বাকুঁড়া, 18 এপ্রিল : কোরোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলা হচ্ছে । সেকথা মাথায় রেখে পোস্টাল ব্যঙ্কিংয়ের উদ্য়োগ নিল ডাক বিভাগ।
লকডাউনে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফে বিনামূল্যে বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে যে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উপভোক্তাকে । উপভোক্তা চাইলে ব্যাঙ্কের শাখায় না গিয়ে নিজের এলাকার যে কোনও পোস্ট অফিসে গিয়ে টাকা তুলতে পারবেন । এই সুবিধা মিলবে একেবারেই নিখরচায় । অর্থাৎ উপভোক্তা যে কোনও পোস্ট অফিসের কাউন্টারে গিয়ে তাঁর আধার নম্বর বলবেন এবং সেখানে বায়োমেট্রিক ছাপ দিয়ে নিজের প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন ।
তবে এক্ষেত্রে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে । এর পাশাপাশি ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকরা বাড়িতে বসেই নিজের অ্যাকাউন্টের টাকা পেয়ে যাবেন পিওনের মাধ্যমে । এক্ষেত্রে তাঁদের নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা অ্যাক্টিভ করাতে হবে ।