ETV Bharat / state

বক্সায় বাঘ আছে, দাবি বনমন্ত্রীর

বক্সার জঙ্গলে বাঘ না থাকার কথা জানিয়েছে ন্যাশনাল টাইগার কনজ়ার্ভেশন অথরিটি । তবে রাজ্যের মন্ত্রী তা মানতে নারাজ । আজ রাজাভাতখাওয়ায় এক সেমিনারে বনমন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, বাঘের অস্তিত্ব রয়েছে বক্সায় ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 22, 2019, 10:56 PM IST

আলিপুরদুয়ার, 22 অগাস্ট : বক্সার জঙ্গলে বাঘ না থাকার কথা জানিয়েছে ন্যাশনাল টাইগার কনজ়ার্ভেশন অথরিটি । তবে রাজ্যের মন্ত্রী তা মানতে নারাজ । আজ রাজাভাতখাওয়ায় এক সেমিনারে বনমন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, বাঘের অস্তিত্ব রয়েছে বক্সায় ।

তিনি বলেন, "সরাসরি ডোরাকাটা বাঘের দেখা না মিললেও তাদের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে বক্সার জঙ্গলে ।" কিন্তু কিসের ভিত্তিতে তাঁর এই দাবি তা বনমন্ত্রী খোলসা করেননি । সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে যে আদৌ বক্সার জঙ্গলে বাঘ কি রয়েছে ।

কোটি কোটি টাকা খরচ করে গত দু'বছর আগে লাগানো হয়েছে 150 টির বেশি ক্যামেরা । অথচ ক্যামেরাতে অন্য প্রাণীদের ছবি ধরা পড়লেও অনুপস্থিত বাঘ । মন্ত্রী জানান, অসম থেকে 6টি বাঘ আনার পরিকল্পনা নিয়েছে বন দপ্তর । যদিও বনবস্তিবাসীদের পুনর্বাসন দিতে না পারলে বাঘ আনার পরিকল্পনা যে ভেস্তে যেতে পারে, আশঙ্কা শোনা গেছে বনমন্ত্রীর গলায় ।

আলিপুরদুয়ার, 22 অগাস্ট : বক্সার জঙ্গলে বাঘ না থাকার কথা জানিয়েছে ন্যাশনাল টাইগার কনজ়ার্ভেশন অথরিটি । তবে রাজ্যের মন্ত্রী তা মানতে নারাজ । আজ রাজাভাতখাওয়ায় এক সেমিনারে বনমন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, বাঘের অস্তিত্ব রয়েছে বক্সায় ।

তিনি বলেন, "সরাসরি ডোরাকাটা বাঘের দেখা না মিললেও তাদের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে বক্সার জঙ্গলে ।" কিন্তু কিসের ভিত্তিতে তাঁর এই দাবি তা বনমন্ত্রী খোলসা করেননি । সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে যে আদৌ বক্সার জঙ্গলে বাঘ কি রয়েছে ।

কোটি কোটি টাকা খরচ করে গত দু'বছর আগে লাগানো হয়েছে 150 টির বেশি ক্যামেরা । অথচ ক্যামেরাতে অন্য প্রাণীদের ছবি ধরা পড়লেও অনুপস্থিত বাঘ । মন্ত্রী জানান, অসম থেকে 6টি বাঘ আনার পরিকল্পনা নিয়েছে বন দপ্তর । যদিও বনবস্তিবাসীদের পুনর্বাসন দিতে না পারলে বাঘ আনার পরিকল্পনা যে ভেস্তে যেতে পারে, আশঙ্কা শোনা গেছে বনমন্ত্রীর গলায় ।

Intro:আলিপুরদুয়ার:- দেশের সর্বোচ্চ বাঘ সংরক্ষণকারী সংস্থা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সদ্য প্রকাশিত বাঘ শুমারির রিপোর্টে বাঘ শূন্য বক্সা ব্যাঘ্র প্রকল্প।


Body:অথচ বৃহস্পতিবার রাজাভাতখাওয়া এক সেমিনারে বনমন্ত্রী ব্রাত্য বসু দাবি রীতিমত বাঘের অস্তিত্ব রয়েছে বক্সার বাঘ বণে। তার যুক্তি সরাসরিভাবে ডোরাকাটা বাঘের দেখা না মিললেও তাদের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে বক্সার জঙ্গলে। কিন্তু কিসের ভিত্তিতে বনমন্ত্রী এই দাবি করেননি তিনি। সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে যে আদৌ বক্সার জঙ্গলে বাঘের কি রয়েছে । কোটি কোটি টাকা খরচ করে গত দু'বছর আগে লাগানো হয়েছে দেশটির বেশি ক্যামেরা ট্র্যাপ ।অথচ ওই ক্যামেরা ট্রাপে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীদের ছবি লেন্স বন্দি হলেও সেখানে আজও অনুপস্থিত দক্ষিণ রায়েরা ।সেই হৃৎ গৌরব ফিরিয়ে আনতে অসম থেকে ছয়টি বাঘ আনার পরিকল্পনা নিয়েছে বন দফতর ।


Conclusion:কিন্তু বক্সা বাঘ বনের কোর এলাকায় গড়ে ওঠা বন বস্তি বাসীদের পুনর্বাসন দিতে না পারলে বাঘ আনার পরিকল্পনা যে ভেস্তে যেতে পারে সেই আশঙ্কা শোনা গিয়েছে বনমন্ত্রীর গলায়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.