ETV Bharat / state

প্রাতঃভ্রমণের সঙ্গেই ভোট প্রচার সারলেন দিলীপ ঘোষ

একদিকে প্রাতঃভ্রমণ, অন্যদিকে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন ৷ এক ঢিলে দুই পাখি মারলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রাস্তায় হাঁটতে হাঁটতে পথচলতি মানুষের কাছে হাতজোড় করে বিজেপি প্রার্থীর জন্য ভোট চাইলেন তিনি ।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
author img

By

Published : Mar 28, 2021, 3:15 PM IST

বাঁকুড়া, 28 মার্চ: দোলের সকালে মল্লগড়ে প্রাতঃভ্রমণ করতে করতেই বিজেপি সরকার গড়ার ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রবিবাসরীয় দোলের সকালে বিষ্ণুপুর কলেজ রোড একটি হোটেল থেকে হেঁটে দলীয় প্রার্থী তন্ময় ঘোষকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর বাজার ঘুরে মাধবগঞ্জে চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ ।

'চায়ে পে চর্চার' আসরে দিলীপ ঘোষ

একদিকে প্রাতঃভ্রমণ, অন্যদিকে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন ৷ এক ঢিলে দুই পাখি মারলেন রাজ্য বিজেপি সভাপতি। রাস্তায় হাঁটতে হাঁটতে পথচলতি মানুষের কাছে হাতজোড় করে বিজেপি প্রার্থীর জন্য ভোট চাইলেন তিনি । বিষ্ণুপুর মাধবগঞ্জে মদন গোপাল জিউ মন্দিরে প্রণাম করে তিনি যোগ দেন চায়ে পে চর্চার আসরে । সেখানে যোগ দিয়ে দলীয় কর্মীদের হাতে দোল উৎসবে আবির মাখলেন তিনি ।

আরও পড়ুন : মোবাইল নিয়ে বুথে প্রবেশ, ব্যাপক মারধর যুবককে, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী

এদিনের চায়ে পে চর্চার আসর থেকেই মাইক্রফোন হাতে নিয়ে তিনি বলেন, "দিদিকে ভোট দিয়ে পরিবর্তন এনেছিলেন, কিন্তু কি পেলেন । আমরা ক্ষমতায় এলে সব ধরনের সুযোগ সুবিধা মানুষের হাতে তুলে দেব ।" এদিনের সভা থেকে তিনি প্রথম দফা নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘‘কোথাও আর ঘাসফুল খুঁজে পাবেন না ৷ সব জায়গায় পদ্মফুল ফুটবে ।’’

বাঁকুড়া, 28 মার্চ: দোলের সকালে মল্লগড়ে প্রাতঃভ্রমণ করতে করতেই বিজেপি সরকার গড়ার ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রবিবাসরীয় দোলের সকালে বিষ্ণুপুর কলেজ রোড একটি হোটেল থেকে হেঁটে দলীয় প্রার্থী তন্ময় ঘোষকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর বাজার ঘুরে মাধবগঞ্জে চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ ।

'চায়ে পে চর্চার' আসরে দিলীপ ঘোষ

একদিকে প্রাতঃভ্রমণ, অন্যদিকে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন ৷ এক ঢিলে দুই পাখি মারলেন রাজ্য বিজেপি সভাপতি। রাস্তায় হাঁটতে হাঁটতে পথচলতি মানুষের কাছে হাতজোড় করে বিজেপি প্রার্থীর জন্য ভোট চাইলেন তিনি । বিষ্ণুপুর মাধবগঞ্জে মদন গোপাল জিউ মন্দিরে প্রণাম করে তিনি যোগ দেন চায়ে পে চর্চার আসরে । সেখানে যোগ দিয়ে দলীয় কর্মীদের হাতে দোল উৎসবে আবির মাখলেন তিনি ।

আরও পড়ুন : মোবাইল নিয়ে বুথে প্রবেশ, ব্যাপক মারধর যুবককে, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী

এদিনের চায়ে পে চর্চার আসর থেকেই মাইক্রফোন হাতে নিয়ে তিনি বলেন, "দিদিকে ভোট দিয়ে পরিবর্তন এনেছিলেন, কিন্তু কি পেলেন । আমরা ক্ষমতায় এলে সব ধরনের সুযোগ সুবিধা মানুষের হাতে তুলে দেব ।" এদিনের সভা থেকে তিনি প্রথম দফা নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘‘কোথাও আর ঘাসফুল খুঁজে পাবেন না ৷ সব জায়গায় পদ্মফুল ফুটবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.