ETV Bharat / state

elephant attack : বেলিয়াতোড়ের ধনীপাড়া গ্রামে হাতির হানায় ভাঙল স্কুলের জানালা

বুনো হাতির তাণ্ডবে জেরবার বাঁকুড়ার বেলিয়াতোড় ৷ শুক্রবার ভোর চারটের সময় আচমকা একটি বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে ধনীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দুটি জানালা ভেঙে গুঁড়িয়ে দেয় ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (icds) দুটি গেট ভেঙে ফেলে। এর আগেও গ্রামে হানা দিয়েছে হাতি ৷ বেশ কিছু ঘর এবং দোকান ভাঙচুর করে ক্ষয়ক্ষতিও করেছে বুনোটি ৷

বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে হানা দিয়েছে হাতি
বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে হানা দিয়েছে হাতি
author img

By

Published : Aug 7, 2021, 3:09 PM IST

বেলিয়াতোড়, 7 অগস্ট : বাঁকুড়া জেলার বেলিয়াতোড় রেঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরেই বুনো হাতি দাপিয়ে বেড়াচ্ছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির দল থেকে আলাদা হয়ে গিয়েছে ওই হাতিটি । এর আগেও গ্রামে হানা দিয়েছে হাতি ৷ বেশ কিছু ঘর এবং দোকান ভাঙচুর করে ক্ষয়ক্ষতি করেছে ৷ এছাড়াও একটি সিভিক ভলেন্টিয়ারের উপরে হামলা করেছিল।

এবার ওই হাতিটি হানা দিয়েছে বেলিয়াতোড় ধনীপাড়া গ্রামে ৷ যার জন্য আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় ৷ শুক্রবার ভোর চারটের সময় আচমকা একটি বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে ধনিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দুটি জানালা ভেঙ্গে গুঁড়িয়ে দেয় ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (icds) দুটি গেট ভেঙে ফেলে।

বিদ্যালয়ের দুটি জানালা ভেঙ্গে ফেলে
বিদ্যালয়ের দুটি জানালা ভেঙ্গে ফেলে

গ্রামের মানুষ সকালে দেখে স্কুল ভাঙচুর অবস্থায় পড়ে আছে। স্কুলের প্রধান শিক্ষককে ফোন করে‌ জানানো হয়। প্রধান শিক্ষক এসে ফরেস্ট অফিসে জানান ৷ স্থানীয় থানাতেও ব্যাপারটা জানানো হয়।

আরও পড়ুন : Bankura Potter Work: দুর্গাপুজোয় কাজ না থাকায় হতাশ বাঁকুড়ার মৃৎশিল্পীরা

স্কুলের প্রধান শিক্ষকের দাবি, ফরেস্ট অফিস থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনায় গ্রামের মানুষ এখন আতঙ্কে রয়েছেন। বেশ কিছুদিন ধরে হাতির হামলা গ্রামে হয়ে চলেছে।

গ্রামবাসীদের অভিযোগ, বন দফতরের হাতির হানা আটকাতে কোনও ভূমিকা নিচ্ছে না ৷ বন দফতর থেকে গ্রামে যদি লাইটের পর্যাপ্ত ব্যবস্থা করা হয় তাতে সমগ্র গ্রামবাসীর উপকার হয়। হাতির হানা রুখতে বন দফতরের সজাগ থাকা উচিত ৷ বেলিয়াতোড়ের রেঞ্জ অফিসার জানান, হাতির হানায় যেসব ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়া হবে এবং অতিশীঘ্রই ওই হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হবে।

বেলিয়াতোড়, 7 অগস্ট : বাঁকুড়া জেলার বেলিয়াতোড় রেঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরেই বুনো হাতি দাপিয়ে বেড়াচ্ছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির দল থেকে আলাদা হয়ে গিয়েছে ওই হাতিটি । এর আগেও গ্রামে হানা দিয়েছে হাতি ৷ বেশ কিছু ঘর এবং দোকান ভাঙচুর করে ক্ষয়ক্ষতি করেছে ৷ এছাড়াও একটি সিভিক ভলেন্টিয়ারের উপরে হামলা করেছিল।

এবার ওই হাতিটি হানা দিয়েছে বেলিয়াতোড় ধনীপাড়া গ্রামে ৷ যার জন্য আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় ৷ শুক্রবার ভোর চারটের সময় আচমকা একটি বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে ধনিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দুটি জানালা ভেঙ্গে গুঁড়িয়ে দেয় ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (icds) দুটি গেট ভেঙে ফেলে।

বিদ্যালয়ের দুটি জানালা ভেঙ্গে ফেলে
বিদ্যালয়ের দুটি জানালা ভেঙ্গে ফেলে

গ্রামের মানুষ সকালে দেখে স্কুল ভাঙচুর অবস্থায় পড়ে আছে। স্কুলের প্রধান শিক্ষককে ফোন করে‌ জানানো হয়। প্রধান শিক্ষক এসে ফরেস্ট অফিসে জানান ৷ স্থানীয় থানাতেও ব্যাপারটা জানানো হয়।

আরও পড়ুন : Bankura Potter Work: দুর্গাপুজোয় কাজ না থাকায় হতাশ বাঁকুড়ার মৃৎশিল্পীরা

স্কুলের প্রধান শিক্ষকের দাবি, ফরেস্ট অফিস থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনায় গ্রামের মানুষ এখন আতঙ্কে রয়েছেন। বেশ কিছুদিন ধরে হাতির হামলা গ্রামে হয়ে চলেছে।

গ্রামবাসীদের অভিযোগ, বন দফতরের হাতির হানা আটকাতে কোনও ভূমিকা নিচ্ছে না ৷ বন দফতর থেকে গ্রামে যদি লাইটের পর্যাপ্ত ব্যবস্থা করা হয় তাতে সমগ্র গ্রামবাসীর উপকার হয়। হাতির হানা রুখতে বন দফতরের সজাগ থাকা উচিত ৷ বেলিয়াতোড়ের রেঞ্জ অফিসার জানান, হাতির হানায় যেসব ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়া হবে এবং অতিশীঘ্রই ওই হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.