ETV Bharat / state

দলের মধ্যেই অসন্তোষ, জেলা কংগ্রেস সভাপতিকে ঘিরে বিক্ষোভ আলিপুরদুয়ারে

দলের মধ্যে অসন্তোষ ছিল আগেই ৷ এবার সেই অসন্তোষ চরমে পৌঁছাল আলিপুরদুয়ার জেলা কংগ্রেস ভবনে ৷ হাতাহাতি পর্যন্তও গড়ায় এই বিক্ষোভ ৷

Alipurduar
মনি কুমার ডার্নাল
author img

By

Published : Mar 5, 2020, 1:31 PM IST

আলিপুরদুয়ার, 5 মার্চ : আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ জেলা কংগ্রেস ভবনে ৷ দিন দুয়েক আগেই মণি কুমার ডার্নাল জেলা কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত করা হয় ৷ তার এই নিয়োগকে নিয়ে দলের অভ্যন্তরে আগে থেকেই ছিল দ্বিমত ৷ গতকালের সংবর্ধনা অনুষ্ঠানে তা চরমে পৌঁছায় ৷

সভাপতির নিয়োগকে মানতে না পেরে জেলার যুব, ছাত্র, মহিলা কংগ্রেস কর্মীরা মিলে নবনিযুক্ত জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । পরিস্থিতি কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি পর্যন্তও গড়ায় ৷

জেলা কংগ্রেস একাংশের মতে, মঙ্গলবার রাতে আচমকাই আলিপুরদুয়ারের জেলা কংগ্রেসের সভাপতি গজেন বর্মনকে তার পদ থেকে সরিয়ে দিয়ে মাদারিহাট ব্লকের বীড়পাড়ার কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের নেতা মণি কুমার ডার্নালকে জেলা সভাপতি ঘোষনা করা হয় । আর এতেই ক্ষোভ শুরু হয় জেলা কংগ্রেসের অন্দরে ।

জেলা যুব কংগ্রেসের সভাপতি শান্তনু দেবনাথ জানান, "আমরা সোশাল মিডিয়ায় জানতে পারি মণিবাবু জেলা কংগ্রেস সভাপতি হয়েছেন । আজ ওঁর সংবর্ধনা ৷ তাও আমাদের জানানো হয়নি ৷ তাই আমরা বিষয়টির জানতে চাই ।" তবে এই বিষয়ে নতুন জেলা সভাপতি মণি কুমার ডার্নালকে প্রশ্ন করলে তিনি বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ ৷ বলেন, "নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে । সব মিটে যাবে ।"

আলিপুরদুয়ার, 5 মার্চ : আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ জেলা কংগ্রেস ভবনে ৷ দিন দুয়েক আগেই মণি কুমার ডার্নাল জেলা কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত করা হয় ৷ তার এই নিয়োগকে নিয়ে দলের অভ্যন্তরে আগে থেকেই ছিল দ্বিমত ৷ গতকালের সংবর্ধনা অনুষ্ঠানে তা চরমে পৌঁছায় ৷

সভাপতির নিয়োগকে মানতে না পেরে জেলার যুব, ছাত্র, মহিলা কংগ্রেস কর্মীরা মিলে নবনিযুক্ত জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । পরিস্থিতি কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি পর্যন্তও গড়ায় ৷

জেলা কংগ্রেস একাংশের মতে, মঙ্গলবার রাতে আচমকাই আলিপুরদুয়ারের জেলা কংগ্রেসের সভাপতি গজেন বর্মনকে তার পদ থেকে সরিয়ে দিয়ে মাদারিহাট ব্লকের বীড়পাড়ার কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের নেতা মণি কুমার ডার্নালকে জেলা সভাপতি ঘোষনা করা হয় । আর এতেই ক্ষোভ শুরু হয় জেলা কংগ্রেসের অন্দরে ।

জেলা যুব কংগ্রেসের সভাপতি শান্তনু দেবনাথ জানান, "আমরা সোশাল মিডিয়ায় জানতে পারি মণিবাবু জেলা কংগ্রেস সভাপতি হয়েছেন । আজ ওঁর সংবর্ধনা ৷ তাও আমাদের জানানো হয়নি ৷ তাই আমরা বিষয়টির জানতে চাই ।" তবে এই বিষয়ে নতুন জেলা সভাপতি মণি কুমার ডার্নালকে প্রশ্ন করলে তিনি বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ ৷ বলেন, "নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে । সব মিটে যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.