আলিপুরদুয়ার, 18 জুলাই : ধসের জেরে ভেঙে গিয়েছে জলাধারের একাংশ । আর তার জেরে আলিপুরদুয়ারের জয়ন্তী পর্যটন কেন্দ্রে এখন পানীয় জলের সংকট চরমে । পরিস্থিতি এমন যে, নদীর বুকে গর্ত খুড়ে ডলোমাইট মিশ্রিত দুষিত পানীয় জল সংগ্রহ করে তাই পান করছে এলাকাবাসী । এর জেরে এলাকায় বাড়ছে পেটের অসুখ ।
দুই সপ্তাহের বেশি পানীয় জলের সংকট চলছে জয়ন্তী এলাকায় । পানীয় জলের অভাবে পর্যটকদের সংখ্যা কমেছে । বাসিন্দাদের অনেকে জয়ন্তী থেকে প্রায় ৩০ কিমি দূরে জেলা সদর আলিপুরদুয়ার থেকে চড়া দামে পানীয় জল কিনে আনছেন । কিন্তু যাঁদের সেই সামর্থ্য নেই, তাঁরা নদীর বুকে গর্ত খুঁড়ে ডলোমাইট মিশ্রিত অপরিস্রুত জল সংগ্রহ করে তা পান করতে বাধ্য হচ্ছেন ।
বাসিন্দারা জানালেন, নদীর বুকে গর্ত খুঁড়ে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে অনেকটা সময় ব্যয় হচ্ছে । ফলে কাজে যেতে পারছেন না অনেকে । রুজিরুটিতে টান পড়েছে। সেই সঙ্গে বাড়ছে পেটের অসুখ । জয়ন্তীবাসীর অভিযোগ, সরকারের তরফে মাত্র একদিন পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল ।
আরও পড়ুন : ভুটানে ভারী বৃষ্টি; উত্তরবঙ্গের নদীগুলিতে বাড়ছে জলস্তর, বাড়ছে বন্যার আশঙ্কা
আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি । তবে জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার সুব্রত ধর জানান, ভুটান পাহাড়ে ধসের জেরে জয়ন্তী পাহাড়ের বুকে নির্মিত জলাধারটির সাড়ে চারশো মিটার এলাকা ভেঙে গেছে । এর জেরে পানীয় জল সরবরাহ পুরোপুরি বিপর্যস্ত । তবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। আগামী তিন-চার দিনের মধ্যে সমস্যার সমাধান হবে ।