ETV Bharat / state

BJP ছেড়ে তৃণমূলে যোগ ব্লক সভাপতির

BJP ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মহিলা ব্লক সভাপতি পাপুন দাস । এছাড়াও BJP-র প্রায় ৭০-৭৫ জন সক্রিয় কর্মী তৃণমূলে যোগ দেন।

author img

By

Published : Mar 16, 2019, 4:14 AM IST

tmc-তে যোগদান করছেন পাপুন দাস

আলিপুরদুয়ার, ১৬ মার্চ : কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের BJP মহিলা সভানেত্রী পাপুন দাস যোগদান করলেন তৃণমূলে। পাশাপাশি কুমারগ্রামের পুকুরিগ্রামের ১০/৫২ পার্টের BJP-র প্রায় ৭০-৭৫ জন সক্রিয় কর্মী তৃণমূলে যোগ দেন। গতকাল বিকেলে তাঁরা BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন।

তৃণমূল সাংসদ প্রার্থী দশরথ তিরকে পরশু সংবাদমাধ্যমে বলেছিলেন, "কুমারগ্রামের বেশ কয়েকজন BJP কর্মী ও নেতৃবৃন্দ তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কুমারগ্রামে BJP-র দাপাদাপি আর থাকবে না। রিকভারি হয়ে যাবে। দু'এক দিনের মধ্যেই BJP-র পঞ্চায়েত সহ অন্যারা দলে যোগ দেবেন।" BJP কর্মীদের কী বলে দলে টানছেন? উত্তরে তিনি বলেন, "নেত্রীর উন্নয়ন দেখে তাঁরা তৃণমূলে আসছেন।"

কুমারগ্রাম চা বাগানের NKS গ্রামপঞ্চায়েত দশরথের বসতভিটে। এই বিধানসভা কেন্দ্র থেকেই RSP-র টিকিটে পরপর তিনবার বিধায়ক হন তিনি। ২০১৪ সালে তিনি তৃণমূলের টিকিটে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকের পঞ্চায়েত সমিতির দখল নেয় BJP। পঞ্চায়েত সমিতির ৩২ টি আসনের মধ্যে ১৭ টি আসনে জয়লাভ করে BJP। ১৫ টি আসনে তৃণমূল। যদিও পরে BJP-র তিন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য তৃণমূলে যোগদান করে। এছাড়াও এই ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি গ্রামপঞ্চায়েত BJP দখল করে নেয়। জেলা পরিষদের আসনটির দখলও নেয় BJP।

আলিপুরদুয়ার, ১৬ মার্চ : কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের BJP মহিলা সভানেত্রী পাপুন দাস যোগদান করলেন তৃণমূলে। পাশাপাশি কুমারগ্রামের পুকুরিগ্রামের ১০/৫২ পার্টের BJP-র প্রায় ৭০-৭৫ জন সক্রিয় কর্মী তৃণমূলে যোগ দেন। গতকাল বিকেলে তাঁরা BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন।

তৃণমূল সাংসদ প্রার্থী দশরথ তিরকে পরশু সংবাদমাধ্যমে বলেছিলেন, "কুমারগ্রামের বেশ কয়েকজন BJP কর্মী ও নেতৃবৃন্দ তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কুমারগ্রামে BJP-র দাপাদাপি আর থাকবে না। রিকভারি হয়ে যাবে। দু'এক দিনের মধ্যেই BJP-র পঞ্চায়েত সহ অন্যারা দলে যোগ দেবেন।" BJP কর্মীদের কী বলে দলে টানছেন? উত্তরে তিনি বলেন, "নেত্রীর উন্নয়ন দেখে তাঁরা তৃণমূলে আসছেন।"

কুমারগ্রাম চা বাগানের NKS গ্রামপঞ্চায়েত দশরথের বসতভিটে। এই বিধানসভা কেন্দ্র থেকেই RSP-র টিকিটে পরপর তিনবার বিধায়ক হন তিনি। ২০১৪ সালে তিনি তৃণমূলের টিকিটে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকের পঞ্চায়েত সমিতির দখল নেয় BJP। পঞ্চায়েত সমিতির ৩২ টি আসনের মধ্যে ১৭ টি আসনে জয়লাভ করে BJP। ১৫ টি আসনে তৃণমূল। যদিও পরে BJP-র তিন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য তৃণমূলে যোগদান করে। এছাড়াও এই ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি গ্রামপঞ্চায়েত BJP দখল করে নেয়। জেলা পরিষদের আসনটির দখলও নেয় BJP।

Intro:আলিপুরদুয়ারঃ-নির্বাচন আচরণ বিধির তোয়াক্কা না করেই ১৮ মার্চ উওরবঙ্গের তিন জেলার প্রায় ১৫ হাজার মানুষ নিয়ে আলিপুরদুয়ারে মিছিল করার ডাক দিল উত্তরবঙ্গ বন,জন,শ্রম,জীবি মঞ্চ।
Body:১৩ ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকা বেড় হয়।
সেই নির্দেশিকায় দেশের ১৬ টা রাজ্যের জমির পাট্টা না পাওয়া বনবস্তি বাসিদের উচ্ছেদের কথা বলা হয়।
এতেই দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যের উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া বনবস্তি বাসিন্দাদের রাতের ঘুম উড়ে যায়।
মহামান্য আদালতের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তরের জলপাইগুড়ি,কোচবিহার,আলিপুরদুয়ার জেলার বনবস্তি বাসিদের নিয়ে পথে নেমে আন্দোলনের ডাক দিল বন,জন, শ্রমজীবি মঞ্চ।
Conclusion:উত্তরবঙ্গ বন,জন,শ্রমজীবি মঞ্চের আহ্বায়ক লাল সিং ভুজেল বলেন আমরা উচ্ছেদের আশংকায় রয়েছি। উত্তরবঙ্গের বনবস্তি গুলোতে বেশির ভাগ মানুষ others traditional forest dwellers(OTFD).
যাদের এখনও পাট্টা দেওয়া হয়নি। আইন থাকা সত্বেও পাট্টা দেওয়া হয়নি। অর্ধেকের বেশি ট্রাইবাল জনজাতি পাট্টা পায়নি। এই অবস্থায় উত্তরের তিন জেলার ট্রাইবাল জনজাতির উচ্ছেদের আশংকায় রাতের ঘুম উড়ে গেছে।
আগামি ১৮ তারিখ সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আমরা আলিপুরদুয়ারে ১২-১৫ হাজার ট্রাইবাল মানুষ নিয়ে মিছিল করে জেলাশাসকে স্মারক লিপি প্রদান করবো। আমাদের উচ্ছেদ করলে আমরা কোথায় যাবো?এত যুগ ধরে আমরা এখানে বসবাস করছি। এই সময় আমরা ইলেকশন, ফিলেকশন কিছুই মানব না। আমরা আমাদের কথা বলবো।
Bt
Visual

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.