ETV Bharat / state

শাশুড়ির সঙ্গে দিদির ঝগড়া থামাতে গিয়ে শ্বশুরের হাতে খুন যুবক - MALDA YOUTH MURDER

অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ি পালিয়ে যায় ৷ কিন্তু পরে শ্বশুর কৈলাশকে গ্রেফতার করে ৷ সেই ছেলের বউয়ের ভাইকে ব্যাট দিয়ে বুকে জোরে আঘাত করে ৷

MALDA YOUTH MURDER
ফাইল ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 10:06 PM IST

মালদা, 2 নভেম্বর: ঝগড়া চলছিল দিদি আর তাঁর শাশুড়ির মধ্যে ৷ সেই ঝগড়া থামাতে গিয়ে দিদির শ্বশুরের হাতে খুন হল এক যুবককে ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সেতুমোড় সংলগ্ন এলাকায় ৷ ঘটনার পর এলাকা ছেড়ে শ্বশুর ও শাশুড়ি পালিয়ে গেলেও পরে পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে ৷

ময়নাতদন্তের জন্য রবিবার যুবকের দেহ মালদা মেডিক্যালে পাঠাবে পুলিশ ৷ একইসঙ্গে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে জেলা আদালতে পেশ করা হবে বলেও জানা গিয়েছে ৷ নিহত যুবকের নাম রবি মণ্ডল ৷ বয়স 23 বছর ৷ পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি ৷ বাড়ি ইংরেজবাজার পুরসভার তেলিপুকুর এলাকায় ৷ বছর দুয়েক আগে বৈষ্ণবনগর থানার নাজিপুর গ্রামের যুবতী পিংকি মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ পিংকি বর্তমানে সন্তানসম্ভবা ৷ দু'দিন দিদি-জামাইবাবুর সঙ্গে থাকতে এবং স্ত্রীকে মৌলপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসককে দেখাতে বৃহস্পতিবার দিদির শ্বশুরবাড়িতে যান রবি ৷

দিদি প্রীতির বিয়ে হয়েছে সেতুমোড় সংলগ্ন এলাকার যুবক রকি স্বর্ণকারের সঙ্গে ৷ ফলে সেখান থেকে স্ত্রীর চিকিৎসার সুবিধের কথা ভেবে তিনি দিদির বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ এদিন সকালে কোনও কারণে শাশুড়ির সঙ্গে প্রীতির ঝগড়া শুরু হয় ৷ রবি সেই ঝগড়া থামানোর চেষ্টা করছিলেন ৷ সেই সময় রকির সৎ বাবা কৈলাশ দাস ঘর থেকে ক্রিকেট ব্যাট বের করে রবির বুকে দু'বার আঘাত করেন ৷ মাটিতে লুটিয়ে পড়েন রবি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

তবে কোনও লাভ হয়নি ৷ চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ এলাকার লোকজন সেখান থেকে রবির দেহ ফের প্রীতির বাড়িতে ফিরিয়ে নিয়ে যান ৷ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সেখানে হাজির হয় মালদা থানার পুলিশ ৷ রবির দেহ পুলিশ নিজেদের হেফাজতে নেয় ৷

  • স্থানীয় বাসিন্দা সবিতা চৌধুরী বলেন, "বুকে আঘাত পেয়ে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়েছিল ৷ আমরাই ওর প্রাথমিক চিকিৎসা শুরু করি ৷ তারপরেই তাঁর স্ত্রী ছেলেটিকে হাসপাতাল নিয়ে চলে যায় ৷ বাড়িতে ছেলে ও বউয়ের ঝগড়া চলছিল ৷ সেই সময় শ্বশুর এসে ব্যাট দিয়ে বুকে আঘাত করে ছেলেটিকেই মেরে ফেলেছে ৷ ওরা বৃহস্পতিবার দিদির বাড়িতে ঘুরতে এসেছিল ৷ অভিযুক্ত শ্বশুর আর শাশুড়ি পুলিশ আসার আগেই পালিয়ে গিয়েছে ৷"
  • রবির স্ত্রী পিংকি জানান, দিদির বাড়িতে ঘুরতে আসেন তাঁরা ৷ আজ সকালে দিদির সঙ্গে ওর বোন আর শাশুড়ির ঝগড়া হচ্ছিল ৷ ও ঝগড়া থামাতে গিয়েছিল ৷ সেই সময় দিদির শ্বশুর ব্যাট দিয়ে ওর বুকে দু'বার মারে ৷ আমার স্বামী আর নেই ৷ মালদা থানায় অভিযোগ দায়ের করেছি ৷ অভিযুক্তের শাস্তি চাই ৷
  • অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সম্ভব জৈন জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত কৈলাশ দাসকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আগামিকাল তাকে আদালতে পেশ করা হবে ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহটিও আগামিকাল মালদা মেডিক্যালে পাঠানো হবে ৷"

