বাঁকুড়া, 16 ডিসেম্বর: বাঁকুড়া পৌরসভার সামনে বুধবার সিটু এবং এআইটিইউসির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় (CITU Agitation In Bankura)। তারা পৌরসভা কর্মীদের সরকারি নিয়মে ন্যুনতম বেতন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ-সহ বিভিন্ন বিষয়ে বাঁকুড়া পৌরসভার সামনে 5 ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন। এই বিষয়ে বাঁকুড়া জেলা পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেনারেল সেক্রেটারি অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, "যে এই পৌরসভাতে কর্মরত শ্রমিকদের নূন্যতম 16500 টাকা বেতন দিতে হবে, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে ৷ তাদের অভিযোগ যে 2011 সালের পর থেকে কোনও নতুন চাকরি হয়নি ৷"
যদিও এই বিষয়ে নির্দিষ্ট সরকারি নিয়ম আছে। তিনি আরও বলেন, " যে আমরা চাই যে এই সমস্যাগুলির বিষয়ে বাঁকুড়া পৌরসভা শীঘ্রই কোনও সিদ্ধান্ত নিক ৷ বর্ধিত হারে পেনশনের দাবিতে আমরা এসডিও এবং জেলাশাসককে বলেও কোনও লাভ হয়নি । তাই আমরা বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভ দেখাই। " অন্যদিকে এআইটিইউসি বাঁকুড়া জেলা সহ সম্পাদক ভাস্কর সিংহ জানান, যে বিষয়ে আন্দোলন করতে হচ্ছে তা অত্যন্ত লজ্জার ৷ তিনি কটাক্ষ করে বলেন, " যে সরকার নিজের বানানো নিয়ম নিজেই মানছে না এবং জেলাশাসক দফতরে কর্মরত অস্থায়ী কর্মীদেরও পিএফ মিলছে না ৷ যদিও সরকারি নিয়মে এটি তাদের পাওয়ার কথা। "
আরও পড়ুন: রোগে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমির আলু, মাথায় হাত বাঁকুড়ার চাষিদের
অন্যদিকে বাঁকুড়া পৌরসভার প্রশাসক অলকা সেন মজুমদার বলেন, " আমরা এই বিক্ষোভকারীদের কথা শুনেছি। শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলনের অধিকার সকলেরই আছে তাই এই বিষয়ে আমরা যথেষ্ট সহমর্মিতার সঙ্গে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।"