আলিপুরদুয়ার, ২৫ মার্চ : BJP কর্মীদের ১০৭ ধারায় জড়াচ্ছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। তাদের চাপ দেওয়া হচ্ছে বন্ড নেওয়ার জন্য। এই অভিযোগ করে গতকাল সাংবাদিক সম্মেলনে আলিপুরদুয়ার জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জেলা BJP-র সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।
গতকাল আলিপুরদুয়ার জেলা মুখ্য নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠকে করে বিষয়টি সামনে আনেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "দলীয়ভাবে পুলিশের বিরুদ্ধে ১০৭ ধারা নিয়ে যে অভিযোগ করেছিলাম, আজ আপনাদের সামনে তার প্রমাণ হাজির করছি।"
সাংবাদিক সম্মেলনে তিনি ভূপেশ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে সামনে আনেন। ভূপেশ চক্রবর্তী আলিপুরদুয়ার দক্ষিণ জিতপুর এলাকার ১২/১৪৪ পার্টের বাসিন্দা। এলাকায় তিনি সক্রিয় BJP সমর্থক বলে পরিচিত।
ভূপেশবাবু বলেন, "পুলিশ বলছে ১৩ মার্চ নাকি আমি ৮ জনের বিরুদ্ধে মামলা করেছি। ১৮ মার্চ সেই আটজনের বাড়িতে পুলিশ বন্ড নেবার জন্য সমন পাঠায়। কিন্তু আমি কারও বিরুদ্ধেই কোনও মামলা করিনি। আদালতেও তাই বলেছি। পুলিশ জোর করে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে।"
আলিপুরদুয়ারের BJP সভাপতি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, "পুলিশ জানে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে। সেখানে তারা কিছুই করতে পারবে না। তাই তারা আমাদের কর্মীদের টার্গেট করে ঘরবন্দী করার চেষ্টা করছে।" গঙ্গপ্রসাদ পুলিশ সুপারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।