আলিপুরদুয়ার, 22 অগাস্ট : বক্সার জঙ্গলে বাঘ না থাকার কথা জানিয়েছে ন্যাশনাল টাইগার কনজ়ার্ভেশন অথরিটি । তবে রাজ্যের মন্ত্রী তা মানতে নারাজ । আজ রাজাভাতখাওয়ায় এক সেমিনারে বনমন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, বাঘের অস্তিত্ব রয়েছে বক্সায় ।
তিনি বলেন, "সরাসরি ডোরাকাটা বাঘের দেখা না মিললেও তাদের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে বক্সার জঙ্গলে ।" কিন্তু কিসের ভিত্তিতে তাঁর এই দাবি তা বনমন্ত্রী খোলসা করেননি । সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে যে আদৌ বক্সার জঙ্গলে বাঘ কি রয়েছে ।
কোটি কোটি টাকা খরচ করে গত দু'বছর আগে লাগানো হয়েছে 150 টির বেশি ক্যামেরা । অথচ ক্যামেরাতে অন্য প্রাণীদের ছবি ধরা পড়লেও অনুপস্থিত বাঘ । মন্ত্রী জানান, অসম থেকে 6টি বাঘ আনার পরিকল্পনা নিয়েছে বন দপ্তর । যদিও বনবস্তিবাসীদের পুনর্বাসন দিতে না পারলে বাঘ আনার পরিকল্পনা যে ভেস্তে যেতে পারে, আশঙ্কা শোনা গেছে বনমন্ত্রীর গলায় ।