দুর্গাপুর, ২ মে : বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে একটি জনসভায় বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । তাঁকে তড়িঘড়ি দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । মন্ত্রী স্বপন দেবনাথ ICU-তে চিকিৎসাধীন ।
আজ সুব্রত মুখোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী । হাসপাতালে মন্ত্রীর বিভিন্ন পরীক্ষা করা হয় । চিকিৎসকরা এখনই মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানাননি ।
খবর পেয়ে পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় হাসপাতালে স্বপনবাবুকে দেখতে যান । তিনি বলেন, মন্ত্রী স্বপন দেবনাথের শারীরিক অবস্থা স্থিতিশীল ।