বাঁকুড়া, 4 এপ্রিল : প্রধানমন্ত্রীর ভিডিয়ো বার্তাকে সমর্থন জানানোর আর্জি জানালেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার । নরেন্দ্র মোদির ভিডিয়ো বার্তাকে সমর্থন জানিয়ে সাধারণ মানুষকে রবিবারের কর্মসূচি পালন করার অনুরোধ করেন তিনি ।
কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী প্রচার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তা দেন । সেখানে তিনি বলেন, 5 এপ্রিল (রবিবার) দেশের প্রতিটি নাগরিক রাত 9 টায় 9 মিনিটের জন্য বৈদ্যুতিন আলো নিভিয়ে বাড়ির ব্যালকনি অথবা দরজায় দাঁড়িয়ে মোমবাতি অথবা যে কোনও রকম আলো জ্বালাবেন। প্রধানমন্ত্রীর এই বার্তা ঘিরে শুরু হয় ব্যঙ্গ ।
এপ্রসঙ্গে বাঁকুড়ার সাংসদ বলেন, " আসলে প্রধানমন্ত্রী এটাই আমাদের বোঝাতে চেয়েছেন যে গৃহবন্দী থেকে আমাদের মনে হচ্ছে আমরা একা একা লড়াই করছি, তবে বিষয়টা তেমন নয় । আমরা 130 কোটি লোক একসঙ্গে লড়াই করছি । সেটা পরখ করতে প্রধানমন্ত্রী এই বার্তা দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন । দেশের 20 হাজার ট্রেনের কোচে , 3 লাখ 20 হাজার শয্যা বানিয়েছেন কোরোনা আক্রান্তদের জন্য।"
তাঁর আবেদন, বিরোধীরা যেন এই পরিস্থিতিতে কোনও রাজনীতি না করেন। কারণ, এখন গোটা দেশ একসঙ্গে লড়াই করছে কোরোনার বিরুদ্ধে ।