ETV Bharat / state

Madhyamik Result 2022 : মাঠের কাজের ফাঁকে পড়াশোনা করে বাজিমাৎ বাঁকুড়ার ছেলের

দারিদ্রকে সঙ্গী করেই মাধ্যমিকে সাফল্য পেল বাঁকুড়ার পুনিশোল গ্রামের ছাত্র (Madhyamik Result 2022) ৷ নাম আলতামাস আজিজ খান ৷ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 661 ৷ বাবা পেশায় দিনমজুর ৷ স্কুল ও পড়াশোনার পাশাপাশি মাঠে চাষের কাজেও যেতে হয়েছে আলতামাসকে ৷ তারপরেও এই সাফল্য ৷ কেমন ছিল সেই দিনগুলি ?

Bankura News
বাঁকুড়ার কৃতী ছাত্র
author img

By

Published : Jun 6, 2022, 2:21 PM IST

বাঁকুড়া, 6 জুন : বাঁকুড়ার সংখ্যালঘু একটি গ্রাম পুনিশোল ৷ একটা সময় এই গ্রামে ছেলেমেয়েরা পড়াশুনোর নাম শুনলে পিছপা হত । এক দশক আগেও এই গ্রামে চোর ছ্যাঁচড়ের ভয়ে কেউ পা দিতেন না ৷ সংখ্যালঘু প্রধান এই গ্রামটি একটা সময় ‘মিনি চম্বল’ হিসেবে পরিচিত ছিল । সেই গ্রামই এবার খবরে উঠে এল কৃতী ছাত্রের হাত ধরে ৷ যা কেউ ভাবতে পারেননি এতদিন ৷

পুনিশোল গ্রামের এক হতদরিদ্র পরিবারের ছেলে আলতামাস আজিজ খান ৷ এবার মাধ্যমিকে 661 নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ৷ মোট 94.42 শতাংশ নম্বর, যা এই গ্রামের বাসিন্দাদের কাছে অকল্পনীয় ছিল ৷ আলতামাসের এই সাফল্যে খুশি পুরো গ্রাম ৷ এই কৃতীর বাবা আব্দুল আজিজ খান পেশায় একজন দিনমজুর ৷ তিন ছেলে এবং এক মেয়ে নিয়ে অভাব অনটনের সংসার ৷ তার মধ্যেই মেয়ের বিয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন : Bratya Basu Ranks 8th in Madhyamik : 'ব্রাত্য বসু' মাধ্যমিকে অষ্টম ! কী করে হল এমনটা ? জানুন...

সংসারের হাল ধরতে অনেক ক্ষেত্রে আলতামাসকেও মাটি কাটতে কোদাল হাতে বেরিয়ে যেতে হয়েছে । কাজ করার পাশাপাশি নিয়মিত দুই থেকে তিন ঘণ্টা পড়াশুনো করত সে । বেশি সময় ধরে পড়াশুনোর ইচ্ছে থাকলেও উপায় ছিল না তার, কারণ সংসারের অনটন দূর করতে তাকেও বেরিয়ে যেতে হতো কাজ করতে ।

আলতামাসের বাবা বলেন, "অভাবের তাড়নায় ছেলেকে ঠিকমত টিউশন দিতে পারিনি ৷ তা সত্ত্বেও ছেলের এই সাফল্যে বেজায় খুশি । কিন্তু এরপর ছেলের খরচ কীভাবে চালাব ? আমার যা মজুরি তাতে তো সংসার চালাতেই হিমসিম খেতে হয় ৷"

দারিদ্র্যকে সঙ্গী করে মাধ্যমিকে দুর্দান্ত সাফল্য বাঁকুড়ার আলতামাসের
আরও পড়ুন : Dev Wishes Raunak : মেধাতালিকায় এলাকার ছেলে, রৌনককে ভিডিয়ো কল উচ্ছ্বসিত দেবের

ভবিষ্যতে আলতামাসের ডাক্তার হওয়ার ইচ্ছে ৷ তবে তাতে অর্থ বাধা হয়ে দাঁড়ালে ? তবে আর কী, যদি কেউ সাহায্য করে তবে ভাল নইলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ৷ সটান উত্তর আলতামাসের ৷ তার কথায়, গ্রামের বহু মানুষ চিকিৎসার অভাবে কষ্ট করে বেঁচে আছেন ৷ তাঁদের কাছে চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পৌঁছে দেবার জন্য ডাক্তার হওয়ার ইচ্ছে ৷ গ্রামের ছেলের স্বপ্ন সফল করতে তাই কোনও সহৃদয় ব্যক্তি এগিয়ে আসুক এটাই প্রার্থনা আলতামাসের পরিবার ও গ্রামবাসীদের ৷

