ETV Bharat / state

জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার আলিপুরদুয়ারে, জখম 5 পুলিশকর্মী - পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি গ্রামবাসীদের।

ডাম্পিং গ্রাউন্ডের জমি দখলকে কেন্দ্র করে পুলিশ এবং গ্রামবাসীর মধ্যে খণ্ডযুদ্ধ বাধল । ঘটনায় পাঁচ পুলিশকর্মী জখম হয়েছেন ৷

dumping ground
ছবি
author img

By

Published : Dec 4, 2019, 5:20 PM IST

Updated : Dec 4, 2019, 7:23 PM IST

আলিপুরদুয়ার, 4 ডিসেম্বর :আলিপুরদুয়ার, 4 ডিসেম্বর : ডাম্পিং গ্রাউন্ডের জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার আলিপুরদুয়ারের মাঝেরডাবরির কালকূটে । পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি গ্রামবাসীদের । পরে বিক্ষুব্ধ জনতা গুঁড়িয়ে দেয় পুলিশের একটি ক্যাম্প। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ । পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়েছেন । অন্যদিকে, গ্রামবাসীদের ছোড়া পাথরে জখম পাঁচ পুলিশকর্মী । সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশকে মারের অভিযোগে ১১ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ ।

সকাল ১১ টা নাগাদ ঘটনার সূত্রপাত। আলিপুরদুয়ারের ডেপুটি ম্যাজিষ্ট্রেট গোপালচন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী কালকূট গ্রামের প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ডের ১২ একর জমির দখল নিতে যায়। তখনই গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়। এরপর পুলিশ এবং গ্রামবাসীর মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রথমে কালকূটের পুলিশ ক্যাম্পটি ভেঙে গুঁড়িয়ে দেয়। তারপর ৩১/C জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধের জেরে টানা একঘণ্টা বন্ধ থাকে যান চলাচল । পরিস্থিতির সামাল দিত লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । ঘটনায় গ্রামবাসীদের পাশাপাশি প্রায় পাঁচজন পুলিশকর্মী জখম হয়েছেন । গ্রামবাসীরা ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ,মোবাইল, নগদ টাকা সহ পোশাক লুট করেছে ৷

image
১১ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ

২০২০ সালে আলিপুরদুয়ার পৌরসভার নির্বাচন। রাজ্যের শাসকদল চাইছে তার আগেই আলিপুরদুয়ার শহরবাসীর দীর্ঘদিনের ডাম্পিং গ্রাউন্ডের স্থায়ী সমস্যার সমাধান করে দিতে। ইতিপূর্বে এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার একাধিকবার চেষ্টা করলেও আখেরে কোনও লাভ হয়নি। আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী তাঁর নির্বাচনী প্রচারের সময় শহরবাসীকে ডাম্পিং গ্রাউন্ডের স্থায়ী সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ডাম্পিং গ্রাউন্ডের সমাধান এখনও বিশবাঁও জলে। তবে পৌরসভার নির্বাচনের আগে এই সমস্যার সমাধান না হলে আলিপুরদুয়ার পৌরনির্বাচনে শাসকদলকে যে বেগ পেতে হবে সে সম্পর্কে ওয়াকিবহাল শাসকদল।

দেখুন ভিডিয়ো

গ্রামবাসীদের দাবি, গ্রামের পাশে ডাম্পিং গ্রাউন্ড হতে দেবে না তারা । শহরের আবর্জনা শহরেই ফেলা হোক। এই প্রতিবাদে জেলা শাসকের কাছে গেলেও কোনও লাভ হয়নি । তবে কোনও মতেই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হতে দেবে না তারা।

ঘটনায় আলিপুরদুয়ার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানান কীভাবে গোটা ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । ডেপুটি ম্যাজিষ্ট্রেট গোপালচন্দ্র দাস জানান, সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্টের জমি নিয়ে গন্ডগোলের সূত্রপাত। ফোর্স এসে বিক্ষুদ্ধদের সরিয়ে দেয়।

আলিপুরদুয়ার, 4 ডিসেম্বর :আলিপুরদুয়ার, 4 ডিসেম্বর : ডাম্পিং গ্রাউন্ডের জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার আলিপুরদুয়ারের মাঝেরডাবরির কালকূটে । পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি গ্রামবাসীদের । পরে বিক্ষুব্ধ জনতা গুঁড়িয়ে দেয় পুলিশের একটি ক্যাম্প। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ । পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়েছেন । অন্যদিকে, গ্রামবাসীদের ছোড়া পাথরে জখম পাঁচ পুলিশকর্মী । সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশকে মারের অভিযোগে ১১ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ ।

সকাল ১১ টা নাগাদ ঘটনার সূত্রপাত। আলিপুরদুয়ারের ডেপুটি ম্যাজিষ্ট্রেট গোপালচন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী কালকূট গ্রামের প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ডের ১২ একর জমির দখল নিতে যায়। তখনই গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়। এরপর পুলিশ এবং গ্রামবাসীর মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রথমে কালকূটের পুলিশ ক্যাম্পটি ভেঙে গুঁড়িয়ে দেয়। তারপর ৩১/C জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধের জেরে টানা একঘণ্টা বন্ধ থাকে যান চলাচল । পরিস্থিতির সামাল দিত লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । ঘটনায় গ্রামবাসীদের পাশাপাশি প্রায় পাঁচজন পুলিশকর্মী জখম হয়েছেন । গ্রামবাসীরা ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ,মোবাইল, নগদ টাকা সহ পোশাক লুট করেছে ৷

image
১১ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ

২০২০ সালে আলিপুরদুয়ার পৌরসভার নির্বাচন। রাজ্যের শাসকদল চাইছে তার আগেই আলিপুরদুয়ার শহরবাসীর দীর্ঘদিনের ডাম্পিং গ্রাউন্ডের স্থায়ী সমস্যার সমাধান করে দিতে। ইতিপূর্বে এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার একাধিকবার চেষ্টা করলেও আখেরে কোনও লাভ হয়নি। আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী তাঁর নির্বাচনী প্রচারের সময় শহরবাসীকে ডাম্পিং গ্রাউন্ডের স্থায়ী সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ডাম্পিং গ্রাউন্ডের সমাধান এখনও বিশবাঁও জলে। তবে পৌরসভার নির্বাচনের আগে এই সমস্যার সমাধান না হলে আলিপুরদুয়ার পৌরনির্বাচনে শাসকদলকে যে বেগ পেতে হবে সে সম্পর্কে ওয়াকিবহাল শাসকদল।

