ETV Bharat / state

"মমতাই সাম্প্রদায়িক, BJP নয়"; তৃণমূল ছেড়ে বললেন সংখ্যালঘুরা - divide

লড়াই করিয়ে মুসলমানদের আরও সংখ্যালঘু করে দিচ্ছে মমতাই । আজ BJP-তে যোগ দিয়ে বললেন তৃণমূলত্যাগী সংখ্যালঘু কর্মীরা ।

সংখ্য়ালঘুরা BJP-তে যোগ দিচ্ছে
author img

By

Published : Jun 30, 2019, 7:04 PM IST

বিষ্ণুপুর, 30 জুন : BJP সাম্প্রদায়িক দল নয় । বরং, মমতা মুসলমানদের মধ্যে লড়াই করিয়ে তাদের আরও সংখ্যালঘু করে দিচ্ছে । আজ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়ার পর বললেন দলত্যাগী সংখ্যালঘু কর্মীরা । অন্যদিকে জয়পুরের 30টি BJP পরিবার তৃণমূলে যোগ দিয়ে জানালেন, ভুল বুঝে BJP করছিলেন তাঁরা । এখন সত্যিটা বুঝতে পেরেছেন । তাই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ।

আজ বিষ্ণুপুরে BJP-র সাংগঠনিক জেলা কার্যালয়ে ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ 115 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । তাঁদের হাতে পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ । BJP-র সংখ্যালঘু সেলের নেতা শেখ গোলাম জারজিস বলেন, "এত দিন তৃণমূল কংগ্রেস ও তাদের নেত্রী BJP-কে সাম্প্রদায়িক বলেছে । আজ মানুষ বুঝতে পেরেছে BJP সাম্প্রদায়িক দল নয় । তাই সবাই BJP-তে যোগ দিচ্ছে ।"

BJP-তে যোগ দেওয়ার পর শেখ রহমত আলি বলেন, "তৃণমূলের কোনও শৃঙ্খলা নেই । একমাত্র নেত্রী মমতা । উনি যা করবেন তাই । আর যারা মারপিট, ঝুট-ঝামেলা করে টাকা দেবে তারাই হবে দলের নেতা, প্রধান । এখন মারধর করে পঞ্চায়েত চলছে । এই দল মানুষের বাগস্বাধীনতা হরণ করেছে । তাই BJP-তে যোগ দিলাম । BJP দলটা ভালো । আদর্শ ভালো । এই যে বলা হচ্ছে BJP সাম্প্রদায়িক দল, আসলে তা নয় । একমাত্র মমতাই সাম্প্রদায়িক । মুসলমানদের সঙ্গে লড়াই করিয়ে আজ মুসলমানদের সংখ্যালঘু করে দিচ্ছে । তাই এই দল ছেড়ে আমি BJP-তে যোগ দিলাম ।"

bjp
জয়পুরে সদ্য় তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের সঙ্গে শ্যামল সাঁতরা

এদিকে, জয়পুরে BJP ছেড়ে তৃণমূলে যোগ দেয় প্রায় 30টি পরিবার । বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা বলেন, "মমতা ব্যানার্জির উন্নয়নে আকৃষ্ট হয়ে প্রায় 30টি পরিবার আজ তৃণমূলে যোগ দিল । তারা বুঝতে পেরেছে BJP সব জায়গায় অশান্তি করছে । "

তৃণমূলে যোগ দেওয়ার পর দলত্যাগী কর্মীরা বলেন, "এতদিন BJP আমাদের ভুল বুঝিয়েছে । যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ করেনি । তাই আমরা ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগ দিয়েছি ।"

অন্যদিকে আজ ইন্দাসের শাশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অশ্বিনপুর ফুটবল মাঠে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 130 জন তৃণমূল কর্মী BJP-তে যোগ দেন ।

বিষ্ণুপুর, 30 জুন : BJP সাম্প্রদায়িক দল নয় । বরং, মমতা মুসলমানদের মধ্যে লড়াই করিয়ে তাদের আরও সংখ্যালঘু করে দিচ্ছে । আজ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়ার পর বললেন দলত্যাগী সংখ্যালঘু কর্মীরা । অন্যদিকে জয়পুরের 30টি BJP পরিবার তৃণমূলে যোগ দিয়ে জানালেন, ভুল বুঝে BJP করছিলেন তাঁরা । এখন সত্যিটা বুঝতে পেরেছেন । তাই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ।

