ETV Bharat / state

বাঁকুড়ায় BJP সাংসদকে ঘিরে বিক্ষোভ বস্তিবাসীদের

author img

By

Published : May 20, 2020, 12:19 AM IST

সাংসদ সুভাষ সরকার এলাকায় গেলেই বিক্ষোভ দেখান বস্তির বাসিন্দারা। সুভাষবাবু বলেন, "রেলের বস্তি উচ্ছেদ পরিকল্পনাকে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে আমি স্থগিত করিয়েছি । সেই কথা জানাতেই আমি এলাকায় গিয়েছিলাম ৷ "

Slum peoples protest around MP in Bankura
বাঁকুড়ায় সাংসদকে ঘিরে বিক্ষোভ বস্তিবাসীদের

বাঁকুড়া, 19 মে : বাঁকুড়ার 18 নম্বর ওয়ার্ডের কব্বরডাঙায় কয়েকদিন ধরে একটি খবর ছড়িয়ে পড়ে ৷ শোনা যায়, রেলের জায়গায় গড়ে ওঠা বস্তিটি উচ্ছেদ করা হবে । এবিষয়ে CPI(M)-এর তরফে সোশাল মিডিয়ায় প্রচারও করা হয় ৷ আর তার জেরেই সাংসদ এলাকায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন সেখানকার বাসিন্দারা ।

খবর পেয়ে গতকাল বিকেলে সাংসদ সুভাষ সরকার এলাকায় যান ৷ সেখানে তাঁকে ঘিরে ধরে বস্তির বাসিন্দারা বিক্ষোভও দেখান । স্থানীয়দের অভিযোগ, এলাকার পাশে থাকলেও দীর্ঘ লকডাউনের জেরে তাঁদের খবর পর্যন্ত নেননি সাংসদ । পাশাপাশি, তাঁরা কোনওমতেই এই বস্তি উচ্ছেদ করতে দেবেন না বলেও জানান । তাঁদের দাবি, বস্তি উচ্ছেদ করতে হলে আগে পুনর্বাসন দিতে হবে ।

এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সুদীপ চক্রবর্তী বলেন, "সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে এই এলাকার মানুষের খোঁজ নেননি সুভাষবাবু । এছাড়াও বর্তমানে লকডাউন পরিস্থিতিতে রেল বস্তি উচ্ছেদ করতে চলেছে ৷ সেই নিয়ে তিনি প্রতিবাদ পর্যন্ত করেননি । উলটে বহিরাগতদের নিয়ে এলাকায় ঢুকেছিলেন । "

এবিষয়ে আজ সুভাষ সরকার বলেন, "রেলের বস্তি উচ্ছেদ পরিকল্পনাকে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে আমি স্থগিত করিয়েছি । সেই কথা জানাতেই আমি এলাকায় গিয়েছিলাম ৷ সেখানে তৃণমূলের বহিরাগত দুষ্কৃতী উস্কানিমূলক কথাবার্তা বলে অশান্তি পাকানোর চেষ্টা করছে । "

তিনি অভিযোগ করেন, "দীর্ঘ 9 বছর ক্ষমতায় থাকার পরও তৃণমূলের তরফে এই বস্তিবাসীদের কোনও জমির পাট্টা দেওয়া হয়নি ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পর্যন্ত দেওয়া হয়নি । নিজেদের দুর্নীতি ঢাকতেই এলাকার মানুষকে নিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে তৃণমূল ।"

রেল সূত্রে খবর, আপাতত বস্তি উচ্ছেদ স্থগিত করা হয়েছে ৷ এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

বাঁকুড়া, 19 মে : বাঁকুড়ার 18 নম্বর ওয়ার্ডের কব্বরডাঙায় কয়েকদিন ধরে একটি খবর ছড়িয়ে পড়ে ৷ শোনা যায়, রেলের জায়গায় গড়ে ওঠা বস্তিটি উচ্ছেদ করা হবে । এবিষয়ে CPI(M)-এর তরফে সোশাল মিডিয়ায় প্রচারও করা হয় ৷ আর তার জেরেই সাংসদ এলাকায় যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন সেখানকার বাসিন্দারা ।

খবর পেয়ে গতকাল বিকেলে সাংসদ সুভাষ সরকার এলাকায় যান ৷ সেখানে তাঁকে ঘিরে ধরে বস্তির বাসিন্দারা বিক্ষোভও দেখান । স্থানীয়দের অভিযোগ, এলাকার পাশে থাকলেও দীর্ঘ লকডাউনের জেরে তাঁদের খবর পর্যন্ত নেননি সাংসদ । পাশাপাশি, তাঁরা কোনওমতেই এই বস্তি উচ্ছেদ করতে দেবেন না বলেও জানান । তাঁদের দাবি, বস্তি উচ্ছেদ করতে হলে আগে পুনর্বাসন দিতে হবে ।

এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সুদীপ চক্রবর্তী বলেন, "সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে এই এলাকার মানুষের খোঁজ নেননি সুভাষবাবু । এছাড়াও বর্তমানে লকডাউন পরিস্থিতিতে রেল বস্তি উচ্ছেদ করতে চলেছে ৷ সেই নিয়ে তিনি প্রতিবাদ পর্যন্ত করেননি । উলটে বহিরাগতদের নিয়ে এলাকায় ঢুকেছিলেন । "

এবিষয়ে আজ সুভাষ সরকার বলেন, "রেলের বস্তি উচ্ছেদ পরিকল্পনাকে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে আমি স্থগিত করিয়েছি । সেই কথা জানাতেই আমি এলাকায় গিয়েছিলাম ৷ সেখানে তৃণমূলের বহিরাগত দুষ্কৃতী উস্কানিমূলক কথাবার্তা বলে অশান্তি পাকানোর চেষ্টা করছে । "

তিনি অভিযোগ করেন, "দীর্ঘ 9 বছর ক্ষমতায় থাকার পরও তৃণমূলের তরফে এই বস্তিবাসীদের কোনও জমির পাট্টা দেওয়া হয়নি ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পর্যন্ত দেওয়া হয়নি । নিজেদের দুর্নীতি ঢাকতেই এলাকার মানুষকে নিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে তৃণমূল ।"

রেল সূত্রে খবর, আপাতত বস্তি উচ্ছেদ স্থগিত করা হয়েছে ৷ এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.