দেখুন ভিডিয়ো

গ্রামবাসীদের দাবি, গ্রামের পাশে ডাম্পিং গ্রাউন্ড হতে দেবে না তারা । শহরের আবর্জনা শহরেই ফেলা হোক। এই প্রতিবাদে জেলা শাসকের কাছে গেলেও কোনও লাভ হয়নি । তবে কোনও মতেই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হতে দেবে না তারা।

ঘটনায় আলিপুরদুয়ার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানান কীভাবে গোটা ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । ডেপুটি ম্যাজিষ্ট্রেট গোপালচন্দ্র দাস জানান, সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্টের জমি নিয়ে গন্ডগোলের সূত্রপাত। ফোর্স এসে বিক্ষুদ্ধদের সরিয়ে দেয়।

Intro:ডাম্পিং গ্রাউন্ডের জমি দখলকে কেন্দ্র করে রনক্ষেত্র আলিপুরদুয়ার। পুলিশের লাঠিচার্জ, কাঁদানো গ্যাসের শেল।

আলিপুরদুয়ার:- ডাম্পিং গ্রাউন্ডের জমি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুরদুয়ারের মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতের কালকূট এলাকা।পুলিশকে লক্ষ করে ইট বৃষ্টি গ্রামবাসীদের।বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দিলো পুলিশের একটি ক্যাম্প।অভিযোগ গ্রামবাসীরা ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের এটিএম, মোবাইল, নগদ টাকা, সহ পুলিশের পোষাক লুট করেছে।

Body:এর পর বিক্ষুব্ধ গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি চার্জ শুরু করে ও কাঁদানো গ্যাসের সেল ফাটায়।গ্রামবাসীদের ছোড়া ঢিলে জখম হয়েছে পাচ পুলিশ কর্মী। সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশকে ঢিল মারার অভিযোগে ১১ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১১ টা নাগাদ গন্ডগোলের সূত্রপাত। আলিপুরদুয়ারের ডেপুটি ম্যাজিষ্ট্রেট গোপাল চন্দ্র দাসের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী কালকূট গ্রামের প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ডের ১২ একর জমির দখল নিতে যায়। তখনই গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়। এর পরই পুলিশ এবং গ্রামবাসীর মধ্যে খন্ড যুদ্ধ বেধে যায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রথমে কালকূটের পুলিশ ক্যাম্পটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। তার পর গ্রামবাসীরা ৩১/সি জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধের জেরে টানা একঘন্টা স্তব্দ হয়ে যায় উত্তর-পূর্ব ভারতের সাথে যোগাযোগ ব্যাবস্থা।
প্রসঙ্গত,২০২০ সালে আলিপুরদুয়ার পৌর নির্বাচন।রাজ্যের শাসকদল চাইছে তার আগেই আলিপুরদুয়ার শহরবাসীর দির্ঘদিনের ডাম্পিং গ্রাউন্ডের স্থায়ী সমস্যার সমাধান করে দিতে। ইতিপূর্বে এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার একাধিকবার চেষ্টা করলেও আখেরে কোন লাভ হয়নি।আলিপুরদুয়ার পৌর নির্বাচনের মূল ইশ্যুই হবে ডাম্পিং গ্রাউন্ডের স্থায়ী সমস্যার সমাধান। আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী তার নির্বাচনের সময় শহরবাসীকে ডাম্পিং গ্রাউন্ডের স্থায়ী সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ডাম্পিং গ্রাউন্ডের সমাধান এখনও বিশবাঁও জলে।তবে পুরসভার নির্বাচনের আগে এই সমস্যার সমাধান না হলে আলিপুরদুয়ার পুর নির্বাচনে
শাসকদলকে যে বেগ পেতে হবে সে সম্পর্কে ওয়াকিবহাল শাসকদল।
আলিপুরদুয়ার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় জানান কি ভাবে গোটা ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।আমরা বিস্তারিত রিপোর্ট জেলা পুলিশ সুপারকে দেব।
ডেপুটি ম্যাজিষ্ট্রেট গোপাল চন্দ্র দাস জানান সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্টের জমি নিয়ে গন্ডগোলের সুত্রপাত।ফোর্স এসে বিক্ষুদ্ধদের সরিয়ে দেয়। গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এর পর পুলিশ কাঁদানো গ্যাসের সেল ফাটিয়ে জনতাকে ছত্র ভঙ্গ করে।


Conclusion:বিক্ষুদ্ধ গ্রামবাসীরা জানান আমরা গ্রামের পাশে ডাম্পিং গ্রাউন্ড হতে দেবনা। শহরের আবর্জনা শহরেই ফেলা হোক। আমরা এর প্রতিবাদ জানাতে জেলা শাসকের কাছে গিয়েছিলাম।।তিনি আমাদের কোন কথাই শোনেননি।আমরা কোন মতেই এই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হতে দেব না।

Last Updated : Dec 4, 2019, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.