ETV Bharat / state

মামলার তদন্তভার CBI-কে দেওয়া হোক : সৌমিত্রর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

BJP সাংসদ সৌমিত্র খাঁর দাখিল করা পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট । তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা রাজ্য পুলিশের হাত থেকে CBI বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার হাতে ন্যস্ত করার জন্য শীর্ষ আদালতে আবেদন করেন সাংসদ ।

সৌমিত্র খাঁ- ফাইল ছবি
author img

By

Published : Jul 15, 2019, 12:24 PM IST

Updated : Jul 15, 2019, 3:08 PM IST

দিল্লি, 15 জুলাই : সৌমিত্র খাঁর দাখিল করা পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট । বিষ্ণুপুরের BJP সাংসদ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা রাজ্য পুলিশের হাত থেকে CBI বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার হাতে ন্যস্ত করার জন্য শীর্ষ আদালতে আবেদন করেন ।

আজ মামলা শুনানির শুরুতেই সৌমিত্র খাঁ-র দায়ের করা আবেদন খারিজ করে শীর্ষ আদালত । পিটিশনে সাংসদ সৌমিত্র জানিয়েছিলেন,তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাজনৈতিক প্রভাব খাটানো হতে পারে । তাই এই মামলা CBI বা অন্য কোনও গোয়েন্দা সংস্থার হাতে ন্যস্ত করা হোক ।

আরও পড়ুন : 2021-এ তৃণমূল 60টি আসনও পাবে না : সৌমিত্র

চলতি বছরের জানুয়ারিতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন সৌমিত্র খাঁ । তাঁর বিরুদ্ধে বালি চুরি, অস্ত্র-আইনসহ একাধিক মামলা দায়ের হয় । হাইকোর্টে এই মামলার শুনানি চলে । সৌমিত্র খাঁকে বাঁকুড়া জেলায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট । এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গত 23 মার্চ পিটিশন দায়ের করেন সৌমিত্র খাঁ ।

দিল্লি, 15 জুলাই : সৌমিত্র খাঁর দাখিল করা পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট । বিষ্ণুপুরের BJP সাংসদ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা রাজ্য পুলিশের হাত থেকে CBI বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার হাতে ন্যস্ত করার জন্য শীর্ষ আদালতে আবেদন করেন ।

আজ মামলা শুনানির শুরুতেই সৌমিত্র খাঁ-র দায়ের করা আবেদন খারিজ করে শীর্ষ আদালত । পিটিশনে সাংসদ সৌমিত্র জানিয়েছিলেন,তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাজনৈতিক প্রভাব খাটানো হতে পারে । তাই এই মামলা CBI বা অন্য কোনও গোয়েন্দা সংস্থার হাতে ন্যস্ত করা হোক ।

আরও পড়ুন : 2021-এ তৃণমূল 60টি আসনও পাবে না : সৌমিত্র

চলতি বছরের জানুয়ারিতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন সৌমিত্র খাঁ । তাঁর বিরুদ্ধে বালি চুরি, অস্ত্র-আইনসহ একাধিক মামলা দায়ের হয় । হাইকোর্টে এই মামলার শুনানি চলে । সৌমিত্র খাঁকে বাঁকুড়া জেলায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট । এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গত 23 মার্চ পিটিশন দায়ের করেন সৌমিত্র খাঁ ।


Varanasi (UP), July 06 (ANI): A day after Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget, Prime Minister Narendra Modi called those criticizing his government's vision of a 5 trillion dollar economy 'professional pessimists'. "There are certain people who are saying why government has set such a target (5 trillion dollar economy), what is the need, why all of this is being done. These people can be called as professional pessimists," said PM Modi, while inaugurating a membership drive for the BJP in his constituency Varanasi.
Last Updated : Jul 15, 2019, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.