আজ বিষ্ণুপুরে BJP-র সাংগঠনিক জেলা কার্যালয়ে ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ 115 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । তাঁদের হাতে পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ । BJP-র সংখ্যালঘু সেলের নেতা শেখ গোলাম জারজিস বলেন, "এত দিন তৃণমূল কংগ্রেস ও তাদের নেত্রী BJP-কে সাম্প্রদায়িক বলেছে । আজ মানুষ বুঝতে পেরেছে BJP সাম্প্রদায়িক দল নয় । তাই সবাই BJP-তে যোগ দিচ্ছে ।"

BJP-তে যোগ দেওয়ার পর শেখ রহমত আলি বলেন, "তৃণমূলের কোনও শৃঙ্খলা নেই । একমাত্র নেত্রী মমতা । উনি যা করবেন তাই । আর যারা মারপিট, ঝুট-ঝামেলা করে টাকা দেবে তারাই হবে দলের নেতা, প্রধান । এখন মারধর করে পঞ্চায়েত চলছে । এই দল মানুষের বাগস্বাধীনতা হরণ করেছে । তাই BJP-তে যোগ দিলাম । BJP দলটা ভালো । আদর্শ ভালো । এই যে বলা হচ্ছে BJP সাম্প্রদায়িক দল, আসলে তা নয় । একমাত্র মমতাই সাম্প্রদায়িক । মুসলমানদের সঙ্গে লড়াই করিয়ে আজ মুসলমানদের সংখ্যালঘু করে দিচ্ছে । তাই এই দল ছেড়ে আমি BJP-তে যোগ দিলাম ।"

bjp
জয়পুরে সদ্য় তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের সঙ্গে শ্যামল সাঁতরা

এদিকে, জয়পুরে BJP ছেড়ে তৃণমূলে যোগ দেয় প্রায় 30টি পরিবার । বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা বলেন, "মমতা ব্যানার্জির উন্নয়নে আকৃষ্ট হয়ে প্রায় 30টি পরিবার আজ তৃণমূলে যোগ দিল । তারা বুঝতে পেরেছে BJP সব জায়গায় অশান্তি করছে । "

তৃণমূলে যোগ দেওয়ার পর দলত্যাগী কর্মীরা বলেন, "এতদিন BJP আমাদের ভুল বুঝিয়েছে । যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ করেনি । তাই আমরা ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগ দিয়েছি ।"

অন্যদিকে আজ ইন্দাসের শাশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অশ্বিনপুর ফুটবল মাঠে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 130 জন তৃণমূল কর্মী BJP-তে যোগ দেন ।

Intro:শাসক শিবিরে ভাঙ্গন অব্যাহত। লোকসভা ভোটের পর থেকে বাঁকুড়া জেলা জুড়ে একের পর এক জায়গায় ঘাস ফুল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন মানুষ। এই ঘটনায় যথেষ্ট উজ্জীবিত বিজেপি নেতা কর্মীরা।
Body: রবিবার দলের সাংগঠনিক জেলা কার্যালয়ে সোনামুখী ও পাত্রসায়র এলাকার শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন। এদিন এই দুই ব্লক এলাকার দলত্যাগী তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির সংখ্যালঘু সেলের

এদিন বিজেপিতে যোগ দিয়ে শেখ রহমত আলি বলেন, 'শৃঙ্খলাহীন' ও 'করে খাওয়ার দল' তৃণমূল। মারপিট আর খুন খারাপির সঙ্গে যুক্ত লোকেরাই তৃণমূলের নেতা থেকে পদাধিকারী হবেন। বিজেপির নীতি আদর্শ ঐ দলের চেয়ে অনেক ভালো তাই এই দলে যোগ দিলাম।

ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ ১১৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দাবী করে বিজেপি সংখ্যালঘু সেলের নেতা শেখ গোলাম জারজিস বলেন, বিজেপি 'সাম্প্রদায়িক' নয় বুঝতে পেরেই আমাদের সাথে ওরা যোগ দিলেন।

অন্যদিকে, ইন্দাসের শাশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অশ্বিনপুর ফুটবল মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন। এদিন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ এই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।Conclusion:এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মানুষ জানিয়েছেন, ঐ দলে থেকে উন্নয়নের কাজ করা সম্ভব নয়। মানুষের জন্য কাজ করতে হলে তাদের কাছ থেকে টাকা নিতে হবে। যা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.