ETV Bharat / state

ফালাকাটায় বিস্ফোরক-সহ ধৃত তিন - three arrested in falakata with IED

পুলিশ ও SSB-র যৌথ অভিযান ৷ ফালাকাটায় IED সহ গ্রেপ্তার তিন । তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ফালাকাটা
author img

By

Published : Sep 8, 2019, 10:58 PM IST

ফালাকাটা,8 সেপ্টেম্বর : ফালাকাটায় উদ্ধার বোমা ৷ গ্রেপ্তার তিন ৷ আজ ফালাকাটার পুলিশ ও SSB যৌথ অভিযান চালায় আলিপুরদুয়ার রোডে ৷ অভিযানে তিন জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় । তাঁদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি সকেট বোমা৷ ধৃতদের মধ্যে দুই জন ক্ষিতিশচন্দ্র রায় (55) ও কমল রায় (50) জলপাইগুড়ি জেলার বাসিন্দা, বাকি একজন গফুর আলি (52) আলিপুরদুয়ার জেলার ।

জলপাইগুড়ি সেক্টরের SSB এর 17 নং ব্যাটেলিয়ানের দায়িত্বপ্রাপ্ত নিরজ চন্দ বলেন, "গোয়েন্দা শাখার তথ্য পেয়ে আজ অভিযান চালানো হয়৷ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে । "

আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি বলেন,"বোমা কোথা থেকে এল, কী উদ্দেশ্য ছিল, সব খতিয়ে দেখা হচ্ছে৷"

ফালাকাটা,8 সেপ্টেম্বর : ফালাকাটায় উদ্ধার বোমা ৷ গ্রেপ্তার তিন ৷ আজ ফালাকাটার পুলিশ ও SSB যৌথ অভিযান চালায় আলিপুরদুয়ার রোডে ৷ অভিযানে তিন জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় । তাঁদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি সকেট বোমা৷ ধৃতদের মধ্যে দুই জন ক্ষিতিশচন্দ্র রায় (55) ও কমল রায় (50) জলপাইগুড়ি জেলার বাসিন্দা, বাকি একজন গফুর আলি (52) আলিপুরদুয়ার জেলার ।

জলপাইগুড়ি সেক্টরের SSB এর 17 নং ব্যাটেলিয়ানের দায়িত্বপ্রাপ্ত নিরজ চন্দ বলেন, "গোয়েন্দা শাখার তথ্য পেয়ে আজ অভিযান চালানো হয়৷ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে । "

আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি বলেন,"বোমা কোথা থেকে এল, কী উদ্দেশ্য ছিল, সব খতিয়ে দেখা হচ্ছে৷"

Intro:জলপাইগুড়িঃঃ ইমপ্রভাইস এক্সপ্লসিভ ফিভাইস (আইইডি) সহ গ্রেপ্তার তিনজন।আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ঘটনা।SSB ১৭ নং ব্যাটেলিয়ান
ও পুলিশের যৌথ সাফল্য। Body:ফালাকাটা থেকে আলিপুরদুয়ার রোডের গরমচা এলাকা থেকে উদ্ধার সকেট বোম।ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে দুইজন জলপাইগুড়ি জেলার, একজন আলিপুরদুয়ার জেলার। নাম হল গফুর আলি(৫২)। জাফর আলি আলিপুরদুয়ারের কলাবাড়ির বাসিন্দা,দ্বিতীয়জন ক্ষিতিশ চন্দ্র রায়(৫৫) তিনি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ডাউকিমারি খুট্টীমারির বাসিন্দা,কমল রায় (৫০)পুর্ব ডাউকিমারির বাসিন্দা।আজ ফালাকাটা থানা ও SSB এর যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি সকেট বোম সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।জলপাইগুড়ি
সেক্টরের SSB সুত্রে খবর তিনটি আইইডি সহ তিনিজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলিপুরদুয়ারের ফালাকাটা থানায় জিজ্ঞাসাবাদ চলছে ধৃতদের। Conclusion:SSB এর ১৭ নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট নিরজ চন্দ চলেন আমাদের গোয়েন্দা শাখার উনপুটের ভিত্তিতেই আমরা তিনজনকে ধরেছি। তাদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে। আলিপুরদুয়ার পুলিশ সুপার জানান তিনটি বোম পাওয়া গেছে, ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।কোথা থেকে এল এই বোম আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ ও SSB খতিয়ে দেখছে। প্রাথমিক ভাবে জানা গেছে আলিপুরদুয়ার থেকে আইইডি তিনটে নিয়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে ডেলিভারি দেবার কথা ছিল।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.