বাঁকুড়া, 1 মার্চ: বালিবোঝাই ট্রাক্টরে পিষ্ট হয়ে মৃত্যু বাঁকুড়ার জয়পুরে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় জয়পুর থানার রুইশহর এলাকায়। গতকাল একটি বালিবোঝাই ট্রাক্টরে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় অঙ্কিতা কুম্ভকার (৪) নামের এক নাবালিকার। কিছুদিন আগেই বাঁকুড়ার জয়পুরেই বালিবোঝাই লরির ধাক্কায় মৃত্য়ু হয়েছিল এক যুবকের৷
প্রত্য়ক্ষদর্শীরা জানান, আজ সকালে ওই নাবালিকা বিবরদা থেকে তার মা ও দিদার সঙ্গে জয়পুরের রুইশহরে পিসির বাড়ি আসে। দুর্ঘটনাস্থানে রাস্তায় পাশে খেলছিল সে৷ আচমকা ঘাতক ট্রাক্টরটি নাবালিকাকে ধাক্কা মারে৷ এরপর চাকায় পিষ্ট হয়ে তার মৃ্ত্য়ু হয়৷ পরে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে উল্টে যায়।
ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। জয়পুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়৷ পুলিশকে মৃতদেহ উদ্ধারে বাধা দেয় তারা। শেষে পুলিশ-গ্রামবাসীদের মধ্য়ে আলোচনার পর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
গত 22 ফেব্রুয়ারি জয়পুর থানার জুজুর গ্রামে বালিবোঝাই একটি লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘিরেও তীব্র অশান্তি ছড়িয়েছিল এলাকায় ৷ ঘটনার জেরে দুটি লরিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । আজ ফের একইরকম ঘটনা ঘটায় প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা।