বাঁকুড়া, 26 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Aawas Yojana) প্রকল্পের তালিকা থেকে বাবার নাম বাদ ৷ আর এর প্রতিবাদ করায় ছেলেকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Leader Allegedly Beats Youth for Protest in Bankura) ৷ বাঁকুড়া 1 ব্লকের জগদ্দলা-1 পঞ্চায়েতের ঘটনা ৷ এই ঘটনায় গুরুতর আহত মিলন করেঙ্গা নামে ওই যুবক, বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷
আহত মিলন করেঙ্গার বাবা ষষ্ঠী করেঙ্গা বলেন, ‘‘প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় আমার নাম ছিল ৷ পরে সেই নাম বাদ দেওয়া হয় ৷ এ বিষয়ে আমার ছেলে প্রতিবাদ করায়, রবিবার রাতে স্থানীয় তৃণমূল নেতা সোম চৌধুরী (সোমনাথ চৌধুরী) তাদের দলীয় কার্যালয়ের সামনে ছেলেকে ব্যাপক মারধর করে ৷ বর্তমানে সে কোমরে ও মাথায় গুরুতর আঘাত নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷’’
আহত ওই যুবকের পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাঁরা কোন রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন ৷ তবে, স্থানীয় বিজেপি-র তরফে পালটা দাবি করা হয়েছে করেঙ্গা পরিবার তাদের সমর্থক ৷ আহত মিলন করেঙ্গাকে দেখতে এদিন হাসপাতালে যান স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ৷ তিনি বলেন, ‘‘আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে পেরে উঠতে না পেরে এইসব করছে ৷’’ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদ করায় তাঁদের দলের সঙ্গে যুক্ত মিলন করেঙ্গাকে তৃণমূল অঞ্চল সভাপতি ব্যাপক মারধর করেছেন ৷
আরও পড়ুন: 5 বছর ধরে আবাস যোজনার ঘর পাননি এলাকার মানুষ, ভোট বয়কটের হুঁশিয়ারি স্থানীয়দের
অভিযুক্ত জগদ্দলা অঞ্চল-1 এর তৃণমূল সভাপতি সোমনাথ চৌধুরী অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি পালটা দাবি করেছেন, মদ্যপ অবস্থায় ঐ যুবক ইট-পাটকেল ছুড়ে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে ৷ বিষয়টি তিনি প্রথমে মৌখিকভাবে পুলিশে জানালেও, আজ লিখিত অভিযোগ জানাবেন ৷