে বালি চুরি, অস্ত্র-আইনসহ একাধিক মামলা দায়ের হয় । হাইকোর্টে এই মামলার শুনানি চলে । সৌমিত্র খাঁকে বাঁকুড়া জেলায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট । এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গত 23 মার্চ পিটিশন দায়ের করেন সৌমিত্র খাঁ ।