ETV Bharat / state

খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত ৩ নাবালিকা - play

খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল ৩ নাবালিকার। আহত দু'জন।

মৃত দুই নাবালিকা
author img

By

Published : Feb 18, 2019, 3:13 AM IST

পাত্রসায়র (বাঁকুড়া), ১৮ ফেব্রুয়ারি : খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল ৩ নাবালিকার। আহত দু'জন। মৃতদের নাম পূজা ক্ষেত্রপাল, শিল্পা ক্ষেত্রপাল ও রিয়া ক্ষেত্রপাল। ঘটনাটি বাঁকুড়ার পাত্রসায়র থানার আগড়াশোল গ্রামের।

প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ওই এলাকায় বেশ কিছুদিন ধরে একটি রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তার তৈরির জন্য মাটি কেটে রাস্তার পাশে ঢিবি করে রাখা হয়েছিল। আর মাটি কেটে নেওয়ার ফলে এক জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়। গতকাল দুপুরের দিকে পাঁচ নাবালক-নাবালিকা নির্মীয়মাণ রাস্তার পাশে ওই গর্তের মধ্যে নেমে খেলছিল। তখনই কোনওভাবে ওই ঢিবি থেকে বেশ খানিকটা মাটি তাদের উপর পড়ে যায়। সেখান থেকে কোনওরকমে কৃষ্ণ ক্ষেত্রপাল ও বৃষ্টি ক্ষেত্রপাল নামে দু'জন বেরিয়ে আসে। তবে আটকে পড়ে বাকিরা। সেখানেই দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভরতি করেন। খবর পেয়ে পাত্রসায়র থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

undefined

পাত্রসায়র (বাঁকুড়া), ১৮ ফেব্রুয়ারি : খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল ৩ নাবালিকার। আহত দু'জন। মৃতদের নাম পূজা ক্ষেত্রপাল, শিল্পা ক্ষেত্রপাল ও রিয়া ক্ষেত্রপাল। ঘটনাটি বাঁকুড়ার পাত্রসায়র থানার আগড়াশোল গ্রামের।

প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ওই এলাকায় বেশ কিছুদিন ধরে একটি রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তার তৈরির জন্য মাটি কেটে রাস্তার পাশে ঢিবি করে রাখা হয়েছিল। আর মাটি কেটে নেওয়ার ফলে এক জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়। গতকাল দুপুরের দিকে পাঁচ নাবালক-নাবালিকা নির্মীয়মাণ রাস্তার পাশে ওই গর্তের মধ্যে নেমে খেলছিল। তখনই কোনওভাবে ওই ঢিবি থেকে বেশ খানিকটা মাটি তাদের উপর পড়ে যায়। সেখান থেকে কোনওরকমে কৃষ্ণ ক্ষেত্রপাল ও বৃষ্টি ক্ষেত্রপাল নামে দু'জন বেরিয়ে আসে। তবে আটকে পড়ে বাকিরা। সেখানেই দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভরতি করেন। খবর পেয়ে পাত্রসায়র থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

undefined

Mumbai, Feb 18 (ANI): First ever Mallakhamb World
Championship kicked off in Mumbai on February 17 in Mumbai. 100 gymnasts from 15 countries are participating in the world sporting event. Often described as 'Yoga on Pole', Mallakhamb is an indigenous sport originated in Maharashtra. Mallakhamb sport requires a lot of discipline and gymnast like skill set. The athletes have to perform yoga on eight feet tall pole in Mallakhamb.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.