ETV Bharat / state

টাকা না দিলে সার্টিফিকেট নয়, ভিজিলেন্স ধরল রেলকর্মীকে - certificate

রেলের চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে সাসপেন্ড করা হল সংস্থার এক কর্মীকে । রেলের ভিজিলেন্স অভিযান চালিয়ে নগদ টাকা সহ ওই কর্মীকে ধরে ।

ধৃত রেলকর্মী
author img

By

Published : May 29, 2019, 7:42 PM IST

আলিপুরদুয়ার, 29 মে : রেলের চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে সাসপেন্ড করা হল সংস্থার এক কর্মীকে । রেলের ভিজিলেন্স অভিযান চালিয়ে নগদ টাকা সহ ওই কর্মীকে ধরে । তার নাম সমীর বড়ুয়া । সে রেল হাসপাতালের কর্মী।

চাকরিপ্রার্থীদের কাছ থেকে নির্দিষ্ট অভিযোগ পেয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর মালিগাঁও থেকে ভিজিলেন্সের চারজনের একটি দল মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার রেল হাসপাতালে আসে । সেখান থেকে তারা সমীর বড়ুয়াকে কয়েক হাজার নগদ টাকা সহ হাতেনাতে ধরে। তারপর ওই কর্মীকে সাসপেন্ড করা হয়।

আলিপুরদুয়ার রেল ডিভিশনের সিনিয়র DCM এ এম ঠাকুর জানান, উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর মালিগাঁও থেকে চারজনের একটি ভিজিলেন্স দল এসে হানা দিয়ে কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করেছে ওই কর্মীর কাছ থেকে। রাতেই অভিযুক্ত সমীর বড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

দেখুন ভিডিয়ো

৪ মে উত্তর-পূর্ব সীমান্ত রেলের গ্রুপ "ডি" কর্মী নিয়োগের পরীক্ষা হয়। যারা প্রাথমিক পর্যায়ে পাশ করেছে, তাদের মেডিকেল চেক আপের জন্য আলিপুরদুয়ার রেল হাসপাতালে পাঠানো হয় । অভিযোগ চাকরিপ্রার্থীদের ফিট সার্টিফিকেট দেওয়ার জন্য সমীর ২০০০ টাকা করে ঘুষ নিচ্ছিল। ২০ মে থেকে প্রার্থীদের চেকআপ চলছে ।

আলিপুরদুয়ার, 29 মে : রেলের চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে সাসপেন্ড করা হল সংস্থার এক কর্মীকে । রেলের ভিজিলেন্স অভিযান চালিয়ে নগদ টাকা সহ ওই কর্মীকে ধরে । তার নাম সমীর বড়ুয়া । সে রেল হাসপাতালের কর্মী।

চাকরিপ্রার্থীদের কাছ থেকে নির্দিষ্ট অভিযোগ পেয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর মালিগাঁও থেকে ভিজিলেন্সের চারজনের একটি দল মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার রেল হাসপাতালে আসে । সেখান থেকে তারা সমীর বড়ুয়াকে কয়েক হাজার নগদ টাকা সহ হাতেনাতে ধরে। তারপর ওই কর্মীকে সাসপেন্ড করা হয়।

আলিপুরদুয়ার রেল ডিভিশনের সিনিয়র DCM এ এম ঠাকুর জানান, উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর মালিগাঁও থেকে চারজনের একটি ভিজিলেন্স দল এসে হানা দিয়ে কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করেছে ওই কর্মীর কাছ থেকে। রাতেই অভিযুক্ত সমীর বড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

দেখুন ভিডিয়ো

৪ মে উত্তর-পূর্ব সীমান্ত রেলের গ্রুপ "ডি" কর্মী নিয়োগের পরীক্ষা হয়। যারা প্রাথমিক পর্যায়ে পাশ করেছে, তাদের মেডিকেল চেক আপের জন্য আলিপুরদুয়ার রেল হাসপাতালে পাঠানো হয় । অভিযোগ চাকরিপ্রার্থীদের ফিট সার্টিফিকেট দেওয়ার জন্য সমীর ২০০০ টাকা করে ঘুষ নিচ্ছিল। ২০ মে থেকে প্রার্থীদের চেকআপ চলছে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.