ETV Bharat / state

সম্বর হরিণ মেরে বনভোজন, আলিপুদুয়ারে গ্রেফতার 2 - Sambar deer

অভিযানের নেতৃত্বে ছিলেন এসএসবির রাজেন্দ্র চৌধুরী, মুকেশকুমার মিনা এবং বনদপ্তরের হাতিপোতা রেঞ্জের এডিএফ ও অঙ্কিতা ভাদুড়ি ।

Alipurduar
Alipurduar
author img

By

Published : Apr 12, 2021, 5:50 PM IST

আলিপুরদুয়ার, 12 এপ্রিল : সম্বর হরিণ মেরে তার মাংস দিয়ে বনভোজন চলছিল মহানন্দে । খবর পায় সশস্ত্র সীমা বল । স্নিফার ডগ সহ বনকর্মীদের নিয়ে হানা দেয় এসএসবি ৷ তারপরই উদ্ধার হয়েছে সম্বর হরিণের মাংস ও দেহাংশ । সঙ্গে উদ্ধার হয়েছে দু’টি গাদা বন্দুক । ঘটনাস্থল তুরতুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বক্সা ব্যাঘ্র প্রকল্পের চুনিয়াঝোরার চা-বাগান অঞ্চল । ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন ।

সম্বর হরণ মেরে চুনিয়াঝোরার চা বাগানের পাশের জঙ্গলে চলছিল বনভোজন ৷ খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হাতিপোতা রেঞ্জের বনকর্মীরা ও সশস্ত্র সীমা বল-এর 34 নম্বর ব্যাটেলিয়নের যৌথ অভিযান চালায় ৷ চা বাগান বসতি লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার হয় দু’টি গাদা বন্দুক । উদ্ধার হয় হরিণের মাংস, চামড়া ও দেহাংশ । সূত্রের খবর, আরও তিনটি গাদা বন্দুক রয়েছে ৷ তার খোঁজ চলছে । অভিযানের নেতৃত্বে ছিলেন এসএসবির রাজেন্দ্র চৌধুরী, মুকেশকুমার মিনা এবং বনদপ্তরের হাতিপোতা রেঞ্জের এডিএফ ও অঙ্কিতা ভাদুড়ি । হরিণ হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে চুনিয়াঝোরার গির্জা লাইনের দুই বাসিন্দা বিনোদ ওঁরাও ও পুনাই ওঁরাওকে । তল্লাশি অভিযান চলছে ।

সম্বর হরিণ মেরে বনভোজন

আরও পড়ুন : পেশাই প্রচারের মাধ্যম রায়গঞ্জের নির্দল প্রার্থী মঞ্জুর

বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর বুদ্ধরাজ সেবা জানান, এই ঘটনায় দু’জনকে গ্ৰেফতার করা হয়েছে ৷ উদ্ধার হয়েছে দু’টো বন্দুক ৷ আরও দু’জন পলাতক । তাদের খোঁজে তল্লাশি চলছে ৷ ধৃতদের আজ আলিপুরদুয়ার কোর্টে তোলা হয় ।

আলিপুরদুয়ার, 12 এপ্রিল : সম্বর হরিণ মেরে তার মাংস দিয়ে বনভোজন চলছিল মহানন্দে । খবর পায় সশস্ত্র সীমা বল । স্নিফার ডগ সহ বনকর্মীদের নিয়ে হানা দেয় এসএসবি ৷ তারপরই উদ্ধার হয়েছে সম্বর হরিণের মাংস ও দেহাংশ । সঙ্গে উদ্ধার হয়েছে দু’টি গাদা বন্দুক । ঘটনাস্থল তুরতুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বক্সা ব্যাঘ্র প্রকল্পের চুনিয়াঝোরার চা-বাগান অঞ্চল । ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন ।

সম্বর হরণ মেরে চুনিয়াঝোরার চা বাগানের পাশের জঙ্গলে চলছিল বনভোজন ৷ খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হাতিপোতা রেঞ্জের বনকর্মীরা ও সশস্ত্র সীমা বল-এর 34 নম্বর ব্যাটেলিয়নের যৌথ অভিযান চালায় ৷ চা বাগান বসতি লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার হয় দু’টি গাদা বন্দুক । উদ্ধার হয় হরিণের মাংস, চামড়া ও দেহাংশ । সূত্রের খবর, আরও তিনটি গাদা বন্দুক রয়েছে ৷ তার খোঁজ চলছে । অভিযানের নেতৃত্বে ছিলেন এসএসবির রাজেন্দ্র চৌধুরী, মুকেশকুমার মিনা এবং বনদপ্তরের হাতিপোতা রেঞ্জের এডিএফ ও অঙ্কিতা ভাদুড়ি । হরিণ হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে চুনিয়াঝোরার গির্জা লাইনের দুই বাসিন্দা বিনোদ ওঁরাও ও পুনাই ওঁরাওকে । তল্লাশি অভিযান চলছে ।

সম্বর হরিণ মেরে বনভোজন

আরও পড়ুন : পেশাই প্রচারের মাধ্যম রায়গঞ্জের নির্দল প্রার্থী মঞ্জুর

বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর বুদ্ধরাজ সেবা জানান, এই ঘটনায় দু’জনকে গ্ৰেফতার করা হয়েছে ৷ উদ্ধার হয়েছে দু’টো বন্দুক ৷ আরও দু’জন পলাতক । তাদের খোঁজে তল্লাশি চলছে ৷ ধৃতদের আজ আলিপুরদুয়ার কোর্টে তোলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.