ETV Bharat / state

পাগলা কুকুরের কামড়ে আলিপুরদুয়ারে জখম ১২৫ - bite

পাগলা কুকুরের আতঙ্কে তটস্থ আলিপুরদুয়ারবাসী। গত ৪৮ ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে জখম প্রায় ১২৫ জন। এদের মধ্যে ৭২ জন ভরতি হয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। বাকি ৫৩ জন হাসপাতালের ইমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন।

পাগলা কুকুরের আতঙ্ক
author img

By

Published : Feb 24, 2019, 11:55 AM IST

আলিপুরদুয়ার, ২৪ ফেব্রুয়ারি: পাগলা কুকুরের আতঙ্কে তটস্থ আলিপুরদুয়ারবাসী। গত ৪৮ ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে জখম প্রায় ১২৫ জন। এদের মধ্যে ৭২ জন ভরতি হয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। বাকি ৫৩ জন হাসপাতালের ইমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন। শহরের ইটখোলা, হাসপাতালপাড়া, মিলন সংঘ, বাবুপাড়া, হঠাৎ কলোনি, শোভাগঞ্জ, শান্তিনগর, দত্তপাড়া এলাকায় কুকুরের হামলার ঘটনা বেশি ঘটছে।

আলিপুরদুয়ার শহর ও আশপাশের এলাকায় পাগলা কুকুরের তাণ্ডবে জেরবার এলাকাবাসী। এখনও পর্যন্ত কুকুরের কামড়ে জখম ১০৩ জন পুরুষ, ৩ জন শিশু ও বাকি মহিলা। এমন কী কয়েকটি গবাদি পশুকেও কুকুরে কামড়েছে। কাউকে নখ দিয়ে আঁচড়ে দিয়েছে তো কাউকে পিছন দিক থেকে তাড়া করে কামড়ে দিয়েছে। মরিচবাড়ির বাসিন্দা মদন নাগাসিয়ার পায়ের মাংস খুবলে নিয়েছে। তিনি আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন। কুকুরের ভয়ে শিশুদের বাড়ির বাইরে যেতে দিচ্ছেন না অভিভাবকরা। হাসপাতাল চত্বরেও গতকাল অনেকগুলো কুকুরকে ঘুরতে দেখা গেছে।

অন্যদিকে একসঙ্গে এত মানুষকে কুকুরে কামড়ানোর জেরে হাসপাতালে ভ্যাকসিনের সংখ্যাও কমে এসেছে। স্বাস্থ্য দপ্তরের তরফে আক্রান্তদের বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর, NRS-এর কুকুর নিধন বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হতে পারে।

undefined

আলিপুরদুয়ার, ২৪ ফেব্রুয়ারি: পাগলা কুকুরের আতঙ্কে তটস্থ আলিপুরদুয়ারবাসী। গত ৪৮ ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে জখম প্রায় ১২৫ জন। এদের মধ্যে ৭২ জন ভরতি হয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। বাকি ৫৩ জন হাসপাতালের ইমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন। শহরের ইটখোলা, হাসপাতালপাড়া, মিলন সংঘ, বাবুপাড়া, হঠাৎ কলোনি, শোভাগঞ্জ, শান্তিনগর, দত্তপাড়া এলাকায় কুকুরের হামলার ঘটনা বেশি ঘটছে।

আলিপুরদুয়ার শহর ও আশপাশের এলাকায় পাগলা কুকুরের তাণ্ডবে জেরবার এলাকাবাসী। এখনও পর্যন্ত কুকুরের কামড়ে জখম ১০৩ জন পুরুষ, ৩ জন শিশু ও বাকি মহিলা। এমন কী কয়েকটি গবাদি পশুকেও কুকুরে কামড়েছে। কাউকে নখ দিয়ে আঁচড়ে দিয়েছে তো কাউকে পিছন দিক থেকে তাড়া করে কামড়ে দিয়েছে। মরিচবাড়ির বাসিন্দা মদন নাগাসিয়ার পায়ের মাংস খুবলে নিয়েছে। তিনি আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন। কুকুরের ভয়ে শিশুদের বাড়ির বাইরে যেতে দিচ্ছেন না অভিভাবকরা। হাসপাতাল চত্বরেও গতকাল অনেকগুলো কুকুরকে ঘুরতে দেখা গেছে।

অন্যদিকে একসঙ্গে এত মানুষকে কুকুরে কামড়ানোর জেরে হাসপাতালে ভ্যাকসিনের সংখ্যাও কমে এসেছে। স্বাস্থ্য দপ্তরের তরফে আক্রান্তদের বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর, NRS-এর কুকুর নিধন বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হতে পারে।

undefined
Intro:আলিপুরদুয়ার:- শুন্য দর্শকাসনে অনুষ্ঠান করে চলছেন একের পর এক শিল্পীরা। পুরো ফাঁকা আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়াম। উদ্যোক্তারা কেউ কোথাও নেই। গুটিকয়েক অতি উৎসুখ শ্রোতা বসে উপভোগ করছেন সঙ্গীতানুষ্ঠান।


Body:আলিপুরদুয়ার জেলার শ্রমদপ্তর এর উদ্যোগে দুই দিনব্যাপী শ্রমিক মেলার আয়োজন করা হয় আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে। 19 ফেব্রুয়ারি এই মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক।
এই মেলাকে কেন্দ্র করে জেলার শ্রমদপ্তর শ্রম মন্ত্রি মলয় ঘটকের উপস্থিতিতে 708 জন শ্রমিকদের মোট 72 লক্ষ 79 হাজার টাকা অনুদান দেন।
মেলা উপলক্ষে ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শ্রমদপ্তর।
আদিবাসী নৃত্য থেকে শুরু করে দেশাত্মবোধক গান, আবৃত্তি, শ্রুতি নাটক, হিন্দি আধুনিক গান, বাংলা গানের আয়োজন করে।
তবে উল্লেখ যোগ্যভাবে মন্ত্রীর অনুষ্ঠানের সময় জেলার শ্রমদপ্তর এর আধিকারিকরা উপস্থিত থাকলেও মন্ত্রী চলে যাবার পর থেকেই শ্রমিকদের মেলা কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে। শ্রমদপ্তর এর আধিকারিকরা উপস্থিত না থাকলেও শ্রমদপ্তর এর বেশ কিছু কর্মী নিজেদের উদ্যোগে দু'দিনব্যাপী এই মেলা কোনমতে টেনে নিয়ে যান।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শিল্পীরা থাকলেও দর্শক আসন কার্যত শুনশান।


Conclusion:এ ব্যাপারে জেলার শ্রমদপ্তর এর আধিকারিকদের কাউকেই ইন্ডোর স্টেডিয়ামে পাওয়া যায়নি। মেলেনি তাদের কোনো বক্তব্য।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.