ETV Bharat / state

ধসে ভেঙেছে জলাধার, জয়ন্তীতে জল সংকট চরমে - river

ধসের জেরে ভেঙে গিয়েছে জলাধারের একাংশ । আর তার জেরে আলিপুরদুয়ারের জয়ন্তী পর্যটন কেন্দ্রে এখন পানীয় জলের সংকট চরমে । পরিস্থিতি এমন যে, নদীর বুকে গর্ত খুড়ে ডলোমাইট মিশ্রিত দূষিত পানীয় জল সংগ্রহ করে তাই পান করছে এলাকাবাসী

ধসের জেরে ভেঙে পড়া জলাধার
author img

By

Published : Jul 18, 2019, 7:34 PM IST

Updated : Jul 18, 2019, 8:40 PM IST

আলিপুরদুয়ার, 18 জুলাই : ধসের জেরে ভেঙে গিয়েছে জলাধারের একাংশ । আর তার জেরে আলিপুরদুয়ারের জয়ন্তী পর্যটন কেন্দ্রে এখন পানীয় জলের সংকট চরমে । পরিস্থিতি এমন যে, নদীর বুকে গর্ত খুড়ে ডলোমাইট মিশ্রিত দুষিত পানীয় জল সংগ্রহ করে তাই পান করছে এলাকাবাসী । এর জেরে এলাকায় বাড়ছে পেটের অসুখ ।

দুই সপ্তাহের বেশি পানীয় জলের সংকট চলছে জয়ন্তী এলাকায় । পানীয় জলের অভাবে পর্যটকদের সংখ্যা কমেছে । বাসিন্দাদের অনেকে জয়ন্তী থেকে প্রায় ৩০ কিমি দূরে জেলা সদর আলিপুরদুয়ার থেকে চড়া দামে পানীয় জল কিনে আনছেন । কিন্তু যাঁদের সেই সামর্থ্য নেই, তাঁরা নদীর বুকে গর্ত খুঁড়ে ডলোমাইট মিশ্রিত অপরিস্রুত জল সংগ্রহ করে তা পান করতে বাধ্য হচ্ছেন ।

দেখুন ভিডিয়ো

বাসিন্দারা জানালেন, নদীর বুকে গর্ত খুঁড়ে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে অনেকটা সময় ব্যয় হচ্ছে । ফলে কাজে যেতে পারছেন না অনেকে । রুজিরুটিতে টান পড়েছে। সেই সঙ্গে বাড়ছে পেটের অসুখ । জয়ন্তীবাসীর অভিযোগ, সরকারের তরফে মাত্র একদিন পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল ।

আরও পড়ুন : ভুটানে ভারী বৃষ্টি; উত্তরবঙ্গের নদীগুলিতে বাড়ছে জলস্তর, বাড়ছে বন্যার আশঙ্কা

আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি । তবে জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার সুব্রত ধর জানান, ভুটান পাহাড়ে ধসের জেরে জয়ন্তী পাহাড়ের বুকে নির্মিত জলাধারটির সাড়ে চারশো মিটার এলাকা ভেঙে গেছে । এর জেরে পানীয় জল সরবরাহ পুরোপুরি বিপর্যস্ত । তবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। আগামী তিন-চার দিনের মধ্যে সমস্যার সমাধান হবে ।

আলিপুরদুয়ার, 18 জুলাই : ধসের জেরে ভেঙে গিয়েছে জলাধারের একাংশ । আর তার জেরে আলিপুরদুয়ারের জয়ন্তী পর্যটন কেন্দ্রে এখন পানীয় জলের সংকট চরমে । পরিস্থিতি এমন যে, নদীর বুকে গর্ত খুড়ে ডলোমাইট মিশ্রিত দুষিত পানীয় জল সংগ্রহ করে তাই পান করছে এলাকাবাসী । এর জেরে এলাকায় বাড়ছে পেটের অসুখ ।

দুই সপ্তাহের বেশি পানীয় জলের সংকট চলছে জয়ন্তী এলাকায় । পানীয় জলের অভাবে পর্যটকদের সংখ্যা কমেছে । বাসিন্দাদের অনেকে জয়ন্তী থেকে প্রায় ৩০ কিমি দূরে জেলা সদর আলিপুরদুয়ার থেকে চড়া দামে পানীয় জল কিনে আনছেন । কিন্তু যাঁদের সেই সামর্থ্য নেই, তাঁরা নদীর বুকে গর্ত খুঁড়ে ডলোমাইট মিশ্রিত অপরিস্রুত জল সংগ্রহ করে তা পান করতে বাধ্য হচ্ছেন ।

