ETV Bharat / state

ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, শিক্ষককে অর্ধনগ্ন করে মার - indecent behaviour

স্কুলের প্রধান শিক্ষিকা কাজল সাহা বলেন, "এর আগে অভিভাবকরা অভিযোগ জানিয়েছিল । তা ছিল মৌখিক । তাই উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি ।"

শিক্ষককে মার
author img

By

Published : Jul 17, 2019, 8:06 PM IST

Updated : Jul 17, 2019, 8:46 PM IST


ইন্দাস (বাঁকুড়া), 17 জুলাই : ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে অর্ধনগ্ন করে পিটিয়ে পুলিশে তুলে দিল স্থানীয়রা । অভিযুক্তের নাম শেখ ফিরোজ় খান । ঘটনাটি বাঁকুড়ার ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ।

দেখুন ভিডিয়ো

ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ ফিরোজ় খান । অভিযোগ, দীর্ঘ দিন ধরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করতেন ওই শিক্ষক । প্রায় পাঁচ মাস আগে অভিভাবকরা বিষয়টি প্রথম জানতে পারেন । সেই সময়ই প্রধান শিক্ষিকা কাজল সাহাকে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় । কিন্তু এরপরেও ওই শিক্ষকের ব্য়বহারে কোনও পরিবর্তন আসেনি বলে অভিযোগ অভিভাবকদের ।

আজ স্কুলের এক ছাত্রীর অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে । প্রথমে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা । পরে অভিযুক্ত শিক্ষককে অর্ধনগ্ন করে মারধর করা হয় । তুলে দেওয়া হয় পুলিশের হাতে । স্কুলের প্রধান শিক্ষিকা কাজল সাহা বলেন, "এর আগে অভিভাবকরা অভিযোগ জানিয়েছিল । তা ছিল মৌখিক । তাই উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি ।"


ইন্দাস (বাঁকুড়া), 17 জুলাই : ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে অর্ধনগ্ন করে পিটিয়ে পুলিশে তুলে দিল স্থানীয়রা । অভিযুক্তের নাম শেখ ফিরোজ় খান । ঘটনাটি বাঁকুড়ার ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ।

দেখুন ভিডিয়ো

ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ ফিরোজ় খান । অভিযোগ, দীর্ঘ দিন ধরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করতেন ওই শিক্ষক । প্রায় পাঁচ মাস আগে অভিভাবকরা বিষয়টি প্রথম জানতে পারেন । সেই সময়ই প্রধান শিক্ষিকা কাজল সাহাকে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় । কিন্তু এরপরেও ওই শিক্ষকের ব্য়বহারে কোনও পরিবর্তন আসেনি বলে অভিযোগ অভিভাবকদের ।

আজ স্কুলের এক ছাত্রীর অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে । প্রথমে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা । পরে অভিযুক্ত শিক্ষককে অর্ধনগ্ন করে মারধর করা হয় । তুলে দেওয়া হয় পুলিশের হাতে । স্কুলের প্রধান শিক্ষিকা কাজল সাহা বলেন, "এর আগে অভিভাবকরা অভিযোগ জানিয়েছিল । তা ছিল মৌখিক । তাই উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি ।"

Intro:স্কুলে দিনের পর দিন ছাত্রীদের সাথে অশালীন আচরন করার অভিযোগে এক প্রাথমিক শিক্ষক কে মারতে মারতে থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিল এলাকার উত্তেজিত জনতা। Body:আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাসে। অভিভাবকদের অভিযোগ ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ ফিরোজ খান ছয় মাসেরও বেশি সময় ধরে স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন। মাস ছয়েক আগে বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষককে অভিযোগ করলেও পরিস্থিতির বদল ঘটে নি বলে অভিযোগ। আজ ফের স্কুলের বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে ওই শিক্ষক অশালীন আচরণ করেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকার অভিভাবকরা স্কুলে পৌঁছে প্রথমে বিক্ষোভ দেখায়। পরে অভিযুক্ত শিক্ষককে বিবস্ত্র করে মারতে মারতে ইন্দাস থানায় নিয়ে আসে।Conclusion:খবর পেয়ে রাস্তা থেকে ওই শিক্ষককে আটক করে ইন্দাস থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্কুলের অভিভাবকরা।
Last Updated : Jul 17, 2019, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.