মালদা, 2 নভেম্বর: ঝগড়া চলছিল দিদি আর তাঁর শাশুড়ির মধ্যে ৷ সেই ঝগড়া থামাতে গিয়ে দিদির শ্বশুরের হাতে খুন হল এক যুবককে ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সেতুমোড় সংলগ্ন এলাকায় ৷ ঘটনার পর এলাকা ছেড়ে শ্বশুর ও শাশুড়ি পালিয়ে গেলেও পরে পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে ৷

ময়নাতদন্তের জন্য রবিবার যুবকের দেহ মালদা মেডিক্যালে পাঠাবে পুলিশ ৷ একইসঙ্গে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে জেলা আদালতে পেশ করা হবে বলেও জানা গিয়েছে ৷ নিহত যুবকের নাম রবি মণ্ডল ৷ বয়স 23 বছর ৷ পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি ৷ বাড়ি ইংরেজবাজার পুরসভার তেলিপুকুর এলাকায় ৷ বছর দুয়েক আগে বৈষ্ণবনগর থানার নাজিপুর গ্রামের যুবতী পিংকি মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ পিংকি বর্তমানে সন্তানসম্ভবা ৷ দু'দিন দিদি-জামাইবাবুর সঙ্গে থাকতে এবং স্ত্রীকে মৌলপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসককে দেখাতে বৃহস্পতিবার দিদির শ্বশুরবাড়িতে যান রবি ৷

দিদি প্রীতির বিয়ে হয়েছে সেতুমোড় সংলগ্ন এলাকার যুবক রকি স্বর্ণকারের সঙ্গে ৷ ফলে সেখান থেকে স্ত্রীর চিকিৎসার সুবিধের কথা ভেবে তিনি দিদির বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ এদিন সকালে কোনও কারণে শাশুড়ির সঙ্গে প্রীতির ঝগড়া শুরু হয় ৷ রবি সেই ঝগড়া থামানোর চেষ্টা করছিলেন ৷ সেই সময় রকির সৎ বাবা কৈলাশ দাস ঘর থেকে ক্রিকেট ব্যাট বের করে রবির বুকে দু'বার আঘাত করেন ৷ মাটিতে লুটিয়ে পড়েন রবি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

তবে কোনও লাভ হয়নি ৷ চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ এলাকার লোকজন সেখান থেকে রবির দেহ ফের প্রীতির বাড়িতে ফিরিয়ে নিয়ে যান ৷ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সেখানে হাজির হয় মালদা থানার পুলিশ ৷ রবির দেহ পুলিশ নিজেদের হেফাজতে নেয় ৷

  • স্থানীয় বাসিন্দা সবিতা চৌধুরী বলেন, "বুকে আঘাত পেয়ে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়েছিল ৷ আমরাই ওর প্রাথমিক চিকিৎসা শুরু করি ৷ তারপরেই তাঁর স্ত্রী ছেলেটিকে হাসপাতাল নিয়ে চলে যায় ৷ বাড়িতে ছেলে ও বউয়ের ঝগড়া চলছিল ৷ সেই সময় শ্বশুর এসে ব্যাট দিয়ে বুকে আঘাত করে ছেলেটিকেই মেরে ফেলেছে ৷ ওরা বৃহস্পতিবার দিদির বাড়িতে ঘুরতে এসেছিল ৷ অভিযুক্ত শ্বশুর আর শাশুড়ি পুলিশ আসার আগেই পালিয়ে গিয়েছে ৷"
  • রবির স্ত্রী পিংকি জানান, দিদির বাড়িতে ঘুরতে আসেন তাঁরা ৷ আজ সকালে দিদির সঙ্গে ওর বোন আর শাশুড়ির ঝগড়া হচ্ছিল ৷ ও ঝগড়া থামাতে গিয়েছিল ৷ সেই সময় দিদির শ্বশুর ব্যাট দিয়ে ওর বুকে দু'বার মারে ৷ আমার স্বামী আর নেই ৷ মালদা থানায় অভিযোগ দায়ের করেছি ৷ অভিযুক্তের শাস্তি চাই ৷
  • অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সম্ভব জৈন জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত কৈলাশ দাসকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আগামিকাল তাকে আদালতে পেশ করা হবে ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহটিও আগামিকাল মালদা মেডিক্যালে পাঠানো হবে ৷"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.