ETV Bharat / state

তপসিখাতায় আইসোলেশন সেন্টার তৈরি হলেও কোরোনা চিকিৎসা হবে শিলিগুড়ির নার্সিংহোমেই - তপসিখাতার আইসোলেশন কেন্দ্র তৈরি

তপসিখাতার হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে আপাতত 110টি শয্যার ব্যবস্থা হয়েছে। তবে, উত্তরবঙ্গের কোরোনা রোগীদের চিকিৎসা হবে শিলিগুড়ির একটি নার্সিংহোমে।

Tapsikhata Isolation Center is ready
তপসিখাতা
author img

By

Published : Apr 9, 2020, 4:46 PM IST

আলিপুরদুয়ার, 9 এপ্রিল: তপসিখাতার হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের প্রস্তুতি শেষের দিকে। তবে কোরোনা পজ়িটিভ রোগীর চিকিৎসা এখানে হবে না। এমনকী চিকিৎসা হবে না উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালেও।

স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, উত্তরবঙ্গের কোরোনা পজ়িটিভ রোগীদের চিকিৎসা হবে একমাত্র শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। যে নার্সিংহোমটিকে সরকার কোরোনা চিকিৎসার জন্যই অধিগ্রহণ করেছে। অন্যদিকে আলিপুরদুয়ারের তপসিখাতার আয়ূষ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের কাজ প্রায় শেষ। এখানে কোরোনা সংক্রমিত রোগীদের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য মোট 110টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও থাকছে 6 টি ভেন্টিলেটর। ডায়ালিসিসের জন্য থাকছে আরও 4 টি শয্যা।

Tapsikhata Isolation Center is ready
কোরোনা চিকিৎসার জন্য তৈরি তপসিখাতার আইসোলেশন কেন্দ্র।

আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী জানান, কোরোনা চিকিৎসার চারটি স্তর রয়েছে। লেভেল 1-যাঁরা সন্দেহজনক, লেভেল 2- যাঁরা আশঙ্কাজনক, লেভেল 3- যাঁরা সংক্রমিত ও লেভেল 4 যাঁরা মুমূর্ষু।

সুবর্ণবাবু বলেন, "তপসিখাতায় লেভেল 1 ও 2, এই দুই ধরনের চিকিৎসা হবে। লেভেল 3 ও 4-এর চিকিৎসা করা হবে শিলিগুড়ির নার্সিংহোমটিতে।"

আলিপুরদুয়ার, 9 এপ্রিল: তপসিখাতার হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের প্রস্তুতি শেষের দিকে। তবে কোরোনা পজ়িটিভ রোগীর চিকিৎসা এখানে হবে না। এমনকী চিকিৎসা হবে না উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালেও।

স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, উত্তরবঙ্গের কোরোনা পজ়িটিভ রোগীদের চিকিৎসা হবে একমাত্র শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। যে নার্সিংহোমটিকে সরকার কোরোনা চিকিৎসার জন্যই অধিগ্রহণ করেছে। অন্যদিকে আলিপুরদুয়ারের তপসিখাতার আয়ূষ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের কাজ প্রায় শেষ। এখানে কোরোনা সংক্রমিত রোগীদের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য মোট 110টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও থাকছে 6 টি ভেন্টিলেটর। ডায়ালিসিসের জন্য থাকছে আরও 4 টি শয্যা।

Tapsikhata Isolation Center is ready
কোরোনা চিকিৎসার জন্য তৈরি তপসিখাতার আইসোলেশন কেন্দ্র।

আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী জানান, কোরোনা চিকিৎসার চারটি স্তর রয়েছে। লেভেল 1-যাঁরা সন্দেহজনক, লেভেল 2- যাঁরা আশঙ্কাজনক, লেভেল 3- যাঁরা সংক্রমিত ও লেভেল 4 যাঁরা মুমূর্ষু।

সুবর্ণবাবু বলেন, "তপসিখাতায় লেভেল 1 ও 2, এই দুই ধরনের চিকিৎসা হবে। লেভেল 3 ও 4-এর চিকিৎসা করা হবে শিলিগুড়ির নার্সিংহোমটিতে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.