বাঁকুড়া, 27 মার্চ : ব্রিজের দাবিতে ভোট বয়কট করল গ্রাম ৷ বাঁকুড়ার ছাতনা বিধানসভার জামথোল গ্রামের বাসিন্দারা ব্রিজের দাবি তুলে ভোট বয়কট করল শনিবার ৷ এদিন সকালে তাঁরা বিক্ষোভও দেখান ৷
রাজ্যে আজই শুরু হয়েছে প্রথম দফা ভোট ৷ ভোট হচ্ছে বাঁকুড়ার 4টি বিধানসভাতেও ৷ যার অন্যতম ছাতনা বিধানসভা ৷ ছাতনা বিধানসভার ধবন পঞ্চায়েতের জামথোল গ্রামের বাসিন্দারা এদিন ব্রিজের দাবি তুলে ভোট বয়কট করলেন ৷ এইসঙ্গে এলাকায় পানীয় জলের সমস্যাও রয়েছে বলে জানালেন তাঁরা ৷ শনিবার সকাল থেকেই গ্রামবাসীরা রাস্তায় নেমে অবিলম্বে ব্রিজ না হলে ভোট দেবে না প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ৷ স্থানীয়রা জানান, যে রাস্তায় ওই ব্রিজ সেটি পুরুলিয়া-বাঁকুড়া সংযোগকারী অন্যতম রাস্তা ৷ 2018 সাল থেকে দাবি তোলা হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি ৷ প্রতিবাদে জানাতে এবার ভোট বয়করটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ এদিকে জামথোল সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ে ভোটপ্রদান কেন্দ্র তৈরি করা হয়েছিল নিয়ম মতোই । ভোটকর্মীরা প্রস্তুত থাকলেও এখনও অবধি ওই বুথে একটি ভোটও পড়েনি ৷ যদিও 649 জন ভোটার রয়েছেন এই গ্রামে ৷ সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে বললেও কাজ হয়নি ৷
আরও পড়ুন: ভোট দিলেই যাচ্ছে পদ্মে, দক্ষিণ কাঁথির 2 বুথে ইভিএমে কারচুপির অভিযোগ
স্থানীয় বাসিন্দা অতনু মুর্মু বলেন, অনেক দিন ধরে বলছি আমরা ৷ কিন্তু আমাদের কথা শোনেনি ৷ তা হলে ভোট দিয়ে কী করব ! ব্রিজ না হলে আমরা আর ভোট দেব না ৷
আর এক গ্রামবাসী রবীন্দ্রনাথ কিস্কু বলেন, সেই 2018 সাল থেকে জেলা পরিষদ সহ প্রশসনের বিভিন্ন স্তরে চিঠি দিয়েছি ৷ কাজ হয়নি ৷ আমরা ভোট দেব না ৷
ভোট কেন্দ্রের আধিকারিক শচীদুলাল বাগিশ জানান, সকাল থেকে আমরা ভোট করানোর জন্য তৈরি থাকলেও একটি ভোটও পড়েনি ৷