দেখুন ভিডিয়ো

বাসিন্দারা জানালেন, নদীর বুকে গর্ত খুঁড়ে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে অনেকটা সময় ব্যয় হচ্ছে । ফলে কাজে যেতে পারছেন না অনেকে । রুজিরুটিতে টান পড়েছে। সেই সঙ্গে বাড়ছে পেটের অসুখ । জয়ন্তীবাসীর অভিযোগ, সরকারের তরফে মাত্র একদিন পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল ।

আরও পড়ুন : ভুটানে ভারী বৃষ্টি; উত্তরবঙ্গের নদীগুলিতে বাড়ছে জলস্তর, বাড়ছে বন্যার আশঙ্কা

আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি । তবে জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার সুব্রত ধর জানান, ভুটান পাহাড়ে ধসের জেরে জয়ন্তী পাহাড়ের বুকে নির্মিত জলাধারটির সাড়ে চারশো মিটার এলাকা ভেঙে গেছে । এর জেরে পানীয় জল সরবরাহ পুরোপুরি বিপর্যস্ত । তবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। আগামী তিন-চার দিনের মধ্যে সমস্যার সমাধান হবে ।

Intro:আলিপুরদুয়ারঃ-হাওড়ার এক লড়ি চালকের পিছমোড়া করে হাত পা বাধা মৃতদেহ উদ্ধার করলো হাসিমারা থানার পুলিশ।অন্যদিকে মাদারিহাট থানার পুলিশ শুক্রবার রাত ১১ টায় খয়েরবাড়ি এলাকার একটি পুকুর থেকে তিনদিন ধরে নিখোঁজ এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে।

Body:শনিবার দুপুরে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন ৩১ /সি জাতীয় সড়কের পাশে বানিয়া ঝোড়া নদীর ধার থেকে উদ্ধার করা হয় হাওড়ার ওই যুবকের মৃতদেহ।
জয়গার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মৃত লড়ি চালকের নাম সন্তোষ দাস(৩৩)।আর খয়েরবাড়ি পুকুর থেকে উদ্ধার মৃত মহিলার নাম পঞ্চমি মুন্ড (৪২)।

হাওড়ার লড়ি চালকের মৃতদেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান এটা ক্ষুনের ঘটনা। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন মৃতদেহটির বুকে অস্ত্রের আঘাত রয়েছে।যুবককে একাধিক ব্যাক্তি মিলে ক্ষুন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মৃত যুবকের হাত পা গামছা দিয়ে পিছমোড়া করে বাধা।
অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে চার পাচ দিন আগে WB-11/E 3699 নম্বরের লড়িটি হাওড়া থেকে পলিথিন বোঝাই করে গৌহাটির উদ্দেশ্যে রওনা হয়।কিন্তু মাদারিহাট পার করেই ৩১ সি জাতীয় সড়কের ধারে আসার পর এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন শনিবার স্থানীয় সূত্রে খবর পেয়ে হাসিমারা ফাড়ির পুলিশ ঘটনা স্থলে যায়। সেখানে বানিয়া ঝোড়া নদীর ধার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে মৃত যুবকের মোবাইল, টাকা, পয়সা, গাড়ির কাগজ পত্র, গাড়িতে বোঝাই সমস্ত মালপত্র ঠিক আছে। কোনটাই খোয়া যায়নি।এর থেকে পুলিশের অনুমান ডাকাতি, ছিনতাই করার উদ্দেশ্যে লড়ি চালককে ক্ষুন করা হয়নি। এর পেছনে অন্য কোন কারন রয়েছে।
৩১ সি জাতীয় সড়ক থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলে নিয়ে গিয়ে যুবককে ক্ষুন করা হয়েছে বলে পুলিশের সন্দেহ। পুলিশের এটাও অনুমান যে মৃত লড়ি চালকের খুব চেনা পরিচিত কেউ এই ক্ষুনের ঘটনায় জড়িত।
হাসিমারা থানার ওসি প্রেম কুমার থামি জানিয়েছেন আমাদের প্রাথমিক অনুমান দূরপাল্লার লড়ি চালকদের নিজেদের মধ্যে ঝামেলার জেরে এই ক্ষুন হতে পারে। অন্যদিকে মৃত এই লড়ি চালকের সাথে কোন সহ চালক ছিলো কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশের তদন্তকারি দল। পুলিশের প্রশ্ন যদি সহ চালক থাকে সে কোথায়?সেটা জানতেও তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
Conclusion:অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মৃত লড়ি চালকের পরিবার এবং তার গাড়ির মালিকের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আজ রওনা হচ্ছেন। দুটো মৃতদেহই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই দুটো মৃত্যুর ঘটনাই পরিস্কার হয়ে যাবে।




Last Updated : Jul 18, 2019, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.