ETV Bharat / state

আবির খেলে প্রচার শুরু তৃণমূল প্রার্থী অর্চিতা বিদের - দোল উৎসব

এদিন সাতসকালেই প্রচারে বেরিয়ে পড়েন অর্চিতা বিদ ৷ প্রথমে গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপুর শহরের মল্ল কুলদেবতা মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি ৷ এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তিনি ৷

অর্চিতা বিদ
অর্চিতা বিদ
author img

By

Published : Mar 28, 2021, 4:01 PM IST

বিষ্ণুপুর, 28 মার্চ : আবির খেলায় মাতলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ । গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ তাঁরা সবুজ আবিরে ভরিয়ে দেন অর্চিতাকে ৷

এদিন সাতসকালেই প্রচারে বেরিয়ে পড়েন অর্চিতা বিদ ৷ প্রথমে গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপুর শহরের মল্ল কুলদেবতা মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি ৷ এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তিনি ৷ দলের নেতা-কর্মীরা ছাড়াও এদিন মদনমোহনের মন্দিরে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ । তাঁদের সঙ্গেও সবুজ আবির উড়িয়ে রঙ খেলেন তিনি । তোলেন সেলফিও ৷

আবির খেলায় মাতলেন অর্চিতা বিদ

আরও পড়ুন : মোবাইল নিয়ে বুথে প্রবেশ, ব্যাপক মারধর যুবককে, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী

আবির খেলা শেষে প্রার্থী অর্চিতা বিদ বলেন, "নির্বাচনের আগে এই হোলি উৎসব জনসংযোগের অন্যতম বড় মাধ্যম। দিনভর তাই রঙ খেলার একাধিক কর্মসূচি রয়েছে ।"

বিষ্ণুপুর, 28 মার্চ : আবির খেলায় মাতলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ । গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ তাঁরা সবুজ আবিরে ভরিয়ে দেন অর্চিতাকে ৷

এদিন সাতসকালেই প্রচারে বেরিয়ে পড়েন অর্চিতা বিদ ৷ প্রথমে গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপুর শহরের মল্ল কুলদেবতা মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি ৷ এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন তিনি ৷ দলের নেতা-কর্মীরা ছাড়াও এদিন মদনমোহনের মন্দিরে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ । তাঁদের সঙ্গেও সবুজ আবির উড়িয়ে রঙ খেলেন তিনি । তোলেন সেলফিও ৷

আবির খেলায় মাতলেন অর্চিতা বিদ

আরও পড়ুন : মোবাইল নিয়ে বুথে প্রবেশ, ব্যাপক মারধর যুবককে, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী

আবির খেলা শেষে প্রার্থী অর্চিতা বিদ বলেন, "নির্বাচনের আগে এই হোলি উৎসব জনসংযোগের অন্যতম বড় মাধ্যম। দিনভর তাই রঙ খেলার একাধিক কর্মসূচি রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.