আরও পড়ুন : Kiran Dutta : মাধ্যমিকে আউটস্ট্যান্ডিং রেজাল্ট বং গাইয়ের, মার্কশিট পোস্ট করে দিলেন বার্তা

বাঁকুড়া, 6 জুন : বাঁকুড়ার সংখ্যালঘু একটি গ্রাম পুনিশোল ৷ একটা সময় এই গ্রামে ছেলেমেয়েরা পড়াশুনোর নাম শুনলে পিছপা হত । এক দশক আগেও এই গ্রামে চোর ছ্যাঁচড়ের ভয়ে কেউ পা দিতেন না ৷ সংখ্যালঘু প্রধান এই গ্রামটি একটা সময় ‘মিনি চম্বল’ হিসেবে পরিচিত ছিল । সেই গ্রামই এবার খবরে উঠে এল কৃতী ছাত্রের হাত ধরে ৷ যা কেউ ভাবতে পারেননি এতদিন ৷

পুনিশোল গ্রামের এক হতদরিদ্র পরিবারের ছেলে আলতামাস আজিজ খান ৷ এবার মাধ্যমিকে 661 নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ৷ মোট 94.42 শতাংশ নম্বর, যা এই গ্রামের বাসিন্দাদের কাছে অকল্পনীয় ছিল ৷ আলতামাসের এই সাফল্যে খুশি পুরো গ্রাম ৷ এই কৃতীর বাবা আব্দুল আজিজ খান পেশায় একজন দিনমজুর ৷ তিন ছেলে এবং এক মেয়ে নিয়ে অভাব অনটনের সংসার ৷ তার মধ্যেই মেয়ের বিয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন : Bratya Basu Ranks 8th in Madhyamik : 'ব্রাত্য বসু' মাধ্যমিকে অষ্টম ! কী করে হল এমনটা ? জানুন...

সংসারের হাল ধরতে অনেক ক্ষেত্রে আলতামাসকেও মাটি কাটতে কোদাল হাতে বেরিয়ে যেতে হয়েছে । কাজ করার পাশাপাশি নিয়মিত দুই থেকে তিন ঘণ্টা পড়াশুনো করত সে । বেশি সময় ধরে পড়াশুনোর ইচ্ছে থাকলেও উপায় ছিল না তার, কারণ সংসারের অনটন দূর করতে তাকেও বেরিয়ে যেতে হতো কাজ করতে ।

আলতামাসের বাবা বলেন, "অভাবের তাড়নায় ছেলেকে ঠিকমত টিউশন দিতে পারিনি ৷ তা সত্ত্বেও ছেলের এই সাফল্যে বেজায় খুশি । কিন্তু এরপর ছেলের খরচ কীভাবে চালাব ? আমার যা মজুরি তাতে তো সংসার চালাতেই হিমসিম খেতে হয় ৷"

দারিদ্র্যকে সঙ্গী করে মাধ্যমিকে দুর্দান্ত সাফল্য বাঁকুড়ার আলতামাসের
আরও পড়ুন : Dev Wishes Raunak : মেধাতালিকায় এলাকার ছেলে, রৌনককে ভিডিয়ো কল উচ্ছ্বসিত দেবের

ভবিষ্যতে আলতামাসের ডাক্তার হওয়ার ইচ্ছে ৷ তবে তাতে অর্থ বাধা হয়ে দাঁড়ালে ? তবে আর কী, যদি কেউ সাহায্য করে তবে ভাল নইলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ৷ সটান উত্তর আলতামাসের ৷ তার কথায়, গ্রামের বহু মানুষ চিকিৎসার অভাবে কষ্ট করে বেঁচে আছেন ৷ তাঁদের কাছে চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পৌঁছে দেবার জন্য ডাক্তার হওয়ার ইচ্ছে ৷ গ্রামের ছেলের স্বপ্ন সফল করতে তাই কোনও সহৃদয় ব্যক্তি এগিয়ে আসুক এটাই প্রার্থনা আলতামাসের পরিবার ও গ্রামবাসীদের ৷

আরও পড়ুন : Kiran Dutta : মাধ্যমিকে আউটস্ট্যান্ডিং রেজাল্ট বং গাইয়ের, মার্কশিট পোস্ট করে দিলেন